চাকরি

DA Protest – DA পেয়েও ফের আন্দোলন। ডিএ আন্দোলনকারীদের তালিকা তৈরির নির্দেশ। বিপাকে পড়তে পারেন বহু সরকারি কর্মী।

বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে আন্দোলন বা DA Protest নিয়ে আবার এক নতুন খবর পাওয়া যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee) 4 শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষনা করলেও এক চুলও আন্দোলন থেকে নড়েনি সংগ্রামী যৌথ মঞ্চ। তারা 4 শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানোতে খুশি নয়। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে বিবৃতি দেওয়া হয় এই ডিএ বৃদ্ধি আদতে ‘ভিক্ষার দান’। মহার্ঘ ভাতা বাড়ানোর (DA Hike News) কথা ঘোষনা করার পর সংগ্রামী যৌথ মঞ্চ তাদের আন্দোলনের তীব্রতা আর বাড়িয়েছে।

DA Protest Latest News In WB.

নবান্ন এর বাসস্ট্যান্ডে ধর্না কর্মসূচি করেও জানুয়ারিতে লাগাতর কর্মসূচির (DA Protest) ডাক দিয়েছে যৌথ মঞ্চ। আর এই নিয়ে সরকারি কর্মচারিদের একাংশকে হুঁশিয়ারি জানিয়েছে সরকারি কর্মী ফেডারেশন এর Chairman মানস রঞ্জন ভুঁইয়া। রাজ্যের জলসম্পদ এবং উন্নয়নমন্ত্রী তথা রাজ্য সরকারি কর্মী ফেডারেশনের চেয়ারম্যান মানস রঞ্জন ভুঁইয়া (Manas Ranjan Bhunia) রাজ্যের সরকারি অফিস গুলোকে ঘুঘুর বাসা বলে উল্লেখ করেছেন।

সরকারি কর্মসূচিকে কারা ‘টেনে’ ধরার চেষ্টা করছে তাদের লিস্ট (DA Protest) তৈরি করতে বলেছেন তিনি। জলপাইগুড়ির এক অনুষ্ঠান থেকে তিনি বলেন, সরকারি অফিস গুলোকে কো অর্ডিনেশন কমিটি ঘিরে রেখেছে। তার কথায় ‘কৃষি, BLRO অফিস গুলোতে এমন অনেক কর্মচারি আছেন। তাদের দিকে নজর রাখুন। আর এদের তালিকা তৈরি করুন। এরাই মুখ্যমন্ত্রীর কর্মসূচিকে টেনে ধরার চেষ্টা করছে।

রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কনভেনশন থেকেই এদিন হুঁশিয়ারি দেন মানস। জলপাইগুড়ি শহরের আর্ট কমপ্লেক্সে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার কনভেনশন অনুষ্ঠিত হয়। সেখানে তিনি বাম সমর্থিত ফেডারেশন হুঁশিয়ারি দেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর জন্যে একাধিক জনকল্যাণমুখী প্রকল্প চালু করেছে তা সত্ত্বেও মানুষদের মিথ্যা প্রচার বা ব্যাখ্যা দিচ্ছেন অনেক সরকারি কর্মীরা (DA Protest).

DA Hike (মহার্ঘ ভাতা বৃদ্ধি)

আগামী 19শে জানুয়ারি মহা মিছিলের ডাক দিয়েছে সরকরি কর্মচারিরা। এছাড়াও সারা রাজ্যজুড়ে জন সংযোগ যাত্রাও করবে বলে জানিয়েছে যৌথ মঞ্চ। রাজ্যের মহার্ঘ ভাতার পরিমান কেন্দ্রের মহার্ঘ ভাতার পরিমানে আনার লক্ষে তারা পিছপা হবেন না। আর এর মাঝে সরকারি কর্মীদের হুঁশিয়ারি (DA Protest) দেওয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সরকারি কর্মচারীদের একাংশের এই আন্দোলনকে কাজে লাগাতে চাইছে বিরোধী শিবিরও।

আবার টানা ছুটি নতুন বছর শুরুর আগেই, সবার জন্য ছুটি। বাচ্চা থেকে বয়স্ক সবাই খুশি হল।

নবান্ন (Nabanna) বাসস্ট্যান্ডে সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থানে সিপিএম (CPM), বিজেপির (BJP) একের পর এক নেতাকে হাজির হতে দেখা গিয়েছে। অনেকে মনে করছেন, এই আন্দোলনকে সামনে রেখে লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) আগে সরকারকে চাপে ফেলতে চাইছে বিরোধীর। নিজেদের বকেয়া মেটা না পর্যন্ত এই DA Protest চালানো হবে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞরা।
Written by Ananya Chakraborty.

কমে গেল ছুটি। পশ্চিমবঙ্গের সরকারী স্কুলের ছুটির তালিকা প্রকাশ। রইলো PDF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *