টেক নিউজ

Meta AI – এবার ফেসবুক ও WhatsApp এ নতুন চমক। এটাও সম্ভব?

WhatsApp ব্যবহারকারীদের জন্যে দারুন খবর। আমরা অনেকেই জানি ইতিমধ্যে Meta AI Assistance লঞ্চ করেছে WhatsApp. অনেকেই WhatsApp আপডেট করলেই এই AI-র সাইন দেখতে পাচ্ছেন। এই Meta AI-র কাছে প্রশ্ন করলেই ঝট করে মিলছে উত্তর। এবার এই চ্যাটবটে (Chatbot AI) আরো আকর্ষণীয় ফিচার যোগ করতে চলেছে সংস্থা।

WhatsApp Meta AI New Chatbot Features.

আজ আপনাদের এই নতুন ফিচার নিয়েই বলব। অনেকেই এই ব্যাপারে জানেন না। যারা এই Meta AI এর ব্যাপারে জানেন না তারা এই প্রতিবেদনটি পড়ে ফেলুন ঝট করে। বর্তমানে ছোট থেকে বড় সবাই ব্যবহার করে। সারাদিন এই WhatsApp ব্যস্ত থাকে মানুষ। কাজ হোক আর অবসর সময়ে গল্প গুজব মানুষের কাছে WhatsApp এখন সরগর হয়ে গিয়েছে।

Meta AI এর নতুন ফিচার

সেই কারনে সংস্থার চেষ্টা থাকে ব্যবহারকারিদের জন্যে আরো নতুন নতুন আকর্ষণীয় ফিচার নিয়ে আসার। সম্প্রতি যেমন AI Chatbot ফিচার এনেছে সংস্থা। অনেকে এই চ্যাটবটের ব্যাপারে জানেন না। আগে এই বিষয়ে জেনে নিন। আর ভবিষ্যতে এই AI এর মাধ্যমেই সকলে অনেক ধরণের সুবিধা পাবে এবং এইটাই ভবিষ্যৎ হতে চলেছে তাই সকলকে এই সম্পর্কে জেনে নেওয়া জরুরি।

What is AI Chatbot?

এই AI চ্যাটবটের মাধ্যমে নানা বিষয়ে প্রশ্ন করলে তার উত্তর পাওয়া যায়, টেক্সট এবং ছবি তৈরি করা, ভাষা অনুবাদ করা, পরামর্শ দেওয়া ও আর বিভিন্ন ধরনের AI বৈশিষ্ট্য প্রদান করে। WhatsApp ব্যবহারকারীরা গ্রুপ চ্যাটে Meta AI এর সাথে ইন্টার অ্যাক্ট করতে পারে, পরামর্শ পেতে পারে, খবরের আপডেট চাইতে পারে, এমনকি একটি বিশেষ চ্যাট বক্সে প্রম্পট (Prompt) ব্যবহার করে ছবি তৈরি করতে পারবেন।

Facebook Meta AI WhatsApp

তবে গুরুত্বপূর্ণ বিষয় হল এর চ্যাট গুলো End to End Encrypted নয়। WhatsApp এ সাধারন চ্যাট গুলো যেমন End to End Encrypted করা থাকে এই AI চ্যাটবটে তা নেই। এর কারন মেটা তার AI উন্নত করতে আপনার প্রশ্ন এবং তথ্য ব্যবহার করে। মেটা AI শুধু মাত্র সেই সব প্রশ্ন পড়তে ও উত্তর দিতে পারে যেখানে @META AI লেখা থাকবে।

আপনার ব্যক্তিগত চ্যাট এবং কল গুলি সর্বদা হিসাবে এনক্রিপ্ট করা থাকে, যার অর্থ হোয়াটস অ্যাপ বা মেটা তাদের দেখতে বা শুনতে পারে না। এবার এই অভিজ্ঞতায় বদল আসতে চলেছে। এবার থেকে AI এর সাথে ভয়েস চ্যাটও (AI Voice Chat) করতে পারবে ইউজাররা। এই নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে।

Holiday (পশ্চিমবঙ্গে টানা ছুটি)

WhatsApp Meta AI New Features

এর আগে ChatGPT, Google Jemini এ অন্য চ্যাটবটের ক্ষেত্রে এটি চালু হলেও WhatsApp এর ক্ষেত্রে তা ছিল না। ওয়েবিটাইনফোর সুত্রে দাবি, অস্ব্স্তি হলে ইউজাররা অনায়াসেই এই ফিচার থেকে বেরিয়ে আসতে পারবেন। চ্যাট ছেড়ে আসতে পারবেন কিম্বা টেক্সট মোডে কথা বলতে পারবেন। আর জানা গিয়েছে, সংস্থা ভিডিও কলিং কেও আকর্ষণীয় করে তোলার কাজ চালাচ্ছে। নিয়ে আসা হচ্ছে অগমেন্টেড রিয়ালিটি তথা AI ফিল্টার।

বিক্রি হয়ে যাচ্ছে এই সরকারি ব্যাঙ্ক! গ্রাহকদের কনফার্ম খবর জানালো RBI

যার সাহায্যে Snapchat এর মতই ফিল্টার ব্যবহার করা যাবে। তারা ভিডিও কল চলাকালীন নিজেদের মুখে AI ফিল্টার লাগাতে পারবেন। নানা ধরনের এফেক্টও বেছে নিতে পারবেন। ফেস বিউটির অপশন থাকছে এবং কম আলোতে ভালো দৃশ্যমানতার জন্যে লো লাইট মোডের মত বৈশিষ্ট্য থাকবে। ভিডিও কলে ব্যাকগ্রাউন্ডও বদলাতে পারবেন। আবার ব্যাকগ্রাউন্ড ব্লারও করতে পারবেন।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *