Gold Price Today – সপ্তাহ শেষে আবারও উর্দ্ধমুখী সোনার দাম, পকেটে টান মধ্যবিত্তের, রুপোয় প্রতি গ্রামে কত খরচ পড়ছে?
Gold Price Today, দিন দিন উর্দ্ধমুখী হচ্ছে সোনার দাম। যার ফলে মধ্যবিত্তের পকেটে টান পড়ছে। সন্তানের উচ্চশিক্ষিত করার স্বপ্ন সকল মা বাবারই থাকে। ভবিষ্যতে ভালো চাকরি, বিয়ে সেই নিয়েও স্বপ্ন দেখে থাকেন তারা। সেই ভেবে আগে থেকে অল্প অল্প করে টাকা জমাতে থাকেন। কিন্তু সোনার দাম বাড়ার কারণে জমানো টাকার থেকে অতিরিক্ত খরচ হয়ে যায়। প্রতিদিন অবশ্য সোনার দাম একই থাকে না, তা আমরা সকলেই জানি। মাঝে সোনার গহনার দাম ক্যারেট প্রতি কম থাকলেও, আবারও বেশ অনেকটাই বাড়লো দাম। আজকে (২১ মে, ২০২৩) কলকাতায় ২২ এবং ২৪ ক্যারেটে প্রতি গ্রামের জন্য কত টাকা খরচ করতে হবে? রুপোয় খরচ বাড়লো না কমলো? দেশের অন্যান্য রাজ্যে সোনার দাম কেমন থাকছে? জানুন বিস্তারিত।
দেশের অন্যান্য রাজ্যে 10 গ্রাম Gold Price Today কত পড়ছে?
গুড রিটার্নস ডট ইন এর প্রতিবেদন অনুসারে, Gold Price Today (২১ মে, ২০২৩) কলকাতায় ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ৫,৬৩০ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৫৬,৩০০ টাকা। গতকাল (২০ মে, ২০২৩) প্রতি ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৫,৮০০ টাকা। অর্থাৎ গতকালের তুলনায় আজকে প্ৰতি গ্রামে ৫০ টাকা দাম বেড়েছে।
আজকে ২৪ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ৬,১৪২ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৬১,৪২০ টাকা। গতকাল (২০ মে, ২০২৩) প্রতি ১০ গ্রামের দাম ছিল ৬,০৮৭ টাকা। অর্থাৎ গতকালের তুলনায় আজকে প্ৰতি গ্রামে ৫৫ টাকা দাম বেড়েছে (Gold Price Today).
অক্ষয় তৃতীয়ার আগে সোনার দাম নিয়ে বড় খবর, গহনা কেনা ও বিনিয়োগ করার আগে দেখুন।
গুড রিটার্নস ডট ইন এর প্রতিবেদন অনুসারে, ২১ মে, ২০২৩ দেশের অন্যান্য রাজ্যে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম-
চেন্নাই- ৫৬,৮০০ টাকা।
মুম্বাই- ৫৬,৩০০ টাকা।
দিল্লি- ৫৬,৪৫০ টাকা।
কেরালা, হায়দ্রাবাদ এবং পুনে- ৫৬,৩০০ টাকা।
ব্যাঙ্গালোর, আহমেদবাদ এবং ভাদোদ্রা- ৫৬,৩৫০ টাকা।
চন্ডিগড়, জয়পুর এবং লক্ষণউ- ৫৬,৪৫০ টাকা।
২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম-
চেন্নাই- ৬১,৯৬০ টাকা।
মুম্বাই- ৬১,৪২০ টাকা।
দিল্লি- ৬১,৫৭০ টাকা।
ব্যাঙ্গালোর, আহমেদবাদ এবং ভাদোদ্রা- ৬১,৪৭০ টাকা।
চন্ডিগড়, জয়পুর এবং লক্ষণউ- ৬১,৫৭০ টাকা।
কেরালা, হায়দ্রাবাদ এবং পুনে- ৬১,৪২০ টাকা।
2000 টাকার নোট বাতিল নিয়ে RBI এর চূড়ান্ত সিদ্ধান্ত, সময় পাবেন 30 সেপ্টেম্বর পর্যন্ত।
গুড রিটার্নস ডট ইন এর প্রতিবেদন অনুসারে, কলকাতায় আজকে রুপোর প্রতি গ্রামের দাম ৭৫.৩০ টাকা । প্রতি ১০ গ্রামের দাম ৭৫৩ টাকা। গতকাল ২০ মে, ২০২৩ প্রতি গ্রামের দাম ছিল ৭৪.৩০ টাকা। অর্থাৎ প্রতি গ্রামে ১ টাকা দাম বেড়েছে।
এই সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।