গুরুত্বপূর্ণ খবর

UIDAI Aadhaar Card – আধার কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেশবাসীর জন্য। 30শে জানুয়ারির আগে জানুন।

জালিয়াতির যুগে আধার কার্ডকে (UIDAI Aadhaar Card) বাঁচানোর জন্য নতুন ফিচার এসেছে বাজারে। ইউনিক আইডেন্টিফিকেশন থরিটি অফ ইন্ডিয়া (Unique Identification Authority Of India) এই নতুন ফিচার সামনে এনেছে। কি সেই নতুন ফিচার তার সম্বন্ধ এই আজ আলোচনা করবো। আধার কার্ড থেকে প্রতিনয়ত ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে অনলাইন জালিয়াতির মত কাজ ঘটেই চলছে।

Masked UIDAI Aadhaar Card Download Process.

এর ফলে ব্যাংক একাউন্ট থেকে মাঝে মধ্যেই গায়েব হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা। তাছাড়া আপনার তথ্য যদি হ্যাকার দের হাতে পরে যায় তাহলেতো কোন কথাই নেই। আপনার আঙ্গুলের ছাপ বিদেশে বিক্রি হয়ে যাবে। এমন পরিস্থিতিতে আপনার আধার কার্ডকে (UIDAI Aadhaar Card) সংরক্ষিত করা খুব জরুরী। এজন্য ইউনিক আইডেন্টিফিকেশন থরিটি অফ ইন্ডিয়া নতুন একটি ফিচার নিয়ে এসেছে যা হল মাস্কড আধার।

এর মাধ্যমে আপনি আপনার আধার কার্ড (UIDAI Aadhaar Card) এর তথ্য গোপন রাখতে পারবেন। এই মাস্কড আধার বা মুখোশযুক্ত আধারে, আধার নম্বরের নির্দিষ্ট সংখ্যাগুলি লুকোনো থাকে। এটি নাম, ফটোগ্রাফ এবং কিউআর কোডের মতো গুরুত্বপূর্ণ কিছু জিনিস ছাড়া বাকি তথ্য ঢেকে দেয়। আধার হল 12 সংখ্যার ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর। যা UIDAI তাদের বায়োমেট্রিক এবং ডেমোগ্রাফিক ডেটার উপর ভিত্তি করে তৈরি করেছে।

মাস্কড আধার হল UIDAI Aadhaar Card এর এমন এক ভার্সান যেখানে ব্যবহারকারীদের আধার এর প্রথম 8টি নম্বর X দিয়ে প্রতিস্থাপিত করা হয়। এটি ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করে। পুরো আধার নম্বর প্রকাশ করে না ফলে আপনার আধার কার্ড সুরক্ষিত থাকে। এছাড়া আরো সুবিধা আছে এর যদি UIDAI Aadhaar Card ব্যবহারকারী কারও সঙ্গে আধার নম্বর শেয়ার করার প্রয়োজন হয়, তাহলে ব্যবহারকারীর সম্পূর্ণ আধার নম্বরের পরিবর্তে মাস্কড আধার শেয়ার করতে পারেন। এটি ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষা করতে সাহায্য করবে।

Aadhaar Card (আধার কার্ড)

মাস্কড আধার ডাউনলোড করবেন কি করে?

  • প্রথমে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে www.uidai.gov.in.
  • My Aadhaar এ গিয়ে Download UIDAI Aadhaar Card এ ক্লিক করতে হবে।
  • আধার ডাউনলোড পেজে রিডাইরেক্ট করা হবে।
  • 12 সংখ্যার আধার নম্বর বা 16 সংখ্যার ভার্চুয়াল আইডি লিখে, পুরো নাম, পিন কোড এবং নিরাপত্তা কোডের মতো অন্যান্য প্রয়োজনীয় বিবরণ লিখতে হবে।

আধার কার্ডের একটি নিয়মে বড় পরিবর্তন। সকলকেই মানতে হবে!!

Select Your Preference এ গিয়ে Masked UIDAI Aadhaar Card ক্লিক করতে হবে। আপনার রেজিস্টার করা ফোন নম্বরে একটি OTP যাবে। তা লিখে Verify করতে হবে। তারপর পিডিএফ ফরম্যাটে মাস্কড আধার ডাউনলোড করা যাবে, যা পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত থাকবে। তাই যারা এই আধার কার্ড নিতে চাইছেন তারা এই পদ্ধতিতে ডাউনলোড করে ফেলুন।
Written by Ananya Chakraborty.

নতুন বছরে বাড়তি রেশন! কোন কার্ডে কত সামগ্রী পাওয়া যাবে? জেনে নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *