চাকরি

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের একধাক্কায় 7% বেতন বৃদ্ধি। সম্পূর্ণ হিসাব এক নজরে

রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর (Salary Hike). মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই এবার মে মাসের ৪ শতাংশ ডিএ (Dearness Allowance) পেলেন সরকারি চাকরিজীবীরা। বৃহস্পতিবার সকাল ন’টা থেকে তাদের একাউন্টে নতুন বেতন ঢোকা শুরু হয়েছে। অফিস বেরোনোর আগেই সকলে তাদের ফোনে মেসেজ পেতে শুরু করেছেন বলে জানা যাচ্ছে। এতে বেশ খুশিও রাজ্য সরকারি কর্মীরা (Government Employees). তবুও কেন্দ্রীয় হারে ডিএ (DA) এখনো না মেলায় অনেকের মন্তব্য – কেন্দ্র – রাজ্য ফারাক থেকেই গেল।

West Bengal Government Employees Salary Hike.

উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে বড়দিনের আবহে সমস্ত রাজ্য সরকারি কর্মীদের (West Bengal Government Employees) জন্য ৪ শতাংশ ডিএ বাড়ানোর (DA Hike) কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু এরপরেই গত ৮ই ফেব্রুয়ারি চলতি অর্থ বর্ষের বাজেটে মুখ্যমন্ত্রী মহার্ঘ ভাতা আরও ৪ শতাংশ বৃদ্ধি করেন (Salary Hike). প্রথমে ডিএ এর পরিমাণ ছিল 6 শতাংশ। ফেব্রুয়ারিতে ৪ শতাংশ (Salary Increase) বেড়ে তা হয় ১০%।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি

আর বাজেটের ঘোষণা মতো সম্প্রতি মে মাসের বেতনেও ৪ শতাংশ বাড়ায় এখন মোট ১৪ শতাংশ ডিএ লাভ করছেন রাজ্য সরকারি কর্মীরা। তবে এখানেই শেষ নয়, আরো একটি বড় ঘোষণা। প্রতি বছর জুলাই মাসেই রাজ্য সরকারি কর্মীদের ইনক্রিমেন্ট হয়। সেই অনুযায়ী আগামী মাসে আরও ৩ শতাংশ বেতন বৃদ্ধি (Salary Hike) পেতে চলেছে তাদের অর্থাৎ সব মিলিয়ে রাজ্যের কর্মচারীদের এখন সোনায় সোহাগা।

কার বেতন কত হলো? (How Much Salary Hike for an Working Individual)

হিসাব অনুযায়ী যা দেখা যাচ্ছে সমস্ত স্তরের সরকারি কর্মচারীদের জন্যই গড়ে প্রায় ৮০০ টাকা করে বেতন বৃদ্ধি (Salary Hike) পেয়েছে। তাহলে এই মুহূর্তে আর মোট বেতন কত সেই হিসাব দেখে নেওয়া যাক। রাজ্য সরকারি দপ্তর গুলিতে গ্রুপ ডি কর্মীদের বেসিক পে (Basic Pay) এখন ১৭ হাজার টাকা। কিন্তু পদোন্নতির কারণে কারোর সেই বেতন বেড়ে ১৭৬০০, কারোর ২২০০০, আবার কারোর ৩০ হাজার টাকা হয়েছে।

কত পরিমাণে বেতন বাড়ল? (How Much is Salary Hike for Group D)

ফেব্রুয়ারির ৪ শতাংশ ডিএ এর হিসেবে সকলেরই প্রায় ৭০০, ৮০০, ৯০০ টাকা বেড়েছে। ফলে যাদের বেতন ছিল ২১ হাজার ৩০০ টাকা, তারা এরপর পেতে শুরু করেন ২১ হাজার ৯০০ টাকা করে। এই দিকে আবার মে মাসেও ৪ শতাংশ বাড়লো। এখন তাদের বেতন মোট হল ২২ হাজার ৬৭৬ টাকা। একই সঙ্গে কলকাতা পুলিশ (Kolkata Police) এবং রাজ্য পুলিশের কনস্টেবল (Police Constable), লেডি কনস্টেবেলরাও (Lady Constable) ডিএ বাড়ার পর প্রায় ৯০০, ১৪০০ টাকার বেশি পেতে চলেছেন বেসিক পের সঙ্গে।

গ্রুপ সি কর্মীদের কত বেতন বৃদ্ধি হল (How Much Salary Hike for Group C Employees)

গ্রুপ সি বিভাগের কর্মীদের মধ্যে প্রথমেই পিএসসির (PSC) লোয়ার ডিভিশন ক্লার্ক ও অ্যাসিস্ট্যান্টদের বেতন জেনে নেব। এদের মোট বেসিক পে হল ২৭ হাজার টাকা। ফেব্রুয়ারিতে ৪ শতাংশ ডিএ বেড়েছিল, যার পরে বেতন হয় ২৮ হাজার টাকা। মে মাসেও সম পরিমান ভাতা বাড়ায় এখন তারা ২৯ হাজার টাকা বেতন লাভ (Salary Hike) করবেন। আবার আইসিডিএস সুপারভাইজারদের (ICDS Supervisor) পূর্বের বেতনের স্কেল ছিল ৩৪ হাজার ৬৫৮ টাকা।

ফেব্রুয়ারির ডিএ বৃদ্ধির (DA Hike News) পর সেই বেতন হয় ৩৫ হাজার ৭৫৮ টাকা। এখন আবার মে থেকে তার পরিমাণ হতে চলেছে বেড়ে ৩৬ হাজার ৯১৪ টাকা। ব্লকের এক্সটেনশন অফিসারদের আগে মোট বেতন ছিল ২৯ থেকে ৩২ হাজার টাকা। ফেব্রুয়ারি মাসে ৪ শতাংশের হিসেবে ১২৮০ টাকা বেতন বৃদ্ধি (Salary Hike) ঘটেছে তাদের। যার পর থেকে বেতন হয় ৩০ হাজার ৯০০ টাকা।

সম্প্রতি মে মাসে আবারও সম পরিমাণ বাড়ায় এখন সেই বেতন হবে ৩৩ হাজার ৯০০ টাকা। মিসেলেনিয়াস এর কিছু পদে যেমন, রেভিনিউ ইন্সপেক্টর, লেডি এক্সটেনশন অফিসারদের মাইনে ৩৪, ৬৫৮ টাকা, ফেব্রুয়ারি ৪ শতাংশ বর্ধিত DA এর পর হয়েছিল ৩৫, ৭৫৮ টাকা, আরও ৪ শতাংশ বেড়ে হবে ৩৬, ৯১৪ টাকা অর্থাৎ আই সি ডি এস সুপারভাইজার আর এদের বেতন (Salary Hike) একই।

Group A and B Emolpyees Salary Hike (গ্রুপ এ ও গ্রুপ বি কর্মীদের বেতন বৃদ্ধি)

গ্রুপ এ ও বি বিভাগের মধ্যে রয়েছেন বিভিন্ন দপ্তরের সেকশনাল অফিসার, আধিকারিক ও আমলারা। কার বেতন কত বাড়লো? দেখা যাচ্ছে, ব্লক ইয়ুথ অফিসার, কনজিউমার ওয়েলফেয়ার অফিসারদের বর্তমানে ৩৮৫০০ টাকা বেসিক পে। ফেব্রুয়ারিতে ৪ শতাংশ বেড়ে তার পরিমাণ ৩৯ হাজার ৭০০ হয়েছে। এখন মে মাসের ডিএ বৃদ্ধির ফলে নতুন বেতন ৪০,৯৫০ হবে।

Summer Vacation (গরমের ছুটি বাড়ল)

গ্রুপ এ ডিভিশনে আধিকারিকদের মধ্যে রয়েছেন রাজ্যের WBCS অফিসাররা। যার মধ্যে বিডিওদের (BDO) বেসিক পে ৫৬ হাজার ১০০ টাকা। ফেব্রুয়ারির ৪ শতাংশের হিসাবে ২২৪৪ টাকা ভাতা বাড়ে একধাক্কায়। সম্প্রতি মে মাসে আবারো একই পরিমাণ Salary Hike ঘটায় তাদের নতুন বেতন ৬০ হাজার টাকার বেশি হতে দেখা যাচ্ছে।
রাজ্যের সর্বোচ্চ পোস্ট হলো বিসিএস স্পেশাল সিনিয়র সেক্রেটারি যারা মুখ্যমন্ত্রীর সঙ্গে ওঠাবসা করেন। এদের সরকারি আমলাও বলা হয়।

জুন মাসের শুরুতেই একাউন্টে ঢুকবে 2000 টাকা। কারা পাবেন জেনে নিন

যাই হোক, বিসিএস সিনিয়র সেক্রেটারীদের বেসিক পে হল ১ লাখ ৯০ হাজার টাকা। কিন্তু ফেব্রুয়ারি মাসের পর বেতন একবারে ৮ হাজার টাকা বাড়ায় স্কেল পৌছায় ১ লাখ ৯৮ হাজার টাকায়। মে মাসে আবারো একই পরিমান অর্থাৎ ৮ হাজার টাকা বাড়তে (Salary Hike) চলেছে। ফলে এখন তাদের বেতন ২ লাখ পার করে মোট ২ লক্ষ ৬ হাজার টাকা হবে দেখা যাচ্ছে।
Written by Nabadip Saha.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *