Electric Bill – ইলেকট্রিক বিল নিয়ে চিন্তার দিন শেষ মধ্যবিত্তের। এত ইউনিট পর্যন্ত ছাড় দেবে সরকার!
গরম শুরু হয়ে গেছে। আর গরম শুরু হওয়া মানে ইলেকট্রিক বিল (Electric Bill) বেশি আসা। গরম পড়লেই যে পরিমানে ইলেকট্রিক বিল আসে যা দিতে হিমসিম খেতে হয় সাধারন মানুষদের। এবার এই সমস্যার হাত থেকে বাঁচার জন্যে মোদি সরকার নিয়ে এলো দারুন প্রকল্প। এই প্রকল্পের ফলে বিনামূল্যে বিদ্যুৎ (Free Electric) ব্যবহার করতে পারবেন সাধারন মানুষ।
Free Electric Bill Announce By Central Government.
আপনিও নিশ্চই এবার ভাবছেন কি এমন প্রকল্প যে বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে? তাহলে চলুন জেনে নিন সে সম্পর্কে। জীবাশ্ম জ্বালনির দাম যত বাড়ছে তত Electric Bill বেড়ে যাচ্ছে। এর ফলে পরিবেশের যেমন ক্ষতি হচ্ছে তেমন সাধারন পরিবার গুলোর খরচ বাড়ছে। এর ফলে সমস্যায় গরিব, মধ্যবিত্ত মানুষ গুলো। এই সমস্যার কথা ভেবেই দেশের 1 কোটি বাড়ির ছাদে সোলার প্যানেল (Solar Panel) বসানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার (Central Government).
চলতি সালে 1লা ফেব্রুয়ারিতে এই প্রকল্পের কথা ঘোষনা করে মোদীজী। এই প্রকল্পের নাম হল, “প্রধানমন্ত্রী সূর্য ঘর বিজলি যোজনা” (PM Surya Ghar Yojana). এই যোজনার মাধ্যমে পরিবার গুলো 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে (Free Electric Bill) পাবেন। ওই সোলার প্যানেলে উৎপাদিত বিদ্যুৎ গ্রিড এর মাধ্যমে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা গুলো অন্যত্র সরবরাহ করতে পারবে, এই শর্তে ভর্তুকি (Subsidy On Electric Bill) দেবে কেন্দ্র।
এই প্রকল্পের মাধ্যমে এক কোটি পরিবার অন্তত পক্ষে বছরে 18 হাজার টাকা পর্যন্ত বাঁচাতে পারবে। কারন প্রতিমাসে 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে (Electric Bill) ব্যবহার করতে পারবেন। ভোটের আগে যে অন্তর্বর্তী বাজেট পেশ করেছিল কেন্দ্র সেখানে অর্থমন্ত্রী নির্মলা সিতারমন (Finance Minister Nirmala Sitharaman) ঘোষনা করেছিলেন, দেশের 1 কোটি বাড়ির ছাদে সৌর বিদ্যুৎ (Solar Electric) এর প্যানেল বসান হবে।
যেই পরিবার গুলো তাদের ছাদে সোলার প্যানেল বসাতে দেবে তারা 300 ইউনিট পর্যন্ত সৌর বিদ্যুৎ পাবেন বিনামূল্যে। আর বাদ বাকি অতিরিক্ত বিদ্যুৎ নির্দিষ্ট প্রক্রিয়ায় কেন্দ্রের জাতীয় গ্রেডে চলে যাবে। সেখান থেকে সব জায়গায় সরবরাহ করা হবে সৌর বিদ্যুৎ। এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেনীর মানুষদের। বাড়ির ছাদে সৌর বিদ্যুৎ এর প্যানেল বসানোর জন্য ভর্তুকি (Electric Bill) দেবে সরকার। তবে এর জন্যে আপনার বাড়ির ছাদ হতে হবে অন্তত পক্ষে 130 বর্গফুট।
