চাকরি

সরকারি কর্মীদের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত নিল সরকার। সব দাবি একেবারে মিটে যাবে।

সরকারি কর্মী বা Government Employees দের জন্য নতুন বছরের ফের এক নতুন ঘোষণা করা হল সরকারের তরফে। আর এই ধরণের ঘোষণার জন্য অনেকেই অপেক্ষা করছিলেন। ইতিমধ্যেই সরকারের তরফে বিগত বছরের শেষে অনেক কিছু ঘোষণা করা হয়েছিল কর্মীদের উদ্দেশ্যে। কিন্তু তাছাড়াও আরও অনেক দাবি ছিল সরকারি কর্মীদের।

সরকারি কর্মীদের দীর্ঘ দিনের দাবি পূরণ।

নতুন বছরে সুখবর নিয়ে হাজির হয়েছে কেন্দ্র সরকার (Central Government). গত বছরে যেমন কেন্দ্র সরকারের কর্মীরা খুশির খবর পেয়েছিলেন এবছর ও তেমন খুশির খবর পেতে চলেছে কেন্দ্র সরকারের কর্মীরা। শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি কেন্দ্রীয় কর্মী ও পেনশনভোগীদের বকেয়া মহার্ঘ ভাতা বাড়াতে পারে সরকার। ফলে সরকারি কর্মী Account ফুলে ফেঁপে উঠবে।

লোকসভা নির্বাচনের আগেই কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের আটকে থাকা বকেয়া মহার্ঘ ভাতা এর অর্থ তাদের Account এ ঢুকবে। এর আগে গত বছর অক্টোবর মাসে 4 শতাংশ মহার্ঘ ভাতা বাড়িয়েছিল। তারফলে তাদের মহার্ঘ ভাতা বেড়েছিল 42 শতাংশ থেকে 46 শতাংশে। তবে এরই মধ্যে আবার মহার্ঘ ভাতা বাড়ার সম্ভবনা রয়েছে। বিশেষজ্ঞ মহলের মতে AICPI যা গতি রয়েছে তাতে 2024 সালের প্রথম দিকে মহার্ঘ ভাতা 50 শতাংশ বা তার বেশি হতে পারে। মহার্ঘ 50% পৌছলে তা বেতনের সাথে যুক্ত হবে।

PF Interest Rate (পিএফ সুদের হার)

তবে কেন্দ্র এখনো আনুষ্ঠানিক ভাবে মহার্ঘ ভাতা বাড়ানর কথা ঘোষনা করেনি। তবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহতেই এই নিয়ে ঘোষণা করতে পারে সরকার বলে মনে করা হচ্ছে। সরকার বছরে 2 বার DA বাড়িয়ে থাকে। যার হার জানুয়ারী এবং জুলাই থেকে প্রযোজ্য হয়ে থাকে। লোকসভা নির্বাচনের আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) ফের বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

কেন্দ্রীয় বাজেটে বড় ছাড় দেবে মোদী সরকার। সকল দেশবাসীর সুবিধা হবে।

চলতি বছরে যদি DA বাড়ান হয় তাহলে কর্মীদের HRA বাড়ি ভাড়ার ভাতার পরিমাণ ও বাড়ান হবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় কর্মীদের ডিএ বেড়ে 50 শতাংশ বা তার বেশি হয় তাহলে তার সঙ্গে সঙ্গে বাড়ি ভাড়া ভাতা অর্থাৎ HRA সংশোধন করা হবে। সপ্তম বেতন কমিশনের (7Th Pay Commission) সুপারিশ অনুসারে, মহার্ঘ ভাতা 50 শতাংশ বা তার বেশি হলে HRA সংশোধন করা হবে। ফলে নয়া বছরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।
Written by Ananya Chakraborty.

নিয়োগ নিয়ে স্বস্তির রায় জানালো সুপ্রিম কোর্ট! অবশেষে হাসি ফুটেছে চাকরি প্রার্থীদের

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *