টেক নিউজ

Old Phone Exchange – পুরনো মোবাইল দিন নতুন মোবাইল নিন। হাত খরচের টাকায় নতুন ফোন পাবেন।

এখন অনেক মানুষ নিজেদের পুরনো ফোন বদল করে নতুন ফোন কেনে (Old Phone Exchange). আর বর্তমানে অনলাইন প্ল্যাটফর্ম গুলোর কারনে পুরনো ফোন এক্সচেঞ্জ (Mobile Phone Exchange) করে নতুন ফোন কেনা আরো সহজ হয়ে গিয়েছে। Flipkart, Amazon থেকে শুরু করে খোদ স্মার্টফোন (Smartphone) ব্র্যান্ড গুলো তাদের ওয়েবসাইটে মোটা অঙ্কের টাকার এক্সচেঞ্জ অফার (Old Phone Exchange Offer) দিচ্ছে।

Old Phone Exchange Offer In Amazon Flipkart.

তবে এই সবের মধ্যে Amazon India ফোন এক্সচেঞ্জের একটি দারুন অফার নিয়ে এসেছে। আপনিও যদি একটি বাজেট সেগমেন্ট (Budget Segment) শ্লীম ডিজাইন (Slim Design), Light OS এবং ভালো ব্যাটারি ব্যাকাপ ওয়ালা একটি স্মার্টফোন কিনতে চান তাও আবার নিজের পুরনো ফোন এক্সচেঞ্জ (Old Phone Exchange) করে তাহলে Amazon দিচ্ছে তেমনই একটি দুর্দান্ত অফার।

Amazon এর এই একটি অফার এর কার্যত পুরো দামটাই বাঁচতে পারেন আপনার। আসলে Amazon India এই মুহুর্তে VIVO Y36 ফোনটির উপর দারুন অফার রেখেছে, দুর্দান্ত ডিসকাউন্টে বেচছে এই ফোন। আপনি এতে 7 হাজার টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট এর পাশাপাশি মোটা টাকার Old Phone Exchange Offer এবং ব্যাংক ডিসকাউন্ট (Bank Discount Offer) কাজে লাগাতে পারেন।এই VIVO ফোনটির ফিচারও বেশ দুর্দান্ত।

Vivo Y36 ফোনটিতে কি কি অফার দেওয়া হচ্ছে?

Vivo Y36 ফোনটির 8 GB এবং 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম 21999 টাকা হলেও এখন Amazon এর অফারে এটির দাম রয়েছে 14999 টাকা। আবার ব্যাংক অফারে 2 হাজার টাকা চার পাওয়া যাবে। আর পাওয়া যাবে 727 টাকা EMI স্কীম। আর সবচেয়ে বড় কথা হল আপনি যদি এই ফোন কেনার জন্য পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করেন তাহলে পেয়ে যাবেন 14200 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস (Old Phone Exchange Bonus).

VI 5G Launch (ভোদাফোন আইডিয়া ৫জি লঞ্চ)

সব অফার যদি কাজে লাগানো যায় তাহলে আপনার 2 হাজার টাকার মত খরচ পড়বে এটি কেনার জন্য। তবে এই ফোন এক্সচেঞ্জ (Old Phone Exchange) এর অফারটি নির্ভর করবে আপনার পুরনো ফোনের ব্র্যান্ড, মডেল এবং বর্তমান ফিজিক্যাল অবস্থার উপরে। Vivo Y36 স্মার্টফোনটিতে 6.64 Inch Full HD+ Resolution 2388×1080 Pixel Display রয়েছে। এই সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক।

ভোটের আগে নতুন কার্ড দিচ্ছে মোদী সরকার। এই কার্ড পেলেই মাসে পাবেন 3 হাজার টাকা।

পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে Snapdragon 850 Processor, যার সাথে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ (Internal Storage) মিলবে। এক্ষেত্রে 8GB Virtual RAM সুবিধাও মিলবে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটি অফার করবে 44W Fast Charging সাপোর্ট বিশিষ্ট 5000 mAH ব্যাটারি। অন্যদিকে ফটোগ্রাফির জন্য এটিতে দেখা যাবে 50 Megapixel Primary Camera যুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ (Old Phone Exchange).
Written by Ananya Chakraborty.

আধার কার্ড গ্রাহকদের এই কাজটি না করলে, ব্যাংক একাউন্টে সমস্যা হবে। ফেব্রুয়ারির মধ্যে করে নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *