Holiday List – অতিরিক্ত ছুটি ঘোষণা নভেম্বর মাসে, কত গুলো ছুটি বাড়ল? পুরো তালিকা একনজরে।
এর আগে অক্টোবর মাসে প্রচুর ছুটি (Holiday List) পেয়েছিল স্কুল কলেজ গুলো। গান্ধী জয়ন্তী, মহালয়া, দুর্গাপূজা, নবরাত্রি, দশেরা, লক্ষ্মীপুজো এই সব এর প্রচুর ছুটি পেয়েছে স্কুল, কলেজ ও সরকারি এবং বেসরকারি অফিস গুলো। এবার আবার নভেম্বর মাসে আরও অনেক ছুটি বা অতিরিক্ত ছুটি পাবে পশ্চিমবঙ্গের সরকারি বা বেসরকারি অফিসে কর্মরত কর্মী ও পড়ুয়ারা। তবে যদিও এই ছুটি গুলো ছুটির তালিকা ও দিনের সংখ্যার নিরিখে এর বদল হতে পারে বিভিন্ন রাজ্যে রাজ্যে।
Holiday List In November 2023.
নভেম্বরের ছুটির তালিকা (Holiday List) অক্টোবর মাস শেষ আর একদিন পর নভেম্বর মাস পরবে আর এর মধ্যেই আসন্ন নভেম্বর মাসের ছুটির তালিকা প্রকাশ হলো। অক্টোবর মাসের মতই এই মাসেও আছে অনেক ছুটি। তবে ছুটির তালিকা রাজ্য বিশেষে আলাদা হতে পারে। দেখে নিন দেশের সার্বিক ছুটির তালিকায় ঠিক কতদিন বন্ধ স্কুল কলেজ।
এবার এর নভেম্বর মাস একগুচ্ছ ছুটিতে ভরা। দেশ, অঞ্চল এবং শিক্ষা প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে স্কুল ছুটির হেরফের হয়। এগুলি সাধারণত অ্যাকাডেমিক ক্যালেন্ডারের উপর ভিত্তি করে নির্ধারিত হয়। নভেম্বরের স্কুল কলেজের ছুটির তালিকায় (Holiday List) একদম পরপর তিনটি বিশেষ ছুটি আছে। দীপাবলি এবং শিশু দিবস। ছাত্র, ছাত্রীরা স্কুল কলেজ ও অঞ্চল নির্বিশেষে এই দিন গুলি উদযাপন করেন। তাই ছুটির আমেজে ভরপুর হতে চলেছে এই নভেম্বর মাস।
এই ছুটির তালিকাটি আমরা শিক্ষাবর্ষ 2023-24 এর ছুটির সময়সূচী তুলে ধরেছি। এই ছুটির তালিকাটি ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলি রাজ্যের শিক্ষা বোর্ড, CBSE, ICSE এবং অন্যান্য সহ বিভিন্ন বোর্ডের দ্বারা অনুমোদিত। স্কুল কলেজ এর পড়ুয়ারা যেমন সারা বছর গরমের ছুটির অপেক্ষা করে তেমন সাধারন ছুটির (Holiday List) ও অপেক্ষা করে তারা। এছাড়াও বিশেষ কিছু ছুটিতে সকল সরকারি কর্মীরাও ছুটি পেয়ে থাকেন।
জাতীয় স্কুল ছুটির তালিকা (Holiday List) রবিবার, 12ই নভেম্বর 2023 দীপাবলি, বুধবার, 15ই নভেম্বর 2023 ভাইফোঁটা, রবিবার 19শে নভেম্বর 2023 ছট পুজো, শুক্রবার, 24শে নভেম্বর 2023 গুরু তেগ বাহাদুরের শাহাদত দিবস, সোমবার 27শে নভেম্বর 2023 গুরু নানক জয়ন্তী। এই হল নভেম্বর মাসের চিতির তালিকা এবার চলুন এক ঝলক ডিসেম্বর মাস এর ছুটির তালিকার দিকে চোখ বুলিয়ে নেই।
PNB – সেভিংস একাউন্ট বন্ধ হবে কয়েক কোটি পিএনবি গ্রাহকের, ব্যাংক কর্তৃপক্ষ জানিয়ে দিলো।
ডিসেম্বর মাসের জাতীয় ছুটির তালিকা (Holiday List) রবিবার, 24শে ডিসেম্বর, 2023 বড়দিনের আগের দিন। সোমবার 25শে ডিসেম্বর, 2023 বড়দিন, রবিবার 31শে ডিসেম্বর 2023 নিউ ইয়ার। এই প্রসঙ্গে বলে রাখি, কিছু শিক্ষা প্রতিষ্ঠান তাদের শিক্ষার্থীদের জন্য আলাদা ছুটির সময়সূচী (Holiday List) অনুসরণ করতে পারে। তাই সেক্ষেত্রে শিক্ষার্থী এবং অভিভাবকদের স্কুলের নির্দিষ্ট সংখ্যক ছুটির দিন জেনে নিতে স্কুলের ডায়েরি বা অফিসিয়াল যোগাযোগের মাধ্যমে মিলিয়ে নেবেন।
Written by Ananya Chakraborty.
Blue Aadhaar Card – ভারতে চালু হলো নীল রঙের আধার কার্ড। এই কার্ড করলে কি কি সুবিধা পাবেন?