Madhyamik Exam 2025 – আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা কবে শুরু? নতুন নিয়ম মানতে হবে? আরও এগিয়ে আনা হবে?
গতকাল শেষ হল মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2025) আর পরীক্ষা শেষ হতেই পরের বছরের মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Pariksha) রুটিন প্রকাশ হয়ে গেল। পাক্কা 12 মাস বাকি থাকতেই 2025 সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করে দিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu). কবে কোন পরীক্ষা আছে চলুন দেখে নিন। সোমবার বিকাশ ভবনে (Bikash Bhavan) সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেন শিক্ষামন্ত্রী।
Madhyamik Exam 2025 Full Routine.
তিনি বৈঠকে জানিয়েছেন, এবারের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার কয়দিন আগেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির (CM Mamata Banerjee) সাথে আলোচনা হয়েছে। সেই আলোচনার ভিত্তিতেই ঠিক হয়েছে পরের বছর 2025 সালে 14ই ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2025) শুরু হবে। এই পরীক্ষা চলবে 24শে ফেব্রুয়ারি পর্যন্ত। তবে মাধ্যমিকের যে মুল 7 টি বিষয়ের পরীক্ষা আছে সেই পরীক্ষা শেষ হবে 22শে ফেব্রুয়ারিতে।
24শে ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে। তবে 2025 সালের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2025) সকাল 9 টা 45 থেকে শুরু হবে নাকি 11টা 45মিনিট থেকে শুরু হবে তা এখনো জানায় নি। এই বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের সময় আরো বিস্তারিত জানা যাবে। তখনই বলা হবে পরের বছরের পরীক্ষার সময় সূচি (Madhyamik Exam 2025 Routine).
এই বছর পরীক্ষা (Madhyamik Exam 2025) শুরু হয়েছিল শুক্রবার থেকে আর এই বছরের মত পরের বছরেও শুক্রবার থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। শনিবার হবে দ্বিতীয় ভাষার পরীক্ষা। তারপরে এবছর যে যে বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছিল তেমন ভাবেই পরের বছরও পরীক্ষা নেওয়া হবে। আর এই সম্পর্কে আরও কিছু আপডেট থাকলে আগামী সময়ে জানিয়ে দেওয়া হবে।
Madhyamik Exam 2025 Full Schedule
1) 14 ই ফেব্রুয়ারি (শুক্রবার): বাংলা।
2) 15 ই ফেব্রুয়ারি (শনিবার): ইংরেজি।
3) 17 ই ফেব্রুয়ারি (সোমবার): ইতিহাস।
4) 18 ই ফেব্রুয়ারি (মঙ্গলবার): ভূগোল।
5) 19 শে ফেব্রুয়ারি (বুধবার): জীবনবিজ্ঞান।
6) 20 শে ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): ভৌতবিজ্ঞান।
7) 22 শে ফেব্রুয়ারি (শনিবার): অঙ্ক।
8) 24 শে ফেব্রুয়ারি (সোমবার): ঐচ্ছিক বিষয়।
এই বছরের মাধ্যমিক পরীক্ষা সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছারা মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠ ভাবেই হয়েছে। জামাতাড়া গ্যাং এর মত নির্দিষ্ট কিছু গ্যাং প্রশ্নপত্র ফাঁস করে দেবার চেষ্টা করেছিল। সেই ঘটনার তদন্ত করছে পুলিশ। এই পরিস্থিতিতে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরামর্শ দিয়ে তিনি বলেন, এখন পরীক্ষায় যেমন কড়াকড়ি হয়েছে তাতে মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2025) প্রশ্নপত্র ফাঁস করতে গেলে মাথার ঘাম পায়ে পড়বে।
এই বছরের মাধ্যমিক পরীক্ষায় সবাই পাশ? কি কারণে পাশ? গুরুত্বপূর্ণ আপডেট জেনে নিন।
আর সেই অসৎ উপায়ের পেছনে না খেটে ভালভাবে পড়াশোনা করে পরীক্ষা দিলে পড়ুয়ারা বেশি নম্বর পাবে। আর প্রশ্ন ও সহজ হবে বলে আশা দিয়েছেন শিক্ষামন্ত্রী। আর এই বছরের সকল পরীক্ষার্থীদের ভবিষ্যতের জন্যও তিনি শুভ কামনা করেছেন। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য (Madhyamik Exam 2025).
Written by Ananya Chakraborty.
এই কার্ড বানালেই পাবেন 5 লাখ টাকা। ভোটের আগে মোদী সরকারের সিদ্ধান্ত।