গুরুত্বপূর্ণ খবর

Ration Card – রেশন কার্ড নিয়ে চিন্তার দিন শেষ। 2 মিনিটেই সব সমস্যার সমাধান হবে।

রেশন কার্ড (E Ration Card) হারিয়ে গেলে আর চিন্তা নেই। ঝট করে হাতে পেয়ে যাবেন রেশন কার্ড। কিভাবে পাবেন? এটাই ভাবছেন তো? আজ আপনাদের এই নিয়েই বিস্তারিত জানাব। দেশের প্রত্যেকটি মানুষদের কাছে রেশন কার্ড আছে। রেশন কার্ড একটি অত্যন্ত গুরুত্বপুর্ণ নথি। রেশন কার্ড হারিয়ে গেলে খুব সমস্যায় পড়তে হয় মানুষদের।

E Ration Card Download Process.

তবে এমন অনেক মানুষ আছে কোনো কারন বসত যাদের Ration Card হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গিয়েছে। এর ফলে রেশন কার্ড না থাকায় রেশন তো তুলতে পারছেননা তার উপরে আর অনেক সমস্যায় পড়তে হচ্ছে সাধারন মানুষদের। এবার এই সমস্যার সমাধান নিয়ে চলে এলাম। রেশন কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে আর চিন্তা করার দরকার নেই।

বাড়িতে বসেই পেয়ে যাবেন নতুন রেশন কার্ড (Digital Ration Card). ঘরে বসেই ডাউনলোড করতে পারবেন নিজের রেশন কার্ড। কিভাবে করবেন? কি কি নথি লাগবে এই সম্পর্কে জেনে নিন। আগে গ্রাহকদের কাছে রেশন কার্ডের হার্ড কপি রাখা হত, যা প্রায়শই নষ্ট হয়ে যেত। রেশন কার্ড ধারীদের এই সমস্যা মেটানোর জন্য সরকার ইস্যু করেছে ই রেশন কার্ড।

এখানে আপনি NFSA বা রাজ্য রেশন পোর্টালে গিয়ে আপনার রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। এছাড়া ডিজি লকারের (DigiLocker) মাধ্যমেও আপনার ফোনে (E Ration Card Download) করতে পারবেন। আর এই কার্ড আসল রেশন কারদেরে সমতুল্য বলেই জানানো হয়েছে সরকারের তরফে। আপনারা সকল ধরণের সুবিধা এই রেশন কার্ডের মাধ্যমে পাবেন।

E Ration Card Online Download

1) প্রথমে NFSA এর www.nfsa.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে যান।
2) সেখানে রেশন কার্ড বিভাগে গিয়ে ‘Ration Card Details’ অপশনে যান।
3) এখানে আপনি দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রেশন কার্ড পোর্টালের লিঙ্ক পাবেন।
4) সেখানে আপনার নিজের রাজ্যের পোর্টালটি নির্বাচন করুন।

Weather Update (আবহাওয়ার আপডেট)

5) এরপর আপনার সামনে নতুন একটি পেজ খুলে যাবে। সেখানে আপনার জেলা নির্বাচিত করতে হবে।
6) আপনার জেলার শহর ও গ্রামীণ এলাকার রেশন কার্ড সম্পর্কিত অপশন আসবে।
7) সেখান থেকে আপনার গ্রাম বা শহরাঞ্চল নির্বাচন করতে হবে।
8) এর পরে নিজের এলাকা বা পঞ্চায়েত এবং অবশেষে আপনার গ্রাম নির্বাচন করতে হবে।

নতুন বাড়ি বানাতে টাকা দিচ্ছে সরকার। আবাস যোজনার লিস্টে নাম থাকলেই পাবেন।

9) এবারে সেখানে আপনি আপনার গ্রাম বা এলাকার সব পরিবারের রেশন কার্ড এর ডিটেলস দেখতে পারবেন।
10) এর মধ্যে নিজের নাম বা রেশন কার্ড এর নম্বর দিয়ে রেশন কার্ড এর তথ্য সার্চ করতে পারবেন।
11) এবার প্রদত্ত রেশন কার্ড নম্বরটি নির্বাচন করতে হবে।
12) রেশন কার্ডের বিবরণ এবার দেখতে পাবেন। এখান থেকে ডাউনলোড করতে পারেন এই E Ration Card.
Written by Ananya Chakraborty.

ই শ্রম কার্ডে টাকা ঢোকা শুরু হল। সকলে পাচ্ছে 3000 টাকা। আপনি কি পেলেন?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *