Electric Bill : বিদ্যুৎ বিলে ছাড় দেওয়া হবে! পশ্চিমবঙ্গ সরকারের এই সুবিধা কিভাবে পাবেন?
পশ্চিমবঙ্গে বিদ্যুৎ বিলে (Electric Bill) বড় ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হল। আর রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে ইতিমধ্যেই অনেক ধরণের প্রকল্প নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee). আর এবারে এই কারেন্টের বিল (Current Bill) নিয়ে বড় সিদ্ধান্ত নিলো পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal).
Get Discount on WBSECDCL Electric Bill in Hasir Alo Scheme.
দিন দিন গরম বেড়েই যাচ্ছে। বর্ষা বাংলায় ঢুকলেও তেমন ভাবে বৃষ্টির দেখা নেই। দক্ষিনবঙ্গের অবস্থা বেশি খারাপ। আর এই অতিরিক্ত গরমের জেরে ফ্যান, এসি ছাড়া টেকা দায় হয়ে যাচ্ছে। আর এর ফলে হুড়মুড়িয়ে বাড়ছে বিদ্যুৎ এর বিল (Electric Bill). আর এতে মধ্যবিত্তদের পকেটে টান। এই আবহে সাধারন মানুষদের একটু স্বস্তি দিতে বিদ্যুৎ এর বিল নিয়ে সম্প্রতি নতুন ঘোষনা করেছে রাজ্য সরকার।
পশ্চিমবঙ্গে বিদ্যুৎ বিলে ছাড় ঘোষণা
এর ফলে উপকৃত হবেন সাধারন মানুষ। কি সেই সিদ্ধান্ত চলুন বিস্তারিত জেনে নিন। আর এই ইলেকট্রিক বিল (Electricity Bill) ছাড় পাওয়ার জন্য সকল গরীব ও মধ্যবিত্ত রাজ্যবাসীর যে সুবিধা হতে চলেছে সেটা বলাই বাহুল্য। আর এবারে এই সম্পর্কে আরও কিছু তথ্য বিস্তারিত জেনে নিন। কারা এই সুবিধা পাবে বা কাদের জন্য এই হাসির আলো প্রকল্প (Hasir Alo Scheme Electric Bill) নিয়ে আসা হয়েছে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।
হাসির আলো প্রকল্পে কারেন্টের বিলে ছাড়
রাজ্য সরকার রাজ্য বাসির সুবিধার্থে বিভিন্ন রকমের প্রকল্প নিয়ে আসে। তেমনই বিদ্যুৎ এর বিল নিয়ে এবার নতুন ঘোষনা করল সরকার। এবার থেকে বিদ্যুৎ এর বিলে (Electric Bill) মিলবে ছাড়। তার জন্য রাজ্য সরকার এক প্রকল্প চালু করেছে। আমরা আপনাদের যে প্রকল্পের কথা বলছি তা হল ‘হাসির আলো’ প্রকল্প। রাজ্য সরকার এই হাসির আলো প্রকল্প চালু করে 2020 সালে।
বিদ্যুৎ বিলে ৩০০ টাকা ছাড়!
এই প্রকল্পের আওতায় থাকা উপভোক্তারা 3 মাসে 75 ইউনিট বিদ্যুৎ এর বিল (Electric Bill) পেয়ে থাকেন বিনামূল্যে। এই 75 ইউনিট বিদ্যুৎ এর খরচ হয় প্রায় 300 টাকা। হিসাব করে দেখতে গেলে দেখা যাবে 51-100 ইউনিট স্ল্যাবে 2.5 টাকা প্রতি ইউনিট হিসেবে 187 টাকা 50 পয়সা পর্যন্ত চার মিলতে পারে বিদ্যুৎ এর বিল এ। তবে এই ছাড় সবার জন্য নয়। যাদের BPL Ration Card আছে শুধুমাত্র তারাই এই Electric Bill ছাড়ের সুবিধা পাবেন।
28 দিনের সবচেয়ে সস্তার রিচার্জ প্ল্যান! অবশেষে গ্রাহকদের স্বস্তি
WBSEDCL বিদ্যুৎ বিল প্রতিমাসে আসবে?
এখন পর্যন্ত 3 মাস পর পর বিল পাঠান হয় গ্রাহকদের বাড়িতে। এবার এই পদ্ধতিকে পরিবর্তন করা হবে। এখন থেকে প্রতি মাসে বিল পাঠান হবে তিন মাসের বিল এক সাথে দিতে অনেকটাই সমস্যায় পরে সাধারন মানুষ। তাই এবার প্রতি মাসে বিদ্যুতের বিল পাঠাবে WBSEDCL. চিরাচরিত ভাবে মিটার দেখে যত ইউনিট Electric Bill খরচ হবে তার উপরে ভিত্তি করে বিল আসবে। নতুন এই নিয়ম খুব তাড়াতাড়ি চালু হবে। এই নিয়ম চালু হলে উপকৃত হবেন সাধারন মানুষ।
Written by Ananya Chakraborty.