চাকরি

সরকারি কর্মীরা খুব খুশি! DA-র পরে EPFO সুদের হার নিয়ে বড় খবর

সরকারি কর্মীদের জন্য DA (Dearness Allowance) এর পর এবারে EPFO Provident Fund নিয়ে জরুরি খবর নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যেই সরকারের তরফে সকল কর্মীদের দাবি অনুসারে নিজেদের তরফে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে। কিন্তু এছাড়াও এবারে আর কিছু দিনের মধ্যেই সকলের জন্য দারুণ সুখবর আসতে চলেছে বলে মনে করা হয়েছে।

EPFO PF Interest Rate Hike News after DA Hike for Central Government Employee Benefits.

দারুন খুশির খবর! PF এর সুদের হার নাকি বাড়বে! প্রভিডেন্ট ফান্ড (PF) হল সরকারি চাকরিজীবিদের একটি সঞ্চয় ও অবসর তহবিল। যা কর্মসংস্থার নিয়োগ কর্তাদের দ্বারা তৈরি করা হয়ে থাকে এবং কর্মচারি যখন অবসর গ্রহণ করে তখন সেই তহবিল তাদের আর্থিক নিরপত্তা প্রদান করে। এই PF কর্মীদের জন্যে সবচেয়ে নিরাপদ এবং ট্যাক্স কার্যকর অবসর সুবিধা গুলোর (Retirement Benefits) মধ্যে একটি হিসেবে পরিচিত।

প্রভিডেন্ট ফান্ড নিয়ে বড় সিদ্ধান্ত!

বর্তমানে প্রভিডেন্ট ফান্ডের (Provident Fund) সীমা আছে 15000 টাকা। কিন্তু এবার Employees Provident Fund Organisation বা EPFO কর্মীদের সীমা বাড়ান নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর জেরে প্রভিডেন্ট ফান্ড একাউন্ট ধারীদের (PF Account) মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। গত 10 বছর ধরে এর সীমা হয়ে আসছে 15000 টাকা।

PF-র সীমা বাড়তে চলেছে?

এবার এই সীমা বাড়ান হবে বলে সূত্র থেকে খবর পাওয়া গিয়েছে। আশা করা হচ্ছে এর সীমা বাড়িয়ে 25000 টাকা করা হতে পারে। ইতিমধ্যেই নাকি কেন্দ্রীয় শ্রমমন্ত্রক (Labour Ministry) এই বিষয়ে একটি প্রস্তাব তৈরি করেছে। আর এই সম্পর্কে আগামী 23 শে জুলাই কেন্দ্রীয় সরকারের তরফে বাজেটে (Budget 2024) বড় কোন ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

সরকারি কর্মী (Government Employees)

প্রভিডেন্ট ফান্ডে নতুন সুদের হার কত বাড়বে?

এর আগে কেন্দ্র সরকার 1 লা সেপ্টেম্বর 2014 সালে প্রভিডেন্ট ফান্ডের (PF Interest Rate) সুদের হার সংশোধন করেছিল আর এর পরে অনেক কয়েক বছর পর আবার সুদের হার পরিবর্তন করা হবে। 2014 সালে PF এ সুদের হার 6500 টাকা থেকে বাড়িয়ে 15000 করা হয়েছিল। এবার জানা গিয়েছে EPFO নতুন সুদের হার বাড়িয়ে 8.25% করবে। আর এই ঘোষনা 23 শে জুলাই পূর্ণাঙ্গ বাজেট অধিবেশনে করা হবে বলে জানা গিয়েছে।

বিদ্যুতের বিলে ছাড় দেওয়া হবে!রাজ্যবাসীর জন্য বড় সুখবর

এর আগে PF এর সুদের হার কত ছিল?

এর আগে সুদের হার ছিল 8.15%. অর্থাৎ এক ধাক্কায় সুদের হার 0.10% বাড়তে চলেছে। ইতিমধ্যে EPFO এক্স হ্যান্ডেলে সব সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে একটি পোস্ট করে। সেখানে জানানো হয়েছে 2023-24 আর্থিক বছরের জন্য 8.25% সুদ পেতে চলেছে গ্রাহকরা। এরই মধ্যে সুদ দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *