চাকরি

Salary Hike – সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির প্রবল সম্ভাবনা। ফেব্রুয়ারির আগেই চূড়ান্ত সিদ্ধান্ত।

Salary Hike বা বেতন বৃদ্ধি নিয়ে আর কিছুদিনের মধ্যে সরকারের তরফে বড় কোন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করছেন অনেকে। আগামী 1লা ফেব্রুয়ারির কেন্দ্রীয় বাজেট (Union Budget 2024) নিয়ে অনেকেই উচ্চ আশা করছে। করণ সামনে লোকসভা ভোট আর লোকসভা ভোটের আগে বাজেট পেশ করাটা অনেকে কেন্দ্রের (Central Government) ভোটের হাতিয়ার বলে মনে করছে। এই বাজেটে সাধারন মানুষ সহ কর্মী সবার জন্যে ভালো খবর থাকবে বলে মনে করছে অনেকে।

Government Employees Salary Hike.

ভারতের মানুষদের কাছে অতি প্রতিক্ষিত রাম মন্দির উদ্বোধন শেষ। এখন সবার চোখ 1লা ফেব্রুয়ারি বাজেটের দিকে। সরকারি কর্মীরা বাজেট নিয়ে বড় আশা করছেন। তারা মনে করছে তাদের জন্যে এই বাজেটে Salary Hike নিয়ে বড় ঘোষনা হতে পারে। সরকারি কর্মীরা অনেকদিন ধরে ফিটম্যান্ট ফ্যাক্টর (Fitment Factor) বাড়ানোর দাবী জানিয়ে আসছে। আর এবার এই বাজেটে ফিটম্যান্ট ফ্যাক্টর বাড়াতে পারে বলে মনে করছে অনেকে (Salary Hike).

এই বছরের এপ্রিল মে মাসের দিকে দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। 1লা ফেব্রুয়ারি পেশ করা বাজেট নির্বাচনের আগে পেশ করা একটি অন্তর্বর্তী বাজেট। এমন অবস্থায় সরকারি কর্মীদের বেতন বাড়তে (Salary Hike) পারে বলে মনে করছে অনেকে। আশা করা হচ্ছে 2024 এর বাজেটে ফিটম্যান্ট ফ্যাক্টর নিয়েও আলোচনা হতে পারে। মন্ত্রীসভা থেকে অনুমোদন পেলেই তা বাজেট ব্যয়ের অন্তর্ভুক্ত করা হবে।

এই ফিটম্যান্ট ফ্যাক্টর বাড়লে কেন্দ্র কর্মীদের বেতন ও স্বয়ংক্রিয়ভাবে বাড়বে। এই ফিটম্যান্ট ফ্যাক্টর সরকারি কর্মীদের মুল বেতন (Gross Salary) ঠিক করে। মুল বেতনের ভিত্তিতে ভাতাও নির্ধারিত হয়। আর এছাড়াও এবারে নুন্যতম বেতন (Basic Salary) নিয়ে বড় ঘোষণা করা হতে পারে বলেও মনে করা হচ্ছে। টা যেই ঘোষণাই করা হোক না কেন। আখেরে সরকারি কর্মীদের (Government Employees) দারুণ সুবিধা হতে চলেছে।

Dearness Allowance (পশ্চিমবঙ্গের মহার্ঘ ভাতা)

কত বাড়তে পরে বেতন?

এর অহে 2016 সালে শেষবারের মত ফিটম্যান্ট ফ্যাক্টর বাড়ান হয়েছিল। তখন কর্মীদের নূন্যতম বেতন 6 হাজার থেকে 18 হাজার টাকা বেড়েছিল (Salary Hike). এই ফিটম্যান্ট ফ্যাক্টর এর সম্ভাব্য বৃদ্ধি নূন্যতম মুল বেতনকে 26 হাজার টাকায় নিয়ে যেতে পারে। বর্তমানে নূন্যতম বেতন 18 হাজার টাকা যা বেড়ে 26 হাজার হতে পারে অর্থাৎ তাদের বেতন 8000 টাকা বাড়তে (Salary Hike) পারে।

আয়করে ছাড় বাড়ানো নিয়ে মোদী সরকারের বড় পদক্ষেপ। উপকৃত হবে কোটি কোটি মানুষ।

বেতন বাড়লে মহার্ঘ ভাতাও বাড়বে?

যদি মুল বেতন 18 হাজার থেকে 26 হাজার হয় তাহলে মহার্ঘ ভাতাও (Dearness Allowance) বাড়বে। DA মুল বেতনের 46 শতাংশের সমান। DA গণনা করা হয় DA হারকে মুল বেতন দিয়ে গুন করা হয় অর্থাৎ মুল বেতন বাড়লে (Gross Salary Hike) মহার্ঘ ভাতাও (DA Hike) বাড়বে। এবারে এখন দেখার অপেক্ষা যে আগামী ১লা ফেব্রুয়ারি বাজেটে কি ঘোষণা হতে চলেছে।
Written by Ananya Chakraborty.

চাকরি না করেও পেনশন দিচ্ছে সরকার! কী করতে হবে জেনে নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *