Cooking Gas – রান্নার গ্যাস ও ওভেন চেক করতে বাড়িতে লোক আসছে! এই জিনিসটি তৈরি রাখুন।
দেশে দিন দিন সিলিন্ডার (Cooking Gas) ফেটে মৃত্যুর ঘটনা বার বার ঘটছে। তাই গ্যাস সিলিন্ডার (Gas Cylinder) চেক করতে বাড়ি বাড়ি যাবে লোক। আপনার বাড়িতেও যদি গ্যাস সিলিন্ডার চেক করার জন্য লোক যায় তাহলে ঘাবরে যাবেন না সিলিন্ডার চেক করতে দিন। কারন নিশ্চিন্তে বাঁচতে হলে সিলিন্ডার চেক করতে দেওয়া উচিৎ (Liquefied Petroleum Gas).
Indane HP LPG Cooking Gas Checking Start.
কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক গ্যাস সিলিন্ডারের সুরক্ষা নিশ্চিত করতেই এই নতুন একটি নির্দেশিকা জারি করেছে।বিভিন্ন জেলায় অন্তত 30টি গ্যাস এজেন্সিতে 3.25 লক্ষেরও বেশি Cooking Gas সংযোগ আছে। সব উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে সিলিন্ডার চেকের কাজ শুরু হয়ে গিয়েছে? আগামী চার মাসের মধ্যে 30 কোটি উপভোক্তাদের বাড়িতে এই সুবিধা পৌছে দেওয়া হবে।
Why Cooking Gas Checking Is Start?
রাজ্যের শুধু নয় সারা দেশে সিলিন্ডার ঠিক মত রক্ষণাবেক্ষনের অভাবে প্রায়শই শোনা যায় সিলিন্ডার বিস্ফোরনের ঘটনা। তাই এই কথা ভেবেই সিলিন্ডার কোম্পানি গুলো, গ্যাস এজেন্সি গুলোকে বিনামূল্যে সিলিন্ডার সরবরাহ পরিদর্শনের নির্দেশনা দিয়েছে। এর মাধ্যমে গ্রাহকদের ভালো মত বুঝিয়ে দেওয়া হবে কিভাবে গ্যাস সিলিন্ডার (Cooking Gas) রাখতে হবে।
এর ব্যবহার কিভাবে করতে হবে, আর কোনো ত্রুটি হবে কি করতে হবে যাতে ভবিষ্যতে কোনো ভয়ানক ঘটনা না ঘটে তার জন্যে এই সব শিখিয়ে বুঝিয়ে দেওয়া হবে। আর সকল গ্রাহকদের নিজেদের বাড়ির Cooking Gas বা রান্নার গ্যাস সঠিকভাবে বুঝে শুনে ব্যবহার করা উচিত এবং কোন ধরণের সমস্যা হলে লোক ডেকে তৎক্ষণাৎ সেইটা ঠিক করে নেওয়া উচিত।
Online Report Submit After Check Cooking Gas
যারা বাড়ি বাড়ি সিলিন্ডার ডেলিভারি দেবেন, কিম্বা আলাদা কর্মী দিয়েও সিলিন্ডার চেক করার কাজটি করতে পারেন। নিরাপত্তা যাচাইয়ের জন্য 8 টি পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। এর ভিত্তিতেই প্রশিক্ষিত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সিলিন্ডার চেক করে আসবে। গ্রাহকরা কিভাবে গ্যাস সিলিন্ডার (Cooking Gas) রক্ষণাবেক্ষন করছেন তা পরীক্ষা করে দেখবেন তারা।
ওভেনের পাইপ লিকেজ থাকলে তা অবিলম্বে সারিয়ে ফেলতে পারবেন। সব পরীক্ষা নিরীক্ষা করার পর অনলাইনে রিপোর্ট জমা দেবে পরীক্ষকরা। এরপরে গ্রাহকদের ফোন OTP আসবে এই OTPটি মোবাইল APP এ লিখে সাবমিট করলেই নিরপত্তা পরীক্ষা শেষ হয়েছে বলে বিবেচিত হবে। এর আগে অনলাইনে রিপোর্ট পেশ করার পরিবর্তে ম্যানুয়ালি রিপোর্ট তৈরি করে পাঠানো হত।
4% DA বৃদ্ধির পর আবার এই ভাতা বৃদ্ধি করলো সরকার। সরকারি কর্মীরা কত টাকা বেশি পাবে?
Security Check Is Mandatory For Cooking Gas
বর্তমানে কোম্পানি গুলো ডেলিভারির সময় অনলাইন ডেলিভারি পরিদর্শন শুরু করেছেন। যা সম্পূর্ণ বিনামূল্যে, সুধা জোশী কমিটির সুপারিশ অনুযায়ি যান্ত্রিক পরিদর্শন করা বাধ্যতামূলক। এক্ষেত্রে 5 বছরের জন্য 236 টাকা খরচ হয়। আর এবারে আপনাদের বাড়িতে কবে লোক আসবে গ্যাস চেক করতে সেই সম্পর্কে আপনারা নিজেদের লোকাল গ্যাস এজেন্সিতে যোগাযোগ করুন।
Written by Ananya Chakraborty.
আবাস যোজনার টাকা মেটাবে নবান্ন। কবে টাকা ঢুকবে? টাকা পাওয়ার জন্য কি করবেন?