চাকরি

Dearness Allowance: অবশেষে সরকারি কর্মীদের দাবিপূরণ! DA বৃদ্ধি নিয়ে খুব শীঘ্রই ঘোষণা

সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) নিয়ে আর কিছুদিনের মধ্যেই বড় কোন ঘোষণা হতে চলেছে বলে মনে করছেন অনেকে। বর্তমানে রাজ্য রাজনীতিতে এক উত্তাল পরিস্থিতি। দিকে দিকে ডাক্তার, শিল্পী, কলা কুশলী, সাধারন মানুষ আন্দোলন চালাচ্ছে। এর মধ্যে আর এক মাস পর পুজো। এই পুজোর শুরুর আগেই এবার ভারত সরকার কেন্দ্রীয় কর্মীরা দুই সপ্তাহের মধ্যেই সুখবর পাবে।

Dearness Allowance Hike for Central Government Employees

পকেটে ঢুকবে টাকা। কি সুখবর দেবে কেন্দ্র সরকার জেনে নিন। লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর থেকে Dearness Allowance নিয়ে নানা কানা ঘুষো শোনা যাচ্ছিল। কত শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়বে তা নিয়ে জল্পনা কল্পনা চলছিল। সামনেই পুজো আর এই উৎসবের মরশুম শুরুর আগেই কেন্দ্র সরকারি কর্মীদের পকেটে ঢুকবে টাকা। সেপ্টেম্বর মাসের শেষের দিকেই বাড়বে মহার্ঘ ভাতা আর মহার্ঘ ত্রান (Dearness Relief).

কত শতাংশ বাড়বে মহার্ঘ ভাতা?

এর আগে বেশ কয়েক বার 4 শতাংশ হারে মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়িয়েছিল কেন্দ্র সরকার। চলতি বছর জানুয়ারি মাসেও 4% বেড়েছে মহার্ঘ ভাতা। এখন কেন্দ্র সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের আওতায় 50 শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। তবে এবার হয়তো আর 4 শতাংশ মহার্ঘ ভাতা নাও বাড়তে পারে। এবার 3% হারে মহার্ঘ ভাতা বাড়ান হবে, সাথে মহার্ঘ ত্রানও।

DA বৃদ্ধি শুধু সময়ের অপেক্ষা!

জুন থেকে AICPI সূচকে 1.5 পয়েন্ট বৃদ্ধি দেখা গিয়েছে। মে মাসে যা ছিল 139.9 পয়েন্টে। বর্তমানে তা বেড়ে হয়েছে 141.4. মহার্ঘ ভাতার স্কোর হয়েছে 53.36. সুত্রের খবর আগামী 25 শে সেপ্টেম্বর মন্ত্রীসভার বৈঠকে মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির কথা ঘোষনা করা হবে। আগামী 5 ই অক্টোবর হরিয়ানাতে বিধানসভা ভোট রয়েছে তাই মনে করা হচ্ছে তার আগেই মহার্ঘ ভাতা বাড়ানোর কথা ঘোষনা করতে পারে কেন্দ্র।

Salary Hike (কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি)

পুজোর আগেই আবার DA বৃদ্ধি

নিয়ম অনুযায়ি বছরে দুইবার Dearness Allowance বৃদ্ধি করে কেন্দ্র। প্রথম দফায় 4% বৃদ্ধি করেছিল জানুয়ারি মাসে আর এবার সেপ্টেম্বর মাসের শেষের দিকে মহার্ঘ ভাতা ঘোষনা হতে পারে। এই বৃদ্ধি কার্যকর হবে 1 লা জুলাই 2024 থেকে। 3% মহার্ঘ ভাতা বৃদ্ধি হলে কেন্দ্র সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার পরিমান হবে 53%. এই দিকে কেন্দ্র সরকার তাদের কর্মীদের ভাতা বাড়াচ্ছে তারা বর্তমানে সপ্তম বেতন কমিশনের আওতায় 50% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন আর এবার সেপ্টেম্বরের শেষের দিকে 3% বৃদ্ধি পেলে তা হবে 53%.

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের উদ্দেশ্যে কড়া বিজ্ঞপ্তি জারি করলো নবান্ন। কপালে চিন্তার ভাঁজ সকলের!

কিন্তু এই দিকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। এর আগে 2024 সালের 1 লা মার্চে 4% মহার্ঘ ভাতা বাড়িয়েছিল সরকার তারপরে এপ্রিল মাসেও 4% বাড়ানো হয়। কিন্তু তাতেও খুশি হয়নি কর্মীরা তাদের দাবি কেন্দ্রীয় হারে Dearness Allowance এই নিতে এখন আন্দোলন চলিয়ে যাচ্ছে তারা। বর্তমানে এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। সুপ্রিম কোর্টে কবে কি রায় দেয় তার দিকে চেয়ে আছে রাজ্য সরকারি কর্মীরা।
Written by Ananya Chakraborty.

Related Articles