এই সোলার প্যানেল বসাতে খরচ হয় অনেক টাকা। 2 KW রুফটপ সোলার প্যানেল বসাতে খরচ হয় মতমিতি 47 হাজার টাকার মত। এরমধ্যে 18 হাজার টাকা ভর্তুকি দেবে কেন্দ্র সরকার। আর বাকি 29 হাজার টাকা নিজেকে খরচ করতে হবে। টাকা খরচ হলেও এর দীর্ঘ মেয়াদের লাভের পরিমান বেশি। কারণ প্রতিমাসে সাধারণ বাড়ি গুলোর ক্ষেত্রে প্রায় পুরো বিদ্যুতের বিলটাই ফ্রি (Electric Bill) হয়ে যাবে। এই খরচটা মোটামুটি তিন বছরের মধ্যে উঠে আসার কথা।
PM Surya Ghar Yojana Electric Bill Online Apply
1) www.pmsuryaghar.gov.in এই ওয়েবসাইটে গিয়ে Apply For Rooftop Solar অপশনটিকে ক্লিক করুন।
2) এবার আবেদনকারীর নিজের রাজ্য এবং পছন্দমত বিদ্যুৎ সংস্থার নাম বেছে নিতে হবে।
3) এবার বর্তমান বিদ্যুৎ গ্রাহকের ফোন নম্বরও নিজের ইমেল আইডি দিতে হবে।
4) আবেদনকারীকে বর্তমানে যে সংস্থার বিদ্যুৎ পরিষেবা (Electric Bill Service) ব্যবহার করেন তার গ্রাহক নম্বর বা কনজিউমার নম্বর পুট করতে হবে। এরপরে নতুন একটি পেজে লগইনে ক্লিক করতে হবে।
5) সেখানে নিজের তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে।
6) আবেদন প্রক্রিয়া মিটে গেলে তিনি বাড়ির ছাদে সোলার প্যানেল বসাতে পারবেন। তবে এর জন্যে কয়েকটি শর্ত মানতে হবে।
7) কেন্দ্রীয় প্রকল্পের অধীনে বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর জন্য বসানোর জন্য ডিশকম (DISCOM) এর নির্ধারিত বিক্রেতার কাছ থেকেই এই প্যানেলটি (Electric Bill) নিতে হবে বা কিনতে হবে।
8) বাড়িতে সোলার প্যানেলটি বসে গেলে আবেদনকারীকে প্যানেলের বিবরণ দিয়ে নেট মিটারের জন্য আবেদন জানাতে হবে।
9) বাড়িতে সোলার প্যানেল বসানোর প্রক্রিয়া মিটে গেলে DISCOM এর মাধ্যমে তা পরীক্ষা করা হবে।
10) ফিজিক্যাল ভিজিটে যদি কোনও অসঙ্গতি না পাওয়া যায় তাহলে আবেদনকারীকে pmsuryaghar পোর্টাল থেকে কমিশনিং সার্টিফিকেট প্রদান করা হবে।
যা প্রমাণ করবে আপনি “প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনায়” সম্পূর্ণরূপে অংশগ্রহণ করেছেন এবং সেই অনুযায়ী আপনার বাড়ির ছাদে বসানো সোলার প্যানেল থেকে প্রতিমাসে 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ (Electric Bill) পাবেন। আর বাকিটা কেন্দ্রীয় সরকারের গ্রিডে চলে যাবে। আর এই 300 ইউনিট বিদ্যুৎ যে কোন বাড়ির ক্ষেত্রে যথেষ্ট।
ভোটের মুখে 50 হাজার টাকা দিচ্ছে কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পে কিভাবে আবেদন করবেন?
আর এই প্রকল্প অনেকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) ঘোষণা করেছিলেন। আর এই প্রকল্পের মাধ্যমে অনেকেই নিজেদের Electric Bill এর খরচ কমিয়েছেন। আর আপনারাও উল্লেখিত পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে আপনারাও এই সুবিধা খুবই সহজে পেতে পারবেন। তাহলে আর অপেক্ষা না করে আজই আবেদন করুন।
Written by Ananya Chakraborty.
কম সুদে Bank Loan পেতে CIBIL Score ভালো করুন। টাকার দরকার হলেই পেয়ে যাবেন।