ছুটি

Govt Holidays – দোলপূর্ণিমা ও হোলি উপলক্ষ্যে টানা 4 দিন ছুটি ঘোষণা। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ।

পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal) সরকারি কর্মীদের ছুটির তালিকা (Govt Holidays List) প্রকাশ করেছে। এই ছুটির তালিকায় (Holiday List 2024) অনেক ছুটি রয়েছে সরকারি কর্মীদের। তার মধ্যে মার্চ মাসেই রয়েছে অনেক দিন ছুটি। মার্চ মাসে এমনিতেই রয়েছে দোলযাত্রা ও হোলি তার জন্যে তো ছুটি থাকছেই তাছারাও আরো অনেক ছুটি রয়েছে মার্চ মাসে। মার্চ মাসে কোন কোন দিন ছুটি আছে জেনে নিন।

West Bengal Govt Holidays.

এছাড়াও এই বছরের শুরু থেকেই এখনো পর্যন্ত অনেক ছুটি পেয়েছে সরকারি কর্মীরা। কিন্তু এবারে সারা বছর মিলিয়ে আরও অনেক ছুটি (Govt Holidays) আছে। আর এই সকল ছুটির মধ্যে সকলে তোঁ এই সব ছুটি পায়না। মার্চ মাসে রাজ্য সরকারি কর্মীদের 14 দিন ছুটি কাটানোর সুযোগ রয়েছে। এই বছর 2024 এর ছুটির তালিকা অনুসারে মার্চ মাসে কোন কোন দিন কি কি করনে ছুটি থাকবে জেনে নিন।

Govt Holidays In March 2024

2 রা মার্চ শনিবার- কিছু কিছু সরকারি অফিস ছুটি থাকবে।
3 রা মার্চ রবিবার- সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটি।
8 ই মার্চ শুক্রবার- শিবরাত্রি।
9 ই মার্চ শনিবার- কিছু কিছু সরকারি অফিস ছুটি।

10 ই মার্চ রবিবার – সাপ্তাহিক ছুটি কর্মীদের ।
16 ই মার্চ শনিবার -কিছু কিছু সরকারি অফিস ছুটি থাকবে।
17 ই মার্চ রবিবার – সাপ্তাহিক ছুটি।
23 শে মার্চ শনিবার- কিছু কিছু সরকারি অফিস ছুটি থাকবে।

24 শে মার্চ রবিবার – সাপ্তাহিক ছুটি।
25 শে মার্চ সোমবার – দোল পূর্ণিমা।
26 শে মার্চ মঙ্গলবার – দোল পূর্ণিমার পরের দিন।
29 শে মার্চ শুক্রবার – গুডফ্রাইডে।
30 শে মার্চ শনিবার – কিছু কিছু সরকারি অফিস ছুটি (Govt Holidays).
31 শে মার্চ রবিবার – সাপ্তাহিক ছুটি।

Holiday (ছুটি)

মার্চ মাসে 2, 9, 16, 23, 30 – এই 5টি শনিবারে কিছু কিছু রাজ্য সরকারি অফিসে ছুটি এবং 3, 10, 17, 24, 31 – এই 5টি রবিবার থাকছে সাপ্তাহিক ছুটি। এছাড়া অন্যান্য পর্ব উপলক্ষে শিবরাত্রি, দোল পূর্ণিমা এবং গুড ফ্রাইডে উপলক্ষে মোট ছুটি থাকবে 4 দিনের। সব মিলিয়ে কারো 14 দিন এবং বাকিদের 9 দিনের ছুটি থাকবে মার্চ মাসে। তবে এই সব ছুটির মধ্যে দোল পূর্ণিমার ছুটিতে লম্বা ছুটি (Govt Holidays) পাওয়া যাবে।

অস্থায়ী রাজ্য সরকারি কর্মীদের স্থায়ী চাকরি দেওয়া হবে। ভোটের আগে বড় ঘোষণা।

কিন্তু এই Govt Holidays তে রাজ্যের স্কুল, কলেজ, সরকারি অফিসে সব গুলো একই সাথে বন্ধ থাকবে না। ছুটির দিন হিসাবে কারা ও কবে এই ছুটি পাবে সেই সম্পর্কে নিজেদের প্রতিষ্ঠানে আপনারা খোঁজ করে সঠিক তথ্য জেনে নেবেন। আর এই টানা ছুটি থাকাকালীন আপনারা কোথাও গিয়ে ঘুরে আসতে পারবেন। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Ananya Chakraborty.

পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট 2024. সুখবর দিলেন শিক্ষামন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *