সরকারি কর্মীদের রাজার কপাল! EPFO তে নাম উঠলেই টাকা দেবে সরকার
সরকারের দারুন উদ্যোগ সরকারি কর্মীদের (Govt Employees EPFO) জন্যে। চলতি মাসে 23 শে জুলাই ছিল নতুন কেন্দ্র সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন (Budget 2024). কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমান (Nirmala Sitharaman) এই বাজেট পেশ করেন। এই বাজেট নিয়ে দেশের জনগনের উন্মাদনা ছিল চরমে। দেশের অর্থনৈতিক বিষয়ে নানা ধরনের সিদ্ধান্তের কথা ঘোষনা করা হয় এই বাজেটে।
Government of India Give Money to First Time Name Appears on EPFO.
এই দিন দেশের নাগরিকদের মধ্যে কর্মসংস্থানকে চাঙ্গা করার জন্যে এই সিদ্ধান্ত নিয়েছে অর্থমন্ত্রী। নির্মলা সীতারামন এই নিয়ে ঘোষনা করেন, যারা এবার থেকে প্রথমবার সরকারি চাকরিতে যোগ দেবেন কেন্দ্র সরকারের তরফ থেকে EPFO (Employees Provident Fund Organisation) মাধ্যমে তাদের দেওয়া হবে বিভিন্ন সুযোগ সুবিধা (Employee Benefits). কি কি সুযোগ সুবিধা দেওয়া হবে দেখে নিন।
সরকারি কর্মীদের নতুন সুবিধা
বাজেট অধিবেশনের দিন অর্থমন্ত্রী জানান, যারা প্রথম চাকরিতে যোগ দিয়েই EPFO তে নথিভুক্ত হবে। কেন্দ্রের তরফ থেকে তাদের 1 মাসের বেতন দেওয়া হবে। তিনটি Installment-র মাধ্যমে Provident Fund মারফত এই টাকা পাবেন কর্মীরা। যে সব সংস্থা অতিরিক্ত কর্মসংস্থান তৈরি করবে EPFO ভর্তুকি বাবদ তাদের মাসিক 3 হাজার টাকা করে ভর্তুকি দেওয়া হবে। এই ভর্তুকি তারা পাবেন 2 বছরের জন্য।
Employment Linked Incentive Scheme
প্রথম প্রকল্প হিসেবে বলা হয়েছে 1 মাসের বেতন তাদের দেওয়া হবে। নতুন কাজে যোগ দেওয়ার পর EPFO তে নাম নথিভুক্ত হলে 3 টি কিস্তিতে 15 হাজার টাকা করে দেওয়া হবে। কিন্তু এই কিস্তির টাকা পাওয়ার জন্য কর্মীর বেতন হতে হবে 1 লক্ষ টাকা। এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্যে আগেই অনলাইনে ফাইনান্সিয়াল কোর্স করতে হবে। সরকার আশা করছে এই প্রকল্পের মাধ্যমে 2 কোটি 10 লক্ষ পরিবার এতে উপকৃত হবে।
দেশের উৎপাদন ক্ষেত্রে যে সব কর্মী কাজ শুরু করবেন তারা এবং সংশ্লিষ্ট নিয়োগকারি সংস্থার EPFO এর প্রথম চার বছরের টাকা দেওয়া হবে সরকারের তরফ থেকে। এতে দেশের 30 লক্ষ যুবক যুবতি উপকৃত হবেন। তৃতীয় প্রকল্প হিসেবে বলা হয়েছে প্রতিজন নতুন কর্মী নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগকারি সংস্থা প্রথম 2 বছর EPFO বাবদ মাসে যে 3000 টাকা জমা দেবে তা ফিরিয়ে দেওয়া হবে।
কর্মসংস্থান বৃদ্ধিতে জোর
এই সুবিধা পাওয়ার জন্য নতুন কর্মীদের বেতন হতে হবে 1 লক্ষ টাকার মধ্যে। আর নতুন নিযুক্ত কর্মীরা 12 মাসের মধ্যে যদি কাজ ছেড়ে দেয় তাহলে সংশ্লিষ্ট সংস্থার তরফ থেকে টাকা ফেরত দিতে হবে সরকারকে। দেশের কর্মসংস্থানকে আরো উন্নত করার জন্যেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। এছাড়া দেশের মহিলাদের সমান যোগদানের সুযোগ তৈরি করার জন্যে ওয়ার্কিং হোস্টেল তৈরির ঘোষনাও করেছেন তিনি।
ফিক্সড ডিপোজিটে পাবেন 8.75% সুদ। আজই ডিজিটাল ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলুন
পাশাপাশি দেশে নামি সংস্থা গুলোতে যাতে পড়ুয়ারা ইন্টার্নশিপ (Student Internship Program) করার সুযোগ পায় সে বিষয়েও তিনি কথা বলেন। তিনি বলেন দেশের বিভিন্ন সংস্থায় 1 বছর ধরে হাতে কলমে কাজ শেখার সুযোগ থাকবে। সেই সাথে 5 হাজার টাকা ভাতাও দেওয়া হবে। আর এর ফলে দেশের সকল সংস্থা গুলি বেশি করে কর্মী নিয়োগ করতে পারে বলে মনে করা হচ্ছে। আর এই সকল সুবিধা ইপিএফও-র মাধ্যমে দেওয়া হবে।
Written by Ananya Chakraborty.