পশ্চিমবঙ্গের খবর

Electricity Bill – পশ্চিমবঙ্গে বিদ্যুৎ বিল ফ্রি ঘোষণা। কত ইউনিট পর্যন্ত এই সুবিধা?

পশ্চিমবঙ্গে ইলেকট্রিক বিল (Electricity Bill) নিয়ে এক দারুণ সুখবর জানতে পাওয়া গেল। আর এর ফলে অনেক মানুষের সুবিধা হতে চলেছে বলে মনে করছেন অনেকে। বর্তমানে প্রতিটি বাড়িতেই বিদ্যুৎ সংযোগ হয়ে গিয়েছে। বিদ্যুৎ সংযোগ (Electric Connection) যদি না থাকে তাহলে অনেক কাজ করা যায় না। তখন প্রায় অচল হয়ে পড়তে হয় মানুষদের। বিদ্যুৎ ছাড়া কোন কাজ হয় না যেমন টিভি, ফ্রিজ, এসি, ফ্যান, লাইট সব কিছুই এর মাধ্যমে চলে।

Electricity Bill Payment News In West Bengal.

তবে বর্তমানে বিদ্যুৎ এর যে পরিমান বিল (Electricity Bill) আসছে ততে মাসের শেষে বিল আসার পর মাথায় হাত পরে যায় মানুষদের। তবে এই বিদ্যুৎ এর বিল নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের (Government Of West Bengal) একটি প্রকল্প আছে যার সম্পর্কে অনেকেই জানেন না। চলুন আজ এই প্রকল্প সম্পর্কে জেনে নিন। কি কি সুবিধা আছে কিভাবে আবেদন করতে পারবেন জেনে নিন।

এই প্রকল্পের নাম হল হাসির আলো (Hasir Alo Scheme). এই প্রকল্পের (Government Scheme) মাধ্যমে 75 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা বিনামূল্যে পাওয়া যায়। মুখ্যমন্ত্রী Electricity Bill নিয়ে প্রকল্প চালু করেছিল 2020 সালে। এই হাসির আলো প্রকল্পের চালু হওয়ার থেকে এখনো পর্যন্ত কয়েক লক্ষ পরিবার এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন বলে জানিয়েছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। তবে এই Electricity Bill প্রকল্প সবার জন্য নয় এই প্রকল্প সেই সব পরিবারের জন্য যারা নিম্নবৃত্ত শ্রেণী থেকে উঠে এসেছে।

এই প্রকল্পের আওতায় যে সব পরিবার গুলো থাকবে তারা 0.3 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিষেবায় 75 ইউনিট বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে পাবেন অর্থাৎ এই প্রকল্পের আওতায় যে পরিবার গুলো রয়েছে তাদের যদি প্রতি তিন মাসে 75 ইউনিট পর্যন্ত Electricity Bill আসে তাহলে এক টাকাও খরচ করতে হবে না। আর যদি 75 ইউনিটের বেশি আসে তাহলে তার বাড়তি টুকুর বিল দিতে হবে।

Khelashree Prakalpa (পশ্চিমবঙ্গে খেলাশ্রী প্রকল্প)

কারা এই প্রকল্পের সুবিধা পাবেন?

এই ‘হাসির আলো’ প্রকল্পের সুবিধা সেই সব পরিবার গুলো পাবে যারা অন্ত্যোদয় অন্ন যোজনা (Antyodaya Anna Yojana) বা BPL তালিকাভুক্ত রেশন কার্ড (Ration Card) আছে তারা পাবেন অর্থাৎ যে সব পরিবার আর্থিকভাবে পিছিয়ে পরা তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। রাজ্য সরকার এই সব পরিবারদের সাহায্যের জন্যেই এই প্রকল্প চালু করেছেন (Electricity Bill).

লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতার টাকা দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা।

এই প্রকল্পে আবেদন করবেন কি করে?

এই প্রকল্পের জন্যে আবেদন করতে পারবেন দুয়ারে সরকার ক্যাম্পে (Duare Sarkar Camp). এছাড়া আপনাদের নিকটবর্তী বিদ্যুত অফিস এ গিয়েও আবেদন করতে পারবেন। সেখানে আপনাকে একটি আবেদন পত্র দেওয়া হবে আর এই আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে এবং যাবতীয় তথ্য দিতে হবে। তারপর সেই আবেদনপত্র খতিয়ে দেখার পর কানেকশন দেবে বিদ্যুৎ দফতর (Electricity Bill).
Written by Ananya Chakraborty.

এলআইসি এর দুর্দান্ত পলিসি! 200 টাকা বিনিয়োগে প্রতিমাসে পাবেন 15 হাজার টাকা পেনশন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *