LPG Gas Delivery – রান্নার গ্যাস ডেলিভারি এখন বিনামূল্যে! এই কাজটি করলেই পাবেন।
রান্নার গ্যাস ডেলিভারি বা LPG Gas Delivery নিয়ে এক গুরুত্বপূর্ণ খবর জানতে পাওয়া গেল। আপনার বাড়িতে নিশ্চই গ্যাস এর কানেকশন (LPG Gas Connection) আছে? এখন দেশের প্রায় প্রতিটি বাড়িতে গ্যাস সিলিন্ডার এর কানেকশন রয়েছে। গ্যাস ছারা বর্তমানে প্রায় প্রতিটি মানুষই অসহায়। এখন প্রায় বেশিরভাগ গ্রামের মহিলারা ও উননের পরিবর্তে গ্যাস সিলিন্ডারে রান্না করছে। কিন্তু বর্তমানে গ্যাস এর দাম যত বেশি তার উপর ডেলিভারি দিতে যারা আসে তদের Charge দিতে হিমসিম খেতে হচ্ছে সাধারন মানুষদের।
LPG Gas Delivery Charges New Rule.
আর এবার সেই দিক বিচার করে রাজ্যের গ্যাস ডিলাররা (LPG Gas Dealer) গ্রাহকদের জন্যে দারুন খবর নিয়ে এসেছে। গ্যাস ডেলিভারিতে এবার ভালো খবর দিল গ্যাস ডিলাররা। এবার থেকে LPG সিলিন্ডারের গ্যাস এজেন্সির পাঁচ কিলোমিটারের মধ্যে জে সব বাড়িগুলো পর্বে তাদের আর ডেলিভারি Charge দিতে হবে না। এই সিদ্ধান্তের ফলে গ্যাস এজেন্সি গুলোর গ্রাহকদের কাছে LPG Gas Delivery Charge হিসেবে যে টাকা চাওয়ার বাজে অভ্যেস আছে তা বন্ধ হবে আশা করা যাচ্ছে।
এই নিয়ম অনুযায়ী, 5 থেকে 10 কিলোমিটার দুরত্বের মধ্যে ডেলিভারির (LPG Gas Delivery) জন্য গ্রাহকদের 20 টাকা, 10 -15 কিলোমিটার দূরত্বের জন্য 35 টাকা, 15-20 কিলোমিটারের জন্য 45 টাকা এবং 20 কিলোমিটারের বেশি দূরত্বে গ্যাস ডেলিভারির (LPG Gas Delivery) জন্য গ্রাহকদের 60 টাকা করে ডেলিভারি চার্জ দিতে হয়। যদি কোন গ্যাস এজেন্সি এর থেকে বেশি টাকা চায় তাহলে তারা গ্যাস এজেন্সির বিরুদ্ধে তালুক সাপ্লাই অফিসে অভিযোগ জানাতে পারেন।
এর সাথে গ্যাস সিলিন্ডারের ওজন সম্মন্ধে যদি কোনো অসুবিধা থাকে তাহলে সরবরাহকারীকে গ্রাহকের অনুরোধে এটি ওজন করে দেখিয়ে দিতে হবে। সম্প্রতি আবাসিক সমিতি এবং ভোক্তা সংস্থার প্রতিনিধিরা গ্যাস ডেলিভারি (LPG Gas Delivery) ও গ্যাস এর ওজন নিয়ে অভিযোগ তুলেছেন। এই অভিযোগ আসার পরই খাদ্য ও নাগরিক সরবরাহ মন্ত্রী জি আর অনিল গত বছরের বিধানসভা অধিবেসনে বলেছেন।
কোনও গ্রাহককে ডেলিভারি (LPG Gas Delivery) ব্যক্তিকে অতিরিক্ত কোন টাকা দেওয়ার দরকার নেই যদি এজেন্সির দূরত্ব গ্রাহকের বাড়ি থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে থাকে। তবে এজেন্সি গুলো এখনও গ্রাহকদের কাছ থেকে টাকা আদায় করে থাকে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এই বিষয়ে কেরলের কোঝিকোড়ের জেলা কালেক্টর স্নেহিল কুমার সিং আইএএস কালেক্টরেট কনফারেন্স হলে অনুষ্ঠিত এলপিজি উন্মুক্ত ফোরামে দায়ের করা অভিযোগ গুলি বিবেচনা করে বলেন।
কোন দূরত্বের জন্য কত টাকা ডেলিভারি চার্জ (LPG Gas Delivery) দিতে হবে গ্রাহকদের। তিনি আর নির্দেশ দেন যদি কোনো এজেন্সি স্ট্যান্ডার্ড রেট এর থেকে বেশি টাকা Charge করে তাহলে এই এজেন্সির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তাই এবার গ্যাস এজেন্সি গুলো সাবধান হয়ে যান। কিন্তু এই নিয়ম এখনো পর্যন্ত কেরল (Kerala) রাজ্যের জন্য। বাকি সকল রাজ্যে এই নিয়ে কোন ধরণের সিদ্ধান্ত নেওয়া হয়নি।
Written by Ananya Chakraborty.
রান্নার গ্যাসের ভর্তুকি কোন মাসে কত টাকা পাচ্ছেন? আদৌ পাচ্ছেন তো? এক