চাকরি

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের উদ্দেশ্যে কড়া বিজ্ঞপ্তি জারি করলো নবান্ন। কপালে চিন্তার ভাঁজ সকলের!

রাজ্য সরকারি কর্মচারীদের (West Bengal Government Employees) জন্য এবার বড় নির্দেশিকা জারি করা হলো নবান্নের তরফে (Government of West Bengal). আর চলবে না ধীরগতিতে কাজ। মানুষকে এবার দিতে হবে সঠিক পরিষেবা। আর জি কর (R G Kar) কাণ্ডের পরেই কি তড়িঘড়ি সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে এমন পদক্ষেপ, উঠছে প্রশ্ন। আর জি কর ইস্যুতে উত্তাল রাজ্য। চিকিৎসক হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিবাদে নেমেছে সকল শ্রেণীর মানুষ। বাদ যায়নি সরকারি কর্মীরাও (West Bengal Service Rule).

New Advisory from Nabanna to Govt Employee Service Rule

তারাও দফায় দফায় প্রতিবাদে সামিল হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চ সরকারি কর্মীরাও সুর চড়িয়েছে। এই অবস্থায় সরকারি কর্মীদের কড়া হুঁশিয়ারি দিল নবান্ন। সম্প্রতি একটি নির্দেশিকা জারি করে রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এবার থেকে আর ধীর গতিতে কাজ করা যাবে না। নবান্ন তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, পরিকাঠামো উন্নয়ন এবং সাধারণ মানুষকে সরকারি পরিষেবা দেওয়ার কাজ দ্রুততার সঙ্গে করতে হবে।

সরকারি কর্মীদের ‘নবান্নের’ নির্দেশ

সরকারের যে যে কাজ আছে পাশাপাশি সমস্ত প্রকল্প (Govt Scheme) যাতে ঠিকভাবে চলে সেই দিকে নজর দিতে হবে। অনেক সময় দেখা যায়, নানান কারণ দেখিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা অফিসে অনুপস্থিত থাকেন বা কাজে ফাঁকি দেন। এটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে সাফ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিতে নিয়ম মনে করিয়ে আরও বলা হয়েছে অফিসে অনুপস্থিত থাকা বা কাজে ফাঁকি দিলে তা সার্ভিস রুলের লঙ্ঘন (Service Rule) হিসাবেই দেখা হবে।

দ্রুত গতিতে কাজ করার নির্দেশ!

বলা হয়েছে এমনিতেই চার মাস ভালো করে কাজ হয়নি। লোকসভা ভোটের কারণে কাজকর্মে ধীর গতি এসেছে। তার উপর কিছু সময়ে বাংলার বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে প্রাকৃতিক দুর্যোগের ঘটনাও ঘটেছে। সব মিলিয়ে গত চার মাস ঠিক ভাবে কাজ হয়নি সরকারি দপ্তরে। সরকারি নির্দেশ অনুযায়ী, এবারে সকলকে সক্রিয়ভাবে কাজে ফিরতে হবে। কাজে গতি আনতে হবে।

নবান্নের নির্দেশ জেনে নিন

নির্দেশিকায় বলা হয়েছে, সকল কাজ সঠিকভাবে দ্রুততার সাথে করতে হবে। পাশাপাশি গ্রামীণ আবাস, গ্রামীণ কর্ম সংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল সরবরাহ এই সবের মাধ্যমে সাধারণ মানুষকে দ্রুত পরিষেবা পৌঁছে দিতে হবে। প্রান্তিক মানুষ যাতে সরকারি সুবিধা সঠিকভাবে পায় সেই দিকে নজর দিতে হবে। আর জি কর অবহে সরকারি তরফে এই বিজ্ঞপ্তি জারি হতেই শুরু হয়েছে জোর চর্চা।

Holiday (টানা ৪ দিন স্কুল ছুটি)

নবান্নের কর্তাদের মতে, আর জি কর কাণ্ডে সরকারের সাথে সাধারণ মানুষের যে বিচ্ছিন্নতা তৈরী হয়েছে তা দূর করতে এবং প্রশাসনের উপর আস্থা বাড়াতেই এই পদক্ষেপ। যাতে নতুন করে সরকারকে সমস্যায় পড়তে না হয়, তাই সাধারণ মানুষকে সুবিধা প্রদানের উপর জোর দেওয়া হচ্ছে। যদিও সরকারি কর্মীদের একাংশের মতে আর জি কর কাণ্ডের প্রতিবাদে যে আন্দোলন চলছে তা প্রশমন করতেই সরকারি কর্মীদের এই বিজ্ঞপ্তি।

চলতি সপ্তাহে লটারি প্রাপ্তির যোগ রয়েছে এই রাশি গুলির! একবার টিকিট কিনেই দেখুন

মুখ্যমন্ত্রীর বৈঠক আইনশৃঙ্খলা নিয়ে

এই দিকে আর জি কর আবহে প্রশাসন ও পুলিশ সেক্টরে কাজকর্মের হিসাব বুঝতে সোমবার ৯ সেপ্টেম্বর নবান্ন সভাগৃহে প্রশাসনিক বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উপস্থিত থাকবেন মন্ত্রিসভার সদস্য, সব দপ্তরের সচিব সহ বিশেষ সচিব পর্যায়ের সকলে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা, কলকাতা পুলিশের তরফে বিনীত গোয়েল সহ অনেকে।
Written by Sampriti Bose.

Related Articles