চাকরি

সরকারি কর্মীদের পকেটে ঢুকবে মোটা টাকা! পুজোর আগেই DA নিয়ে সুখবর দিলো সরকার

সরকারি কর্মীদের (Govt Employees) জন্য মাসের শুরুতেই ফের এক দারুণ খুশির খবর নিয়ে হাজির হল সরকার (Government). এমনিতেই সরকারি কর্মচারীদের অনেকটাই বেশি সুবিধা দেওয়া হয়ে থাকে, আর এই একটি কারণের জন্যই এখন বর্তমানে সকলেই একবার না একবার রাজ্য সরকারি চাকরি বা কেন্দ্রীয় সরকারি চাকরি পাওয়ার চেষ্টা করে থাকেন (Dearness Allowance). এবারে সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি (8th Pay Commission Salary Hike) প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে।

Dearness Allowance Hike for Government Employees Benefits.

যাই হোক এবারে সরকারি কর্মীদের জন্য এক বড় সড় ঘোষণা করা হতে চলেছে উৎসবের মরশুমের আগে এমনটাই মনে করা হচ্ছে। ইতি মধ্যেই লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মী (West Bengal State Government Employees) এবং কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Government Employees) মহার্ঘ ভাতা (DA Hike) বৃদ্ধি করা হয়েছে, আর এবারে ফের সেই মর্মে বড় সুখবর পাওয়া যেতে চলেছে বলে মনে করা হচ্ছে।

সরকারি কর্মীদের আবার DA বৃদ্ধি?

কেন্দ্র সরকারি কর্মীদের আবার DA বাড়বে। পুজোর আগেই কেন্দ্র সরকারি কর্মীদের পকেটে ঢুকবে মোটা টাকা অর্থাৎ বেতন বৃদ্ধির (Salary Hike) সম্ভাবনা আছে, কিন্তু কবে বাড়বে এই টাকা সেই বিষয় নিয়ে আজ আপনাদের প্রতিবেদনে বলব। আর উৎসবের মরশুম শুরু হতে আর মাত্র কিছু মাস বাকি আছে আর তার আগেই এই নিয়ে বড় কোন ঘোষণা হলে কোটি কোটি কেন্দ্রীয় সরকারি কর্মীদের সুবিধা হতে চলেছে।

কবে বাড়বে মহার্ঘ ভাতা?

কিছু দিন আগেই বড় ধাক্কা খেয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এই বারের বাজেটেই কেন্দ্র সরকারি কর্মীরা ভেবেছিল অষ্ঠম পে কমিশন (8th Pay Commission) চালু করতে পারে। কিন্তু অধিবেশনে তা ঘোষনা করা হয়নি। কেন্দ্র সরকারি কর্মীদের আশা রীতিমত ভেস্তে গেছে। গত 23 শে জুলাই ছিল বাজেট অধিবেশন তবে এই অধিবেশনে অষ্টম পে কমিশন নিয়ে কোনো আপডেট দেওয়া হয়নি।

অষ্টম বেতম কমিশন লাগু হবে?

কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী জানিয়েছেন, আপাতত এই ৮ম বেতন কমিশন বা নতুন কোনো বেতন কমিশন (New Pay Commission) গঠনের বিষয় নিয়ে কোনো প্রস্তাব আনা হচ্ছে না। তবে বর্তমানে ৭ম বেতন কমিশনের (7th Pay Commission) আওতায় বেতন, মহার্ঘ ভাতা, মহার্ঘ ত্রাণ (Dearness Relief) সংশোধনের অপেক্ষায় আছে কর্মীরা। নিয়ম অনুযায়ি বছরে দুই বার মহার্ঘ ভাতা বাড়ান হয়।

জানুয়ারি মাসে মহার্ঘ ভাতা 50% এ পৌছেছে। জুলাইতে ফের বাড়বে ভাতা। 1 লা জুলাই থেকে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হবে। আর এই ঘোষনা সেপ্টেম্বর অক্টোবর মাসে হয়ে থাকে। তবে তা জুলাই থেকেই কার্যকর করা হয়। আর অক্টোবরের আগে এই কারণের জন্যই অনেকে মনে করছেন বেতন বৃদ্ধির। অনেক রিপোর্ট দেখে বোঝা যাচ্ছে 5% বাড়তে পারে DA. কিন্তু সরকার বেশ কয়েকবার ধরে 4% হারে DA বাড়িয়েছে ফলে এবারেও হয়তো 4% ই বাড়বে। পাশাপাশি ফিটম্যান্ট ফ্যাক্টরও বাড়তে পারে।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মী (West Bengal Government Employees WBHS Scheme)

4% DA বাড়লে কত করে পাবে কর্মীরা?

৭ম বেতন কমিশনের আওতায় 4% DA বাড়লে যে সব কর্মীরা 18 হাজার টাকা বেতন পায় তারা প্রতি মাসে 720 টাকা, আর বছরে 8640 টাকা পাবে। যাদের বেতন 20 হাজার, তারা প্রতিমাসে 800 টাকা করে বছরে 9 হাজার 600 টাকা বেশি পাবেন। যাদের বেতন 30 হাজার টাকা তারা প্রতি মাসে 1200 টাকা বছরে 14,400 টাকা করে পাবেন। যাদের বেতন 50 হাজার টাকা তারা প্রতি মাসে 2000 টাকা বছরে 24,000 টাকা করে পাবেন।

লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে? মাসের শুরুতেই জেনে নিন

যে সব কর্মীরা 60 হাজার টাকা বেতন তারা মাসে 2400 টাকা বছরে 28,800 টাকা পাবেন। যাদের মূল বেতন 80 হাজার, তারা প্রতি মাসে 3200 এবং বার্ষিক 38,400 টাকা পাবেন। যাদের মূল বেতন 1 লক্ষ টাকা তারা প্রতি মাসে 4000 টাকা এবং প্রতি বছর 48,000 টাকা পাবেন। আর এই বৃদ্ধির ফলে সকলের অনেক সুবিধা হতে চলেছে। এই সম্পর্কে এবার দেখার অপেক্ষা যে আগামীদিনে কি হতে চলেছে।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *