সোনার দাম

Gold Price Today – সোনার দামে স্বস্তি পেল মধ্যবিত্তরা, ভাইফোঁটার আগে নতুন দাম কলকাতায়।

এই উৎসবের মরশুমে সোনার দাম (Gold Price Today) অনেক ওঠা নামা করেছে এবং এই পতন ও উত্থান এখনো অব্যাহত আছে। বাঙালিদের উৎসব প্রায় শেষের মুখে ভাইফোঁটা হলেই বাঙালিদের মোটামুটি উৎসব শেষ। কালকে ভাইফোঁটা আজ থেকেই দ্বিতীয় তিথি লেগে যাবে। এই ভাইফোঁটা উপলক্ষে অনেকেই তাদের ভাই-বোন বা দাদা-দিদিদের সোনা বা রুপোর জিনিস গিফ্ট করে। কিন্তু সোনার দাম (Gold Price Today) রকেটের গতিতে কখনো বাড়ছে আবার ধপ করে কমেও যাচ্ছে।

Gold Price Today In Kolkata.

তাই বেশিরভাগ মানুষ এখন সোনা রুপোর দামের (Gold Price Today) উপরে নজর দেন। কবে দাম একটু কম থাকবে তার অপেক্ষাতেই বসে থাকে অনেকে। কিন্তু এখন সকল ধরণের উৎসব একেবারে শেষ হয়ে যাওয়ার জন্য এই দামে বড় কোন পরিবর্তন হবে বলে মনে করছেন না অনেকে। তাই দাম এখন কম থাকবে বলেই মনে করছেন অনেকে। চলুন তাহলে জেনে নেই আজকের সোনার দাম।

আজ 14ই নভেম্বর সোনার দাম (Gold Price Today) 10 গ্রাম 24 ক্যারেট পাকা সোনার (24 Carat Gold) বাটের দাম 60490 টাকা আর 1 গ্রামের দাম 6045 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট খুচরা সোনার দাম 60750 টাকা এবং 1 গ্রামের দাম 6075 টাকা। 10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার গহনার দাম (22 Carat Hallmark Gold Price) 57750 টাকা এবং 1 গ্রামের দাম 5775 টাকা।

আজ 14ই নভেম্বর রুপোর দাম (Silver Price) প্রতি গ্রাম 1 কেজি রূপার বাটের দাম 70550 টাকা। প্রতি গ্রাম 1 কেজি খুচরা রূপার দাম 70650 টাকা। গতকাল 13ই নভেম্বর সোনার দাম (Gold Price Today) 1 গ্রাম সোনার দাম 6045 টাকা আর 10 গ্রাম 24 ক্যারেট পাকা সোনার বাটের দাম 60450 টাকা। 1 গ্রামের দাম 6075 টাকা আর 10 গ্রাম 24 ক্যারেট খুচরা সোনার দাম 60750 টাকা। 1 গ্রামের দাম 5775 টাকা আর 10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার গহনার দাম 57750 টাকা।

Salary Hike (মাইনে বৃদ্ধি)

গতকল 13ই নভেম্বর রুপোর দাম (SILVER PRICE ) প্রতি গ্রাম 1 কেজি রূপার বাটের দাম 70550 টাকা। প্রতি গ্রাম 1 কেজি খুচরা রূপার দাম 70650 টাকা। মুল্যবৃদ্ধি গতকাল আর আজকের সোনার দামের (Gold Price Today) মধ্যে কোনো তারতম্য নেই। সোনা ও রুপোর দাম অপরিবর্তিত আছে। এর আগে ধনতেরসের দিন দাম অনেকটাই কমেছিল। কিন্তু তার পরের দিনই আবার বেড়ে গিয়েছিল দাম।

Airtel – এয়ারটেল গ্রাহকদের জন্য বিরাট সুখবর। আজ থেকে পাবেন এই সুবিধা।

সোনার দাম আট ওঠানামা করে প্রতিদিন যে সোনা রূপো কিনতে গলে মানুষ এখন আগেই সোনা রুপোর দাম জেনে তারপরেই বাজারে যায় কিনতে। আর কিছুদিনের মধ্যেই আমাদের রাজ্যে নিয়ের মরশুম শুরু হয়ে যাবে আর এই সময়ে সকলে নিজেদের জন্য বা পরিচিত কারোর জন্য সোনার গয়না কিনে থাকেন এবারে এই Gold Price Today বা সোনার দামে কিছুটা স্বস্তি পাওয়ার ফেল এই কাজ আরও সহজ হয়ে গেল।
Written by Ananya Chakraborty.

Post Office Time Deposit – অল্প সময়েই টাকা ডবল! পোস্ট অফিসের এই দুর্দান্ত স্কিম সাড়া ফেলেছে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *