চাকরি

Salary Hike : একধাক্কায় 12% বেতন বৃদ্ধি হল এই কর্মীদের! কবে থেকে একাউন্টে ঢুকবে?

মাসের শুরুতেই বেতন বৃদ্ধি (Salary Hike) নিয়ে দারুণ সুখবর রাজ্যের কর্মীদের। আমরা সকলেই খবরের দিকে তাকালে দেখতে পাচ্ছি যে সরকারি কর্মীদের (Government Employees) সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) উত্তাপ এখন বজায় আছে। কিন্তু ভোটের আগে বাজেটে কিছুটা হলেও মহার্ঘ ভাতা (Dearness Allowance Salary Hike for Employee Benefits) ঘোষণা করেছে সরকার।

12% Salary Hike for West Bengal Workers.

কিন্তু যতদিন পর্যন্ত কেন্দ্রীয় হারে ভাতা না পাওয়া যাচ্ছে তত দিন পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের (West Bengal Government Employees Salary Hike) এই আন্দোলন চলতে থাকবে। আর ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে কিছু দিনের মধ্যেই বর্ষাকালীন অধিবেশন শুরু হতে চলেছে। আর এই অধিবেশন যাতে এই বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরকারকে চাপে ফেলেন সেই জন্য চিঠি পাঠিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।

পশ্চিমবঙ্গে বেতন বৃদ্ধির ঘোষণা!

কিন্তু এরই মধ্যে রাজ্যের অস্থায়ি কর্মীদের বেতন বাড়ল 12%! কোন অস্থায়ি কর্মীদের বেতন বাড়ল? আর কতই বা বাড়ল চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নিন। ইতিমধ্যেই জুলাই মাসের বেতনের নথিপত্রও তৈরি হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি এই মাসের বেতন (Salary Hike) ঢুকে যাবে কর্মীদের একাউন্টে। এই সিদ্ধান্ত কার্যকর হয়ে গেলে গত কয়েক মাসের বর্ধিত বেতনের (Salary) টাকাও পেয়ে যাবেন তারা খুব তাড়াতাড়ি।

রাজ্যে অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি!

কোন অস্থায়ী কর্মীদের জন্য এই সুখবর? কত টাকা বেতন বাড়ানো হয়েছে? কত বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে? জানা গিয়েছে এবার 10 শতাংশর থেকেও অনেক বেশি Salary Hike হতে চলেছে এই কর্মীদের। রাজ্যের বিশেষ কমিটি এই অস্থায়ী শিক্ষক ও শিক্ষা কর্মীদের বেতন 12 শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ এবার থেকে অস্থায়ি শিক্ষক শিক্ষিকারা নূন্যতম 57 হাজার 700 টাকা করে বেতন পাবেন।

বেতন বৃদ্ধির টাকা কবে ঢুকবে?

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় (North Bengal University) এর অস্থায়ী প্রফেসরদের মাইনে বেড়েছে। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে উপাচর্য নেই বলে বেতন বৃদ্ধির বিষয়টি কার্যকর হতে কিছু সময় লাগতে পারে। এছাড়াও এক্ষেত্রে কোনো আইনি সমস্যা হবে কিনা সেই বিষয়েও নিশ্চিত নয়। তাই আইনজীবিদের কাছে পরামর্শ নেওয়া হচ্ছে। সম্প্রতি এই বিষয় নিয়ে বৈঠকে বসেছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী রেজিস্টার দেবাশীষ দত্ত।

DA (পশ্চিমবঙ্গে মহার্ঘ ভাতা)

এই খবরে খুশি সকলে

বেতন বৃদ্ধির বিষয়ে খুশি উত্তরবঙ্গ বিশ্ব বিদ্যালয়ের অস্থায়ী রেজিস্টার দেবাশীষ দত্ত। তিনি জানিয়েছেন, আপাতত অস্থায়ী কর্মীদের বেতন 12 শতাংশ করা হয়েছে। এবার থেকে এই সব শিক্ষক ও শিক্ষিকারা নূন্যতম 57 হাজার 700 টাকার মাইনে পাবেন। অপর দিকে এত দিন যাবৎ 14 শতাংশ বেতন বৃদ্ধির দাবিতে সামিল ছিলেন সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির যুগ্ম সম্পাদক রঞ্জিত রায়।

ফিক্সড ডিপোজিটে ৯% সুদ! 2024 সালে সর্বোচ্চ FD সুদের হার

তিনি বলেছেন, আমরা অস্থায়ী কর্মীদের 14 শতাংশ Salary Hike এর দাবি জানিয়েছিলাম। কিন্তু বিশ্ব বিদ্যালয় কর্তৃপক্ষ 12 শতাংশ Salary Hike করেছে এতেই আমরা খুশি তাই আমাদের আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। আর এই ঘোষণার ফলে সকলেই খুবই খুশি হয়েছেন। কিন্তু এই বৃদ্ধি শুধুমাত্র উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীদের জন্যই করা হয়েছে। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *