গুরুত্বপূর্ণ খবর

Ayushman Card – আয়ুষ্মান কার্ড বানানোর নিয়মে বড় পরিবর্তন। আনন্দে লাফাচ্ছে সকলে।

Ayushman Card বা আয়ুষ্মান কার্ড নিয়ে এক বড় ঘোষণা করা হল সরকারের তরফে। এই কার্ডটি মূলত দেশের সকল গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা সুবিধা প্রদানের জন্য শুরু করা হয়েছিল। এখন বিনামূল্যে চিকিৎসা (Free Treatment) পেতে আর হবে না ঝামেলা। কেন্দ্র সরকার (Central Government) নাগরিকদের বিনামুল্যে চিকিত্সা করানোর জন্য একটি প্রকল্প এনেছেন।

Ayushman Card Apply New Update.

আর এই প্রকল্পের নাম হল আয়ূশমান ভারত প্রকল্প (Ayushman Bharat Scheme). এই প্রকল্পের মাধ্যমে একটি Ayushman Card করে দেওয়া হয় আর এই কার্ড এর মাধ্যমেই দেশের সাধারন মানুষ বিনামূল্যে চিকিতসার সুবিধা নিতে পারেন। তবে এবার এই কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আগে এই Ayushman Card করতে গেলে রেশন কার্ড বাধ্যতামূলক ছিল। এর ফলে অনেক সাধারন মানুষ বিনামূল্যে চিকিত্সার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিল।

কিন্তু এবার থেকে আর তা হবে না। Ayushman Card করতে গেলে Ration Card বাধ্যতামূলক নেই। এবার এই সকল মানুষদের জন্যে সুখবর এনেছে উত্তরাখন্ড সরকার। এবার থেকে উত্তরাখন্ড রাজ্যের যেসব নাগরিকদের রেশন কার্ড নেই তারাও আয়ূশমান কার্ড করতে পারবেন। এ রাজ্যের সব নাগরিকদের এই কার্ড করানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

তবে এখনো পর্যন্ত বহু মানুষ এই কার্ড করেনি। তাই সেই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার ধ্যান সিং রাওয়াত। স্বাস্থ্য কর্তৃপক্ষের সাথে পর্যালোচনা সভায় Ayushman Card তৈরির জন্য রেশন কার্ড এর দরকার নিয়ে আলোচনা করা হয়েছিল। যাদের রেশন কার্ড নেই তাদের বিকল্প পদ্ধতিতে আয়ূশমান কার্ড তৈরির বিষয় নিয়ে আলোচনা করা হয়। কিছুদিনের মধ্যেই আয়ূশমান ভারত কার্ড তৈরির বিকল্প ব্যবস্থাটি চালু করা হবে।

Aadhaar Card (আধার কার্ড)

এই নিয়ে মন্ত্রীসভায় এলটি বিল পেশ করার চেষ্টা চলছে। এই নিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেছেন, জে আধিকারিকদের 16 থেকে 23শে জানুয়ারি পর্যন্ত রাজ্যজুড়ে এর প্রচার চালাতে নির্দেশ দেওয়া হয়েছে।আর এই অভিযান সফল করার লক্ষ্যে 15 ই জানুয়ারি লাইন বিভাগের সদস্যদের উপস্থিতিতে বৈঠক ডাকা হয়েছে। এই অভিযান সফল করার জন্যে প্রধান এবং কাউন্সিলার দের চিঠি দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা। মা বোনেরা এমনটাই চাইছিলেন।

আয়ুষ্মান প্রকল্পের (Ayushman Card) অধীনে থাকা গ্রিন চ্যানেল পেমেন্ট এর আওতায় হাসপাতাল গুলিকে রাজ্যবাসীদের স্বাস্থ্য ব্যবস্থার জন্যে 50% অগ্রিম অর্থ দেওয়া হবে। এই বৈঠকে উপস্থিত ছিলেন ন্যাশনাল রুরাল হেলথ এন্ড মনিটরিং কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সুরেশ ভাট। কিন্তু এই ঘোষণা শুধুমাত্র উত্তরাখণ্ড সরকারের তরফেই করা হয়েছে।
Written by Ananya Chakraborty.

ভুয়ো রেশন কার্ড নিয়ে কড়া পদক্ষেপ কেন্দ্রের! ধরা পড়লেই শাস্তিমূলক ব্যবস্থা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *