টেলিকম

VI 5G Launch – Unlimited 5G পরিষেবা শুরু করছে Vodafone Idea. গ্রাহকদের দীর্ঘদিনের দাবি পূরণ।

VI 5G Launch নিয়ে খুশির খবর গ্রাহকদের জন্য। টেলিকম বাজারে জোরতার লড়াই চলছে টেলিকম সংস্থা গুলোর মধ্যে। সব থেকে বেশি লড়াই চলছে 5G পরিষেবা দেওয়া নিয়ে। কোন সংস্থা কত তাড়াতাড়ি 5G পরিষেবা তাদের গ্রাহকদের কাছে পৌছে দিতে পারবে তার লড়াই চলছে। দেশজুড়ে 5G লঞ্চ হওয়ার পর থেকেই কে কত তাড়াতাড়ি তার গ্রাহকদের Unlimited 5G পরিষেবা দেওয়া শুরু করতে পারে তার লড়াই চলছে (VI 5G Launch).

VI 5G Launch News In India.

সেই লড়াইতে এখনো পর্যন্ত এগিয়ে আছে রিলায়েন্স জিও (Reliance JIO). দেশের অধিকাংশ সিম কার্ড গ্রাহক জিওর। ফলে জিও যখনই 5G পরিষেবা চালু করেছে তখন থেকেই গ্রাহকরা এই পরিষেবার সুবিধা পাচ্ছেন। বিশেষ করে যে সব এলাকায় 5G পরিষেবা চালু আছে তারা তাদের ফোন 5G সাপোর্ট পাচ্ছে। আর তাদের জিও এর কানেকশন নেওয়া থাকলে তারা Unlimited VI 5G Launch ডেটা পাচ্ছেন।

রিলায়েন্স জিওকে টেক্কা দিতে তার সাথে তাল মিলিয়ে চলার জন্য এয়ারটেল ও ঝাপিয়ে পড়েছে। এয়ারটেল ও সম্প্রতি যত তাড়াতাড়ি সম্ভব 5G পরিষেবা দেশজুড়ে রোল আউট করার লক্ষ্যমাত্রা নিয়েছে। এই 5G পরিষেবা দেবার দৌড়ে পিছিয়ে আছে VI 5G Launch. তবে তারাও এখন জমি ছাড়তে নারাজ। VI সংস্থার তরফ থেকে ইতিমধ্যেই ঘোষনা করা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব তাদের গ্রাহকদের Unlimited 5G পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুতি শুরু করা হয়েছে। তবে কবে নাগাদ চালু করা হবে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

VI 5G পরিষেবা কবে চালু করা হবে?

VI এর ত্রৈমাসিক পর্যবেক্ষণ রিপোর্ট নিয়ে বলার সময় সংস্থার CEO অক্ষয় মুন্দ্রা বলেন, খুব তাড়াতাড়ি VI দেশজুড়ে 5G পরিষেবা চালু করবে (VI 5G Launch). এই বছরের মাঝামাঝি নাগাদ এই পরিষেবা চালু হতে পারে। তবে একটি বিষয় লক্ষ্য করা গিয়েছে যে 5G পরিষেবা নিয়ে VI এর তরফে বিস্তারিত কিছু এখনো জানান হয়নি। এবারে দেখার অপেক্ষা যে JIO Bharti Airtel এর মত আনলিমিটেড পরিষেবা দেওয়া হয় কিনা (VI 5G Launch).

JIO Airtel 5G Plan

দেশজুড়ে 5G লঞ্চ এর পর থেকে জিও এই বিষয়ে অনেকটাই এগিয়ে আছে। তারা দেশের অনেক জায়গাতেই 5G পরিষেবা দিচ্ছে। যে সব এলাকায় 5G পরিষেবা আছে সেখনে 5G ফোন থাকলে গ্রাহকরা 5G পরিষেবার সুবিধা নিতে পারছেন। এক্ষেত্রে সুবিধা নেওয়ার জন্য জিও এর 239 টাকা বা তার বেশি মূল্যের প্ল্যান রিচার্জ করতে হবে। তাহলে Unlimited 5G Data পাবেন গ্রাহকরা (VI 5G Launch).

Airtel Recharge Plan (এয়ারটেল রিচার্জ প্ল্যান)

Jio এর 239 টাকার প্ল‍্যানে আনলিমিটেড ভয়েস কলিং, দৈনিক 1.5GB 4G Data, এবং 100 টি করে SMS এর সুবিধা পাবেন গ্রাহকেরা, এর ভ্যালিডিটি 28 দিন। আবার Airtel 5G সার্ভিস দেবার জন্যে মাঠে নেমে পড়েছে। এয়ারটেল এর তরফ থেকে জানান হয়েছে চলতি বছরের মার্চ মাসের মধ্যেই দেশজুড়ে 5G পরিষেবা চালু করবে। এয়ারটেলের 265 টাকার রিচার্জ প্ল্যান নিলে Unlimited 5G Data পাওয়া যাবে।

আপনার পুরনো ফোন আছে? থাকলে নতুন ফোন পেয়ে যান সম্পূর্ণ বিনামূল্যে।

সেক্ষেত্রে এই প্ল‍্যানের ভ্যালিডিটি 28 দিন। দৈনিক 1GB 4G Data, Unlimited Voice Calling এবং 100 টি করে SMS সুবিধা পাবেন গ্রাহকরা। এবারে দেশের কোটি কোটি গ্রাহকরা অপেক্ষা করছেন যে VI 5G Launch হওয়ার পরে এই কোম্পানির তরফে কি সিদ্ধান্ত নেওয়া হয়। আপনারা কি VI 5G Launch এর জন্য অপেক্ষা করছেন? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
Written by Ananya Chakraborty.

এয়ারটেল গ্রাহকদের মাথায় হাত। সমস্ত রিচার্জ প্ল্যানের দাম বেড়ে গেল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *