গুরুত্বপূর্ণ খবর

Pension – পেনশন নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত। এবার 50 বছর বয়সেই পেনশন। নেপথ্যে রয়েছে অন্য পরিকল্পনা?

Pension বা পেনশন নিয়ে এক বড় খবর জানতে পাওয়া যাচ্ছে। কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো। তেমনি বছর শেষে খুশির খবর এলো সরকারে তরফ থেকে পেনশনারদের জন্য। আমরা সবাই জানি Pension পেতে গেলে বয়স হতে হয় 60 বছর তার আগে পেনশন পাওয়া যায় না। কিন্তু এবার নিয়ম বদলে গেল। এখন থেকে 50 হলেই পেনশনের জন্য আবেদন করতে পারবেন রাজ্যের মানুষ।

Latest Pension News In Jharkhand.

দেশের একটি রাজ্য এমন সিদ্ধান্ত নিয়েছে। কোন রাজ্যের এমন নিয়ম চালু করল জেনে নিন বিস্তারিত। গত শুক্রবার একটি অনুষ্ঠানে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ঘোষনা করেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন নতুন বছরে নতুন ভাবে সাজানো হবে Pension প্রক্রিয়াকে। এবার থেকে আর 60 বছরের জন্য অপেক্ষা করতে হবে না 50 হলেই পেনশনের জন্য আবেদন করা যাবে।

তবে এই সুবিধা সবাই পাবে না এই সুবিধা শুধুমাত্র আদিবাসী ও দলিতদের জন্যে। বাকিরা 60 বছর বয়স হলেই আবেদন করতে পারবেন। গত শুক্রবার একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেন, “রাজ্য সরকার আদিবাসী ও দলিতদের পেনশনের সুবিধা (Pension Benefits) দেওয়ার জন্য বয়সসীমা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। আদিবাসী ও দলিতদের মধ্যে মৃত্যুহার বেশি এবং 60 বছরের পর তারা কোথাও কাজের সুযোগও পান না।

সেই কারণেই 50 বছর বয়স থেকেই পেনশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরো বলেন 2000 সালে ঝাড়খন্ড তৈরি হওয়ার পরবর্তী 20 বছর মাত্র 16 লক্ষ মানুষ এই পেনশনের সুবিধা (Pension Portal) পেয়েছেন। তবে তার সরকার আসার পর এই পেনশোনারদের সংখ্যা বেড়ে হয়েছে 36 লক্ষ। এছাড়াও পাশাপাশি ১৮ বছরের ঊর্ধ্বে বিধবা ও বিশেষভাবে সক্ষমদেরও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

Mamata Banerjee (মমতা ব্যানার্জি)

এছাড়া এদিন রাজ্যের অন্যান্য একাধিক প্রকল্পের কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর সাথে তিনি ঐদিন বিজেপি সরকারকে Pension নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি। তিনি বলেছেন ‘আগের ডাবল ইঞ্জিন সরকার রাজ্যকে দুহাতে লুট করে দরিদ্র করে তুলেছে। কৃষক, মহিলা এবং দরিদ্রদের সাথে তাদের কিছুই করার নেই। কেন্দ্রের উপর তার আক্রমণ অব্যাহত রেখে। আর এই খবরটি ঝাড়খণ্ড রাজ্যের জন্য।

সরকারি কর্মীদের একাউন্টে বছরের শুরুতেই টাকা ঢুকবে, কারা কত টাকা পাবেন?

সোরেন বলেছিলেন যে ঝাড়খণ্ডের দরিদ্রদের জন্য অতিরিক্ত 8 লক্ষ বাড়ি বরাদ্দ করার জন্য অনুরোধ করা হয়েছিল কিন্তু তা দেয়নি কেন্দ্র। তবে তার শাসনকালে রাজ্যের কোনো মানুষই নিরাশ হাতে ফিরবেন না এই প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। Pension নিয়ে এই ঘোষণার ফলে খুশি অনেকে। আর এই ধরণের সিদ্ধান্ত সমগ্র দেশের সকল রাজ্যে শুরু হওয়া উচিত কিনা, নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
Written by Ananya Chakraborty.

ট্যাক্স বাঁচানোর বিরাট সুযোগ এই 3 টি কাজের মাধ্যমে! ক্লেম না করলেই লোকসান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *