Recharge Plan – এখন থেকে 199 টাকায় সবকিছু পাবে গ্রাহকরা, পুরনো দিন ফিরে এলো!
বর্তমানে সকল মানুষদের ইন্টারনেট ছাড়া চলেনা। আর এই জন্য প্রত্যেক মাসে Recharge Plan কিনতে হয় সবাইকে। কিন্তু এই দ্রব্য মূল্যের বাজারে সকল জিনিসের দাম বৃদ্ধি পাওয়ার জন্য প্রত্যেক মাসে আর বেশি খরচ করে এই প্ল্যান কেনা সম্ভব হচ্ছে না। আর এই জন্য গ্রাহকদের কথা ভেবে মাত্র ১৯৯ টাকার নতুন প্ল্যান নিয়ে হাজির হল।
BSNL Recharge Plan For Middle Class People Of India.
ভারতের সরকারি টেলিকম সংস্থা হল BSNL (Bharat Sanchar Nigam Limited) ভারতের টেলিকম বাজারে সব থেকে পুরনো টেলিকম সংস্থা হল BSNL. এই সংস্থা সব সময় নিজেদের গ্রাহকদের জন্যে নানা রকমের সুবিধা যুক্ত প্ল্যান নিয়ে আসে। পোস্টপেইড এর পাশাপাশি প্রিপেড রিচার্জ প্ল্যান গুলোতেও (Prepaid Recharge Plan) অনেক সুবিধা নিয়ে আসে। আজ আপনাদের সাথে এমন একটি প্রিপেড প্ল্যান BSNL Prepaid Recharge Plan নিয়ে আলোচনা করবো।
যেখানে গ্রাহকরা কম টাকায় রিচার্জ (Mobile Recharge Plans) করে দারুন সব সুবিধা লাভ করবে। 200 টাকার বেশি খরচা করতে হবে না আপনাদের। আপনার যদি BSNL সিম থাকে তাহলে এই সুবিধা আপনিও নিতে পারবেন। আজ BSNL এর যে প্রিপেড রিচার্জ প্ল্যান নিয়ে কথা বলব তা হল 199 টাকার প্রিপেড প্ল্যান (199 Rupees Plan). এই প্ল্যানটি সেই সব BSNL ইউজারদের জন্যে বেশি কার্যকর যারা 200 টাকার বেশি খরচা করতে চায় না।
এছাড়া এই প্ল্যানটি ইউজাররা সেকেন্ডারি সিমের প্ল্যান হিসেবে রিচার্জ করতে পারেন। আর এই Recharge Plan এর মাধ্যমে আপনারা নিজেদের প্রত্যেক মাসের খরচ কমে যাবে বলে মনে করছেন অনেকে। BSNL ছাড়াও Reliance Jio এবং Bharti Airtel এর গ্রাহকরাও এই ১৯৯ টাকার প্ল্যানের সুবিধা পাবেন। চলুন বিস্তারিত জেনে নিন 199 টাকার প্ল্যান সম্পর্কে। কি কি সুবিধা পাবে গ্রাহকরা এই প্ল্যানটি রিচার্জ করলে।
BSNL 199 Rupees Recharge Plan
BSNL এর এই 199 টাকা দামের প্ল্যানটিতে কম দামের বিনিময়ে 1 মাসের বেনিফিট পাওয়া যাবে। এই প্ল্যানটি রিচার্জ করলে 30 দিনের জন্য প্রতিদিন 2 GB করে নেট দেওয়া হয় অর্থাৎ মোট 60 GB ডেটা দেওয়া হয় 1 মাসের জন্য। এর সাথে থাকছে আনলিমিটেড ভয়েস ও 100 টি SMS ফ্রি। এই প্ল্যানটির সাথে অন্য কোনো বান্ডিল বেনিফিট পাওয়া যায় না। এই কোম্পানির একটি প্ল্যান ভাউচার (Recharge Plan Vouchar).
Reliance Jio 199 Rupees Recharge Plan
জিওর 199 এর প্ল্যানটিতে 1.5 GB করে ডেটা দেওয়া হয় প্রতিদিন অর্থাৎ এই প্ল্যানটি রিচার্জ করলে মোট 34 GB 4G ডেটা পাওয়া যায়। এই প্ল্যানটির মেয়াদ 23 দিন। এই প্ল্যানটিতে রয়েছে আনলিমিটেড কল ও SMS এর সুবিধা। আর আপনারা এই দামে আরও অনেক প্ল্যান My Jio অ্যাপে পেয়ে যাবেন। সেই সকল প্ল্যানের মধ্যেও আপনারা নিজের পছন্দের প্ল্যান সম্পর্কে জেনে নিতে পারবেন।
রান্নার গ্যাসের খরচ 100 টাকা কমে গেল! এইভাবে বুকিং করলে সুবিধা পাবেন
Bharti Airtel 199 Rupees Recharge Plan
এয়ারটেল এর 199 এর প্ল্যানটিতে ভয়েস কলের সাথে মোট 3 GB ডেটা দেওয়া হয়। এই প্ল্যানটির মেয়াদ 30 দিন। প্ল্যানটিতে প্রতিদিন 100 টি SMS ফ্রি দেওয়া হয়। এই প্ল্যানের ডেটা শেষ হয়ে গেলে ইউজারদের 50P/MB করে চার্জ করা হবে। এর সঙ্গে এই প্ল্যানটি রিচার্জ করলে Wynk Music এর ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া হয়। তাহলে এর মধ্যে সবচেয়ে ভালো Recharge Plan কোনটি? কমেন্ট করে অবশ্যই জানাবেন।
Written by Ananya Chakraborty.