চাকরি

Property Returns – সরকারি কর্মীদের টাকা পয়সা ও সম্পত্তির হিসাব চাইলো নবান্ন। সরকারি নির্দেশিকা দেখে নিন।

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের Property Returns বা সম্পত্তির হিসাব চেয়ে পাঠাল নবান্ন (Nabanna). লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগেই সম্পত্তির হিসেব দিতে হবে সরকারি কর্মীদের (Government Employees). হ্যাঁ ঠিক শুনেছেন। আপনি যদি IAS (Indian Administrative Services) আধিকরিক হন তাহলে আপনাকে দিতে হবে সম্পত্তির হিসেব।

Property Returns Declaration By IAS Officers In West Bengal.

ডিসেম্বর এর 18 তারিখে প্রশিক্ষণ ও কর্মী বিনিয়োগ মন্ত্রকের তরফে অতিরিক্ত সচিব দীপ্তি উমাশঙ্কর রাজ্যের তৎকালীন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে এই নিয়ে চিঠি পাঠিয়েছিল। আর তাতে বলা হয়েছে রাজ্যের যত IAS আধিকারিক আছে সব স্থাবর অস্থাবর সম্পত্তির হিসেব (Property Returns) দিতে হবে। চলতি বছর জানুয়ারি মাসের 31 তারিখের মধ্যে হিসেব দিতে হবে। এই খবর আসতেই তৎপরতা শুরু হয়েছে নবান্ন।

কিন্তু গত 31শে ডিসেম্বর মুখ্যসচিবের পদ থেকে অবসর গ্রহণ করেছেন হরিকৃষ্ণ দ্বিবেদী। তাই নতুন মুখ্যসচিব বিপি গোপালিককে দ্বায়িত্ব নিতে হয়েছে। 5ই জানুয়ারি পশ্চিমবঙ্গ সরকারের কর্মী বিনিয়োগ ও প্রশাসনিক সংস্কার দফতরের ভিজিলেন্স সেল থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে, তাতে বলা হয়েছে 31শে জানুয়ারি এর মধ্যে রাজ্যের সব IAS আধিকারিকরা যেন তাদের স্থাবর অস্থাবর সম্পত্তির হিসের কেন্দ্রীয় সরকারের পোর্টালে দাখিল করে দেন (Property Returns).

নবান্ন সুত্রে খবর কেন্দ্রের এই নির্দেশ পাওয়ার পর সব স্তরের IAS আধিকারিকরা নিজেদের সম্পত্তির (Property Returns) হিসেব দাখিল করার প্রস্তুতি নিচ্ছে। রাজ্য প্রশাসনের এক আধিকারিক বলেন, “প্রতি বছরই একটি নির্দিষ্ট সময়ে রাজ্যের IAS আধিকারিকদের নিজেদের সম্পত্তির পরিমাণ কেন্দ্র এবং রাজ্য সরকারকে জানাতে হয়। সেই নিয়ম মেনেই তাঁরা এই বছরও নিজেদের সম্পত্তির (Property Returns) হিসাব দেবেন।

সরকারি কর্মী (Government Employees|)

এটা প্রশাসনিক স্তরের একটি রেওয়াজও বটে। তাই নতুন কোনও বিষয় এই নির্দেশিকার মধ্যে দেখা উচিত নয়।
তবে কেন্দ্রে সরকারের একটি সূত্র থেকে জানা গেছে, সামনে যেহেতু লোকসভা ভোট তাই সরকার অনেক বেশি সতর্ক থাকতে চাইছে। ভোটের দিন ঘোষণার আগে থেকেই রাজ্যের সব আধিকারিকদের বিষয়ে খোঁজ খবর নিয়ে রাখতে চাইছে। যাতে ভোটে সরকারি আধিকারিকদের বিষয়ে সঠিক তথ্য দেওয়া যায় নির্বাচন কমিশনকে (Election Commission Of India).

ভোটের আগেই সরকারি কর্মীদের PF এর সুদ বাড়লো। কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীরা সবাই লাভবান হবেন।

রাজ্যের IAS কর্মীদের মত IPS আধিকারিকদের ও সম্পত্তির হিসেব দিতে বলেছে কেন্দ্র 31শে জানুয়ারীর মধ্যে। এই নির্দেশ দিয়েছে অমিত শাহের (Amit Shah) স্বরাষ্ট্র মন্ত্রক। তাদের যাবতীয় হিসেব স্বরাষ্ট্র মন্ত্রক (Home Ministry) পোর্টালে গিয়ে জমা করতে হবে। আর সময় অনুসারে সকলকে এই Property Returns সম্পর্কে জানিয়ে দিতে হবে। যাতে পরে কোন সমস্যা না হয়।
Written by Ananya Chakraborty.

শিক্ষক শিক্ষিকাদের উপর ‘বাড়তি দায়িত্ব’ দিলেন মধ্যশিক্ষা পর্ষদ। নিয়ম না

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *