গুরুত্বপূর্ণ খবর

Ration Items List: পুজোর মাসে রেশনে অতিরিক্ত সামগ্রী! কোন কার্ডে কত কিলো পাবেন?

রাজ্যের অসংখ্য রেশন গ্রাহকদের বেশ কয়েকটি যোজনার অধীনে অতিরিক্ত রেশন (Free Ration Items List) পেতে চলেছেন। বর্তমানে আধার কার্ড, প্যান কার্ডের মতো নথির পাশাপাশি অন্যতম একটি গুরুত্বপূর্ণ নথি হল রেশন কার্ড (Ration Card). বিশেষ করে দেশের দরিদ্র শ্রেণীর মানুষদের জন্য এই রেশন কার্ড অত্যন্ত জরুরি (Free Ration).

October Ration Items List in West Bengal

প্রত্যেক মাসেই বিভিন্ন প্রকারের রেশন কার্ডের মধ্যে কোন কার্ডে কতটা রেশন সামগ্রী বরাদ্দ করেছে সরকার, তা খাদ্য দপ্তরের তরফে নোটিশ এবং গ্রাহকদের SMS দিয়ে জানিয়ে দেওয়া হয়ে থাকে। সাধারণত প্রায় অধিকাংশ মাসের শুরুতেই রেশন কার্ড উপভোক্তারা কী পরিমাণ খাদ্য সামগ্রী (Ration Items List) রেশন থেকে পাবেন তা নির্ধারণ করা হয়ে থাকে। সেই মতো সেপ্টেম্বর মাসের শেষেই অক্টোবর মাসে কী পরিমাণ খাদ্য সামগ্রী পাওয়া যাবে তা নির্ধারণ করা হয়েছে।

পশ্চিমবঙ্গে রেশন সামগ্রীর তালিকা

পাশাপাশি নিয়ম অনুসারে, কোন রেশন কার্ড উপভোক্তা কত পরিমাণ খাদ্য সামগ্রী (Ration Items List) পাবেন তা তাদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে এসএমএস করেও জানিয়ে দেওয়া হয়েছে। আর সেখানেই পশ্চিমবঙ্গ রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফ থেকে আসন্ন অক্টোবর মাসে বেশ কিছু বিশেষ রেশন কার্ড ব্যবহারকারীদের অতিরিক্ত হারে রেশন দেওয়ার কথা জানানো হয়েছে।

কোন কার্ডে কত কিলো রেশন পাবেন?

1) Antyodaya Anna Yojana – রাজ্যের অন্ত্যোদয় অন্ন যোজনার রেশন কার্ড হোল্ডাররা সবচেয়ে বেশি পরিমাণ রেশন সামগ্রী পাবেন। এই কার্ড রয়েছে এমন ব্যক্তিদের পরিবার পিছু ২১ কেজি চাল, ১৩ কেজি ৩০০ গ্রাম আটা অথবা ১৪ কেজি গম একেবারে বিনামূল্যে দেওয়া হবে। পাশাপাশি দেওয়া হবে ১ কেজি করে চিনি। তবে চিনিটি কত টাকায় দেওয়া হবে, সেটি রেশন দোকানের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে।

2) SPHH & PHH Ration Card – রাজ্যে স্পেশাল প্রায়োরিটি হাউস হোল্ড ও প্রায়োরিটি হাউস হোল্ড এই দুই প্রকার রেশন কার্ড যাদের রয়েছে সেই সকল পরিবারের সদস্যরা অক্টোবর মাসে মাথাপিছু ৩ কেজি চাল, ১ কেজি ৯০০ গ্রাম আটা বিনামূল্যে পেয়ে যাবেন। তবে যদি কেউ আটা নিতে না চান তাহলে তাকে ২ কেজি করে চাল বিনামূল্যে দেওয়া হবে‌।

Ration Items (রেশন সামগ্রীর তালিকা)

3) RKSY 1 & RKSY 2 Ration Card – রাজ্যে এই কার্ড হোল্ডারের সংখ্যা সবচেয়ে কম। রাজ্যের খাদ্য সুরক্ষা যোজনা ক্যাটাগরির অধীনে বিনামূল্যে মাথা পিছু ৫ কেজি করে চাল বিনামূল্যে দেওয়া হতো। তবে এখন সেই সুবিধা তুলে দেওয়া হয়েছে (Ration Items List). এখন থেকে এই কার্ডের উপভোক্তাদের রাজ্য খাদ্য দপ্তরের পক্ষ থেকে মাথাপিছু ২ কেজি করে চাল বিনামূল্যে দেওয়া হবে।

পুজোর আগে বিদ্যুৎ বিল মকুব নিয়ে বড় খবর! আমজনতার মুখে চওড়া হাসি

এই সকল রেশন কার্ডধারী ব্যক্তিদের পাশাপাশি পশ্চিমবঙ্গের জঙ্গলমহল এলাকায় বসবাসকারী মানুষদের বিশেষ প্যাকেজের মাধ্যমে অতিরিক্ত রেশন সামগ্রী প্রদান করা হবে। জঙ্গল মহল ছাড়াও পাহাড়ের বাসিন্দা, চা বাগানের কর্মী রেশন কার্ড ধারী ব্যক্তিরাও সেপ্টেম্বর মাসে অতিরিক্ত রেশন সামগ্রী পেতে চলেছেন। আর এবারে দেখার অপেক্ষা যে সরকারের তরফে আরও কিছু ঘোষণা করা হয় কিনা এই বিষয়ে।
Written by Sampriti Bose.

Related Articles