আগে যা হয়েছে ব্যাস! আর OBC Certificate দেখিয়ে কোন লাভ নেই!
সম্প্রতি কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) 2010 সালের পর থেকে সব OBC Certificate বাতিল করেছে। OBC সার্টিফিকেট (Caste Certificate) দেওয়ার যে নিয়ম সেই নিয়ম লঙ্ঘন করে রাজ্য সরকার প্রচুর মানুষদের OBC সার্টিফিকেট দিয়েছে। এর ফলে প্রচুর মানুষ এই সার্টিফিকেট পাওয়ার যোগ্য নয় এমন মানুষ গুলো OBC সার্টিফিকেট পেয়েছে। তাই এই OBC এর সার্টিফিকেটে দুর্নীতির অভিযোগ করে আদালতের দ্বারস্থ হয় অনেকে।
West Bengal OBC Certificate Latest Update.
আর তারপরই কলকাতা হাইকোর্ট রায় দেয় 2010 সালের পর থেকে যত OBC Certificate দেওয়া হয়েছে সব বাতিল। আর এও বলেছে যারা এখনো পর্যন্ত সংরক্ষণের সুবিধা নিয়ে চাকরি করছেন তাদের উপরে এর কোনো প্রভাব পড়বে না। তবে যে সব পড়ুয়া OBC এর সার্টিফিকেট দেখিয়ে টাকা নিয়ে পড়াশোনা করছে তাদের কি হবে? OBC সার্টিফিকেট এর যে অন্যান্য সুযোগ সুবিধা আছে সে গুলোরই বা কি হবে?
Disadvantage of Cancel OBC Certificate
1) হাইকোর্টের রায় অনুযায়ী যারা চাকরি করছেন তাদের কোনো সমস্যা না হলেও তপশিলি জাতি, উপজাতি ও OBC র ভবিষ্যৎ এর চাকরিপ্রার্থীরা অসুবিধায় পরবেন।
2) OBC Certificate নিয়ে জটিলতা থাকায় রোস্টার নতুন করে তৈরি করা সম্ভব নয় ফলে এখন নিয়োগ করা যাবে না।
3) এই সার্টিফিকেট ব্যবহার করে যারা এজ থেকেই স্কলারশিপ এর সুবিধা পাচ্চিলেন তাদের কোনো অসুবিধা নেই। কিন্তু যারা নতুন করে সুবিধা নেবেন বলে ভেবেছিলেন তারা এই সুবিধা নিতে পারবেন না।
OBC Certificate বাতিল হওয়ার ফলে জনগণের বক্তব্য কি?
দক্ষিন 24 পরগনা জেলার বাঙ্গার এলাকায় বসবাসকারি এক ব্যক্তি জানিয়েছেন তিনি পারিবারিক সমস্যার কারনে বেশি লেখাপড়া করতে পারেননি (OBC Certificate). কিন্তু কৃষি কাজ করে ভাইকে পড়াশোনা করাচ্ছেন। মাসুদ বলেছেন, আমি ভেবেছিলাম লেখাপড়া শেষ করে আমার ভাই সরকারি চাকরি পাবে। তাহলে পরিবারের আর্থিক অবস্থা একটু উন্নত হবে। কিন্তু এখন কি হবে বুঝতে পারছি না।
Problems of OBC Certificate Cancel
শফিকুল্লা নামের এক যুবকেরও একই দাবি, সেই যুবকের বয়স 25 বছর সে 3 বছর আগে স্নাতক পাস করার পর সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। সরকার কিছু না করলে তার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। এই অবস্থা এই দুটি ছেলের নয় এমন আরো হাজার হাজার ছেলের মেয়েরও একি অবস্থা (OBC Certificate). পরের বছরের রাজ্য প্রশাসনিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন অনেকেই কিন্তু আদালতের সিদ্ধান্তের ফলে সেই স্বপ্ন ভেঙ্গে গিয়েছে।
জেনারেল ক্যাটেগরিতে চাকরি পাওয়া মুশকিল। এখন এই OBC প্রার্থীদের আবার জেনারেলদের নিয়ম মেনে পরীক্ষায় বসতে হবে। মুখ্যমন্ত্রী বলেছেন তিনি আদালতের নির্দেশ মানেন না। ভোট মিটলে তিনি এই OBC Certificate রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবেন বলেছেন। এই রায়ের সহমতও দিয়েছেন অনেকে। জেনারেল ক্যাটাগরির এক শিক্ষক বলেছেন, সংরক্ষণের কারনে চাকরি পেতে তার অনেক বছর লেগেছে।
এবারে ATM এ না গিয়ে বাড়িতে বসে টাকা তুলতে পারবেন। কিভাবে করবেন দেখুন?
এখন স্বাধীনতার পর সংরক্ষণ তো অর্থহীন। সরকারি প্রকল্পের মাধ্যমে অনগ্রসর শ্রেনীর লোকেদের তো আরো অনেক ভাবে সাহায্য করা যায়। আই সংরক্ষিত পদের জন্য জেনারেলদের চাকরি নিয়ে টানাটানি পরে যায়। তাই ওনার মত আদালতের সিদ্ধান্ত একদম ঠিক। এতে সবাই সমান সুযোগ পাবে। ওবিসি সার্টিফিকেট নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Ananya Chakraborty.