LPG Gas Subsidy – রান্নার গ্যাসে ভর্তুকি আরও বাড়তে চলেছে। কত টাকা দাম কমবে?
LPG Gas Subsidy বা রান্নার গ্যাসে ভর্তুকি নিয়ে ফের একবারের জন্য অনেক বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে কেন্দ্রের (Central Government) তরফে। খুব তাড়াতাড়ি 2024 সালের বাজেট পেশ (Union Budget 2024) হতে চলেছে। আর বাজেট পেশ হওয়ার পরই ভোটার দামামা বেজে যাবে। মনে করা হচ্ছে সব ঠিকঠাক থাকলে 2024 সালে 1লা ফেব্রুয়ারিতেই 2024-25 এর বাজেট পেশ হতে পারে।
LPG Gas Subsidy May Increase In Union Budget 2024.
2024 সালের বাজেটে সাধারন মানুষদের জন্যে বড় ঘোষনা করতে পরে মোদী সরকার (Modi Government). অনেকে মনে করছেন এবারের বাজেটে LPG Gas Subsidy পরিমাণ বাড়াতে পারে সরকার। গ্যাসের ক্রমবর্ধমান দামের বোঝা কমানোর জন্য সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সুবিধাভোগীদের আরো ভর্তুকি দিতে চলেছে। সরকারের এই সিদ্ধান্তে অক্টোবর মাসে উজ্জ্বলা যোজনা প্রকল্পের (Ujjwala Yojana) সুবিধাভোগীরা বেশ কিছুটা ডিসকাউন্ট পেতে চলেছে।
সরকার এর আগে LPG Gas Subsidy পরিমান 200 টাকা করেছিল পরে তা বাড়িয়ে 300 টাকা করেছিল। তবে এবারে প্রশ্ন হল এবারের বাজেটে কি ভর্তুকির পরিমান বাড়বে সরকার? কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) উজ্জ্বলা প্রকল্পের অধিনে 9 কোটি সুবিধাভোগীকে 300 টাকা করে ভর্তুকি দিচ্ছে। তবে সূত্র থেকে জানা যাচ্ছে, এই প্রকল্পের সুবিধাভোগীরা এবরের বাজেট থেকে একটু বেশি সুবিধা পেতে পারেন।
মনে করা হচ্ছে সরকার এই বাজেটে ভর্তুকির (LPG Gas Subsidy) পরিমান বাড়তে পারে। 300 থেকে 500 হতে পারে। এই সিদ্ধান্তের ফলে মূল্যস্ফীতির সময় এর ফলে নারীরা কিছুটা স্বস্তি পেতে পারেন। গত বছর আগস্ট মাসে উজ্বলা প্রকল্পের অধিনে LPG সিলিন্ডার এর দাম 200 টাকা কমিয়েছিল সরকার। এরপর অক্টোবর মাসে এই ভর্তুকির পরিমান 300 টাকা করা হয়। বর্তমানে 14.2 কেজি সিলিন্ডার এর দাম (LPG Gas Price) দিল্লিতে 903 টাকা।
রান্নার গ্যাসে ভর্তুকি বাড়ল। নতুন বছরের শুরুতে সুখবর গরীব ও মধ্যবিত্তের জন্য।
তবে উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীরা তা পাচ্ছে 603 টাকায়। এই মুহুর্তে দেশের 10.35 কোটি মানুষ এই সুবিধা নিচ্ছে। আগামী 3 বছরে আরও 75 লক্ষ বাড়িতে এই উজ্জ্বলা প্রকল্পের (LPG Gas Subsidy) সুবিধা দেওয়া হবে। কিন্তু এখনই এই সম্পর্কে কোন ধরণের সিদ্ধান্ত জানানো হয়নি। কিন্তু অনেকেই মনে করছেন ভোটের কথা মাথায় রেখে LPG Gas Subsidy নিয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
Written by Ananya Chakraborty.
বছরের শুরুতেই নতুন চমক! আবারও দাম কমতে চলেছে রান্নার গ্যাসের।