চাকরি

DA News – পশ্চিমবঙ্গের DA মামলা নিয়ে সুপ্রিম কোর্ট থেকে ভালো খবর এলো। 6 বছরের অপেক্ষার অবসান।

অবশেষে পশ্চিমবঙ্গের বকেয়া মহার্ঘ ভাতা (DA News) নিয়ে এক জরুরি খবর জানতে পাওয়া যাচ্ছে। আর এই খবরের জন্যই সকলে অনেকদিন ধরে অপেক্ষা করছে। আমরা সকলেই জানি যে প্রায় কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government) এবং রাজ্য সরকারি কর্মীদের মধ্যে এই বকেয়া ডিএ নিয়ে এক ঠাণ্ডাযুদ্ধ চলছে। কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) এর তরফে সরকারকে সকলে বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু সেই মামলা এখন সুপ্রিমকোর্টে (Supreme Court Of India) বিচারাধীন।

DA News Update From Supreme Court.

পশ্চিমবঙ্গের DA নিয়ে আন্দোলন চলছেই। কেন্দ্র সরকার তার কর্মীদের মহার্ঘ ভাতা বাড়িয়ে দিল এর সাথে দেশের 2 রাজ্য তাদের কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ল। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এখনো তাদের কর্মীদের মহার্ঘ ভাতা (DA News) বাড়ালো না। কেন্দ্র তাদের কর্মীদের 4 শতাংশ মহার্ঘ ভাতা বাড়াল এখন তাদের মহার্ঘ ভাতা 46 শতাংশ। অর্থাৎ কেন্দ্র ও রাজ্যে সরকরি কর্মীদের মহার্ঘ ভাতার ফারাক 40 শতাংশ।

কিছুদিনের মধ্যেই DA (Dearness Allowance) মামলার শুনানি আছে আদালতে এই নিয়ে একটি স্বস্তির খবর পেল রাজ্য সরকারি কর্মীরা (West Bengal Government Employees). সুপ্রিমকোর্টে বকেয়া মহার্ঘ ভাতা (DA News) সংক্রান্ত মামলার শুনানির তারিখ 3 রা নভেন্বর। ঐদিন সুননি হওয়ার কথা। কিন্তু এই মামলার আইনজীবি বিকাশ রঞ্জন ভট্টাচার্য শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তাই অনেকেই ভেবেছিলেন উনি হয়তো ঐদিন মামলায় উপস্থিত থাকতে পারবেন না।

যদি উনি ঐদিন মামলায় (DA Case In West Bengal) উপস্থিত থাকতে না পারেন তাহলে হয়তো DA মামলার শুনানি আবার পিছিয়ে যেতে পারে। তাই এই নিয়ে আন্দোলনকরীরা চিন্তায় পরে গিয়েছিলেন। তিনি যে সংগঠনের থেকে মামলাটি লড়ছেন তারা জানিয়েছেন যে তিনি এখন অনেকটাই সুস্থ আছেন। ফলে 3 রা নভেম্বর শুনানির (DA News) দিন তিনি উপস্থিত থাকবেন। স্বশরীরে উপস্থিত না থাকতে পারলেও ভার্চুয়ালি উপস্থিত থাকবেন।

Ration Card (রেশন কার্ড)

3 রা নভেম্বর শুনানি হচ্ছে এটা নিশ্চিত। এই খবর পেয়ে নিশ্চিন্ত আন্দোলনরত সরকারি কর্মী ও পেনশনভোগীরা। কেন্দ্র সরকার তাদের কর্মীদের মহার্ঘ ভাতা (DA News) বাড়িয়েছে কিন্তু রাজ্য না বাড়ানোয় নানা রকম তরজা সৃষ্টি হয়েছে। ঐক্যমঞ্চের সাধারন সম্পাদক কিংকর অধিকারি বলেন যে, কেন্দ্রীয় সরকার আর 4 শতাংশ মহার্ঘ ঘোষনা করল। মোট হলো 46 শতাংশ, আর এই রাজ্য 6 শতাংশ মহার্ঘ ভাতা।

Mobile Recharge – কালীপূজোর আগে রিচার্জ করলে 1 বছরের বৈধতা পাবেন সামান্য খরচে, সীমিত সময়ের অফার।

রাজ্য সরকার যদি কর্মচারিদের বকেয়া মহার্ঘ ভাতা দিতে না পারে তাহলে অবিলম্বে ঘোষনা করুক সমস্ত প্রকল্প রাজ্যের শিক্ষক কর্মচারিদের প্রাপ্য অর্থ দিয়েই তা করা হচ্ছে। কিন্তু এই DA News নিয়ে রাজ্য সরকারের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এবারে দেখার অপেক্ষা যে সুপ্রিমকোর্টে এই মামলা নিয়ে কি সিদ্ধান্ত ঘোষণা করা হয়। তারপরেই সব কিছু স্পষ্ট হয়ে যাবে।
Written by Ananya Chakraborty.

Earn Money Online – বাড়ি বসে অনলাইনে সরকারি প্রজেক্টে কাজ করে প্রতিদিন 1500 টাকা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *