টেক নিউজ

আপনার মোবাইলে কি ইন্টারনেট স্লো গতিতে চলছে। তাহলে জেনে নিন কিছু চটজলদি সমাধান

সময়ের প্রবাহের সাথে আমাদের দেশ প্রযুক্তিগত উন্নতি করে চলেছে ধাপে ধাপে। যার ফলে ইন্টারনেট এখন আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে পড়েছে। কিন্তু আজকাল বেশিরভাগ মানুষকেই দুর্বল নেটওয়ার্ক জনিত সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। মোবাইলের নেট অন,অফ করেও এই সমস্যাকে এড়িয়ে যাওয়া এখন আর সম্ভব হয়ে উঠছে না।আর ইন্টারনেটের এই স্লো স্পীডের (Internet Speed) মতন গুরুতর সমস্যার হাত থেকে বাঁচতে কিছু চটজলদি সমাধান নিয়ে আজ আমরা হাজির আপনাদের কাছে।

তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক কি কি উপায়ে ইন্টারনেটের গতি (Internet Speed) বাড়িয়ে নেওয়া সম্ভব।

১. ফোন রিস্টার্ট করা:- আপনার ফোনটিকে রিস্টার্ট করে অথবা নেটওয়ার্কিং প্রসেস সহ ডিভাইসের সমস্ত সিস্টেম প্রসেস রিস্টার্ট করে নিয়ে এই স্লো ইন্টারনেট সমস্যার সমাধান সম্ভব।

২. ফোন রিসেট করা:- অনেক সময়ে ফোন রিসেট করেও নেটওয়ার্ক জনিত সমস্যা দূর করা যায়।

৩. সিমকার্ডটি পরিষ্কার রাখা:- মাঝে মধ্যে সিম কার্ড ফোন থেকে বের করে পরিষ্কার করে রাখতে হয়। দীর্ঘদিনের ব্যবহারের ফলে সিম কার্ডের পোর্টে ধুলো জমে গিয়ে নেটওয়ার্কের ইস্যু হতে পারে।

রাজ্যজুরে চালু হলো মেধাশ্রী প্রকল্প। প্রত্যেক ছাত্র-ছাত্রী পাবে ৮০০ টাকা

৪. অন্য কোনো মোবাইলে সিম লাগিয়ে চেক করে নেওয়া:- বহু সময়ে লক্ষ্য করা গেছে যে, সিম নির্দিষ্ট কোনো ফোনে কাজ করছে না, কিন্তু অন্য ফোনে লাগিয়ে নিলে ইন্টারনেটের কোনো সমস্যা দেখা দিচ্ছে না। তাই এরকম সমস্যা হলে একবার সিম টিকে অন্য ফোনে লাগিয়ে চেক করে দেখে নেওয়া উচিত যে সমস্যা আপনার ফোনের নয় তো।

৫. ফোনের ডেটা লিমিট খেয়াল রাখা:- আমরা অনেকেই দিনে কতোটা ডেটা ব্যবহার করছি তার খেয়াল রাখি না। যার ফলে ডেটা লিমিট ক্রস হয়ে যাওয়ার পর ইন্টারনেট স্পীড আপনাআপনি কমে যায় তাই ফোনের ডেটা লিমিটেশন এর দিকে খেয়াল রাখতে হবে।

৬. মোবাইলে নেটওয়ার্ক সেটিং অটো অপশনে রাখুন:- আপনি কি কোম্পানির সিম এবং ফোন ইউজ করছেন তার উপর নির্ভর করে 2G, 3G, 4G ও বর্তমানে কিছু জায়গায় 5G নেটওয়ার্কিং এর সুবিধা পাওয়া যায়। সেক্ষেত্রে মোবাইলের নেটওয়ার্ক ম্যানুয়ালি সেট না করে অটো অপশনে সেট করা থাকলে এটি নিজের থেকে চিহ্নিত করে বেস্ট নেটওয়ার্কে সুইচ করবে। আর নেটের স্পীড বাড়বে।

৭. APN ( ACCESS POINT NAMES) সেটিংস রিসেট করে নেওয়া:- ফোনের ডেটা অথবা নেটওয়ার্ক সেটিংস এর Access Point Names সেকশন এ গিয়ে Reset Access point অপশন টিকে সিলেক্ট করতে হবে। এটির মাধ্যমে স্লো ইন্টারনেট গতির হাত থেকে কিছুটা বাঁচা যাবে।

৮. এয়ারপ্লেন মোড ব্যবহার করা:- কমজোর গতির ইন্টারনেটের ঝামেলা থেকে নিস্তার পাওয়ার সবথেকে সহজ উপায় হলো এয়ারপ্লেন মোড অন করে কিছুক্ষণ পর অফ করে দিলে ফোনের নেটওয়ার্ক তাড়াতাড়ি রিসেট হবে এবং ইন্টারনেটের স্পীড বেড়ে যাবে।

এইভাবে কিছু সহজ ও চটজলদি উপায়ের দ্বারা আপনিও স্লো গতির ইন্টারনেটের অত্যাচার এর হাত থেকে নিস্তার পেতে পারেন এবং অবাধ ইন্টারনেট ব্যবহারের লাভ উঠাতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *