DA Hike – বকেয়া ডিএ বৃদ্ধির ফলে কতটা বেতন বাড়ল সরকারি কর্মীদের? পুরো হিসাব দেখুন।
পশ্চিমবঙ্গে মহার্ঘ ভাতা বৃদ্ধি (DA Hike), হ্যাঁ ঠিক শুনেছেন অবশেষে রাজ্যের সরকারি কর্মীদের (State Government Employees) মহার্ঘ ভাতা বাড়ল। একটু হলেও খুশি কর্মীরা। কত শতাংশ মহার্ঘ ভাতা বাড়ল রাজ্যের সরকারি কর্মীদের? আর বেতন কত হল? জেনে নিন বিস্তারিত। বড়দিনের আগেই সরকারি কর্মীদের খুশির খবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee). তিনি বৃহস্পতিবার ক্রিসমাস উৎসবের সূচনা করতে গিয়ে সেখানে মহার্ঘ ভাতা নিয়ে ঘোষনা করেন।
DA Hike Latest News In WB.
তিনি সেদিন মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা বলেন। ষষ্ঠ বেতন কমিশন (6Th Pay Commission) এর আওতায় 4 শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধির (DA Hike) কথা বলেন তিনি। আর অনেক বছর টানা আন্দোলনের পরে মুখ্যমন্ত্রীর তরফে এই সিদ্ধান্তে অনেকে খুশি হয়েছেন আবার অনেকে বলছেন – কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা (Dearness Allowance) না বাড়ানো পর্যন্ত কোন সুরাহা হবে না।
কবে থেকে কার্যকর হবে নতুন মহার্ঘ ভাতা
দীর্ঘ আন্দলনের পর অবশেষে 4 শতাংশ DA বাড়ান হল। গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী নিজেই এই ঘোষনা করেন। এর আগে 6 শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতেন সরকারি কর্মীরা আর এবার 4 শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়াল (DA Hike) সরকার। তাদের মোট DA এর পরিমাণ এখন 10 শতাংশ। নতুন বছরের শুরু থেকেই 1লা জানুয়ারি থেকেই 10 শতাংশ মহার্ঘ ভাতা কার্যকর হবে। এবার প্রশ্ন হল 10 শতাংশ মহার্ঘ ভাতা বাড়ালে (DA Hike) বেতন (Salary Hike) কত পাবে সরকরি কর্মীরা।
মহার্ঘ ভাতা বৃদ্ধির পর বেতন কাঠামো
এত দিন সরকারি কর্মীরা 6% DA পেতেন এখন 4% বাড়ান হল। এবার এই পরিমান DA বাড়লে বেতন ও কিছুটা বাড়বে। 4% মহার্ঘ ভাতা বাড়নোতে (DA Hike) এতদিন যারা 20 হাজার টাকা বেসিক পে (Basic Pay) হিসেবে পেতেন এবার তাদের বেতন 4% বেড়ে হবে 20 হাজার 800 টাকা। আর যারা 28 হাজার টাকা বেতন পেতেন তারা 4% হারে DA বাড়ান তে বেতন পাবেন 29 হাজার 120 টাকা। কিন্তু এই 4% মহার্ঘ ভাতা বাড়নোতে খুশি নন তারা। এই জন্য তারা কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) অনুমতি নিয়ে নবান্ন (Nabanna) সামনে ধর্না দিতে চায়।
কেন্দ্র ও রাজ্যের মহার্ঘ ভাতার ফারাক
প্রসঙত, রাজ্যে 4 শতাংশ মহার্ঘ ভাতা বাড়লেও (DA Hike) কেন্দ্রের সাথে বিশাল ফারাক থেকেই যাচ্ছে। বর্তমানে কেন্দ্র সরকারের কর্মচারীরা 46 শতাংশ হারে ডিএ পান। শুধু কেন্দ্র নয় উত্তরপ্রদেশ সহ 6টি রাজ্যের সরকারি কর্মীরাও 46 শতাংশ হারে ডিএ পান। রাজ্যের কর্মীদের এই মুহুর্তে DA এর পরিমাণ 10% কেন্দ্রের থেকে 36% কম। আগে ফারাক ছিল 40 শতাংশ।
পশ্চিমবঙ্গে ডিএ ঘোষণা। কত টাকা বেতন বাড়লো? কারা কারা এই DA পাবেন।
এই ডিএ বাড়ানোর (DA Hike) ফলে রাজ্য সরকারের কোষাগার থেকে 24 হাজার কোটি টাকা খরচ হবে বলে জানানো হয়েছে। কিন্তু এখনো অনেক সরকারি কর্মীদের মত হল কেন্দ্রীয় হারে যতদিন না পর্যন্ত ভাতা বৃদ্ধি না করা হয়েছে ততদিন পর্যন্ত কোন সুবিধাই হবে না। এবারে দেখার অপেক্ষা যে সরকারি কর্মীদের কি পদক্ষেপ নেওয়া হবে সেই দিকে তাকিয়ে রয়েছেন অনেকে।
Written by Ananya Chakraborty.
পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ নিয়ে বড় খবর। আদালতের নির্দেশ! চলতি মাসেই