গুরুত্বপূর্ণ খবর

বাতিল হতে চলেছে Aadhaar Card? এই কাজ শীঘ্রই করার নির্দেশ দিলো UIDAI

আধার কার্ড (Aadhaar Card) হবে বাতিল! সাড়া সোশ্যাল মিডিয়া জুড়ে এই খবর ছড়িয়ে পড়েছে। আর তাতেই চিন্তিত হয়ে পড়েছেন মানুষ। এর আগে 14ই মার্চ পর্যন্ত আধার কার্ড আপডেটের সময় সীমা বাড়িয়েছিল সরকার। তারপর আরো 3 মাস অর্থাৎ 14ই জুন পর্যন্ত বাড়ান হয়েছে সময় সীমা। আর এই 14ই জুনের পর থেকেই নাকি পুরনো আধার কার্ড বাতিল হয়ে যাবে!!

10 Years Old UIDAI Aadhaar Card Update Deadline in 14th June.

এখনকার দিনে আমাদের সবচেয়ে দরকারি ও প্রয়োজনীয় সরকারি নথিপত্র হল Aadhaar Card. আর এই আধার কার্ড ছাড়া আমরা কোন ধরণের সরকারি বা বেসরকারি কাজ করতে পারব না। কিন্তু এবারে ১০ বছরের পুরনো Aadhaar Card Update না করালে সেই কার্ড বাতিল হয়ে যাবে, এমনই এক তথ্য আমরা আমাদের আশে পাশে শুনতে পাচ্ছি। তাহলে এই তথ্য কি সত্যি না কি ভুয়ো? চলুন এই বিষয়ে পুরো জেনে নিন।

সত্যি কি আধার কার্ড বাতিল হবে?

এখন সোশ্যাল মিডিয়ার যুগ আর এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক খবর ছড়ায় সেই সব খবর কোনোটা হয় ঠিক আবার কোনোটা ভুয়ো। আর মানুষ এই সব খবর বিচার বিশ্লেষণ না করে শেয়ার করে দেন চারিদিকে। সম্প্রতি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়েছে পুরনো Aadhaar Card নাকি 14ই জুন এর পর বাতিল হয়ে যাবে। তবে এই খবর যে ভুল তা UIDAI স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

UIDAI (Unique Identity Development Authority of India) ঠিক কি জানালো?

আধার কার্ড প্রদানকারি সংস্থা UIDAI জানিয়েছে 14ই জুনের পর থেকে কোনো প্রকার আধার কার্ড বাতিল হবে না। আরো বলা হয়েছে যে, 10 বছর আগে যে সব আধার কার্ড গুলো জারি করা হয়েছিল সেই সব আধার কার্ড গুলো এখন পর্যন্ত যদি আপডেট (Aadhaar Card Update) করা না হয়ে থাকে তাহলে সে গুলো আগামী 14ই জুন এর মধ্যে বাধ্যতামূলক ভাবে আপডেট করতে হবে।

আধার কার্ড আপডেট অনলাইন

সুতরাং 14ই জুনের পর থেকে 10 বছরের পুরনো আধার কার্ড (Aadhaar Card) গুলো আপডেট করা না হলে সে গুলো পরিচয় পত্র রূপে ব্যবহার করার ক্ষেত্রে অসুবিধায় পড়তে হবে। এমন কি এই সব আধার কার্ড গুলো আপডেট করা না হলে নাগরিকরা রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের তরফে জারি করা বিভিন্ন প্রকল্পের সুবিধা গ্রহণ করতে সমস্যার সম্মুখীন হতে পারেন।

Old Note Auction (পুরনো নোটের নিলাম)

বিনামূল্যে আধার কার্ড আপডেট হবে না?

10 বছর আগের আধার কার্ড গুলো এখন পর্যন্ত যদি আপডেট করা না হয় তাহলে 14ই জুনের মধ্যে বিনামূল্যে আপডেট (Aadhaar Card Update) করার সুযোগ থাকবে কিন্তু 14ই জুন এর পর থেকে আর সেই সুবিধা মিলবে না। তবে আধার কার্ড গুলো বাতিল হবে না। সুতরাং আপনার আধার কার্ড যদি 10 বছরের পুরনো হয়ে থাকে আর আপডেট করা না থাকে তাহলে আপনার জন্য সুযোগ রয়েছে।

400 টাকার কমে JIO দিচ্ছে আনলিমিটেড সুবিধা। Bharti Airtel, VI, BSNL মহা চাপে!

আধার কার্ড আপডেট কতদিন সময় আছে?

এখন হাতে আর 14 দিন সময় আছে তার মধ্যে বিনামূল্যে Aadhaar Card আপডেটের সুযোগ পাবেন। এক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র জমা করার মাধ্যমে আপনি আধারের বায়োমেট্রিক আপডেট থেকে শুরু করে নিজের নাম, ঠিকানা, বয়সের মত বিষয় গুলো পরিবর্তন করতে পারবেন। 14ই জুন এর পর থেকে বিনামূল্যে আধার কার্ড আপডেটের কাজ বন্ধ হয়ে যাবে তখন নির্দিষ্ট মূল্য দিয়ে আধার কার্ড আপডেট করাতে হবে।

আধার কার্ড আপডেট অনলাইন

আপনারা এখনো ১৪ই জুন পর্যন্ত নিজেদের বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে নিজেদের Aadhaar Card মোবাইলের বা ল্যাপটপের মাধ্যমে করে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। কিন্তু এবারে অনেকেই মনে করছেন যে আগামী ১৪ তারিখের পর থেকে হয়তো আর এই আপডেট বিনামূল্যে নাও হতে পারে। আর এর পর থেকে টাকা খরচ করবেন কেন? এখনই করে নিন।

আধার কার্ড আপডেট করতে কি কি লাগে

অনেকেই বুঝে উঠতে পারছেন না যে কেন এই Aadhaar Card আপডেট করতে হবে। যেই নথি সব কাজে লাগে সেই নথি কি করে আপডেট করা যায়? এই বিষয়ে বলে রাখা ভালো যে আপনারা নিজেদের ভোটার কার্ড বা প্যান কার্ড যে কোন একটি কার্ডের মাধ্যমে এই কাজটি সম্পন্ন করে নিতে পারবেন। আর তাড়াতাড়ি করুন সময় খুবই সীমিত!
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *