চাকরি

Dearness Allowance – রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA নিয়ে বড় খবর।

আন্দোলনকারীরা বকেয়া মহার্ঘ ভাতার (Dearness Allowance) দাবিতে আন্দোলন করছেন। আর অপর দিকে এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee) ধর্নাতে বসেছেন কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী ওই দিন ধর্না মঞ্চ থেকে মহার্ঘ ভাতা নিয়ে আবার মুখ খুললেন। তিনি ধর্না মঞ্চ থেকে বলেন, সরকারি কর্মচারিদের বছরে 4 শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হয়। গত 2রা ফেব্রুয়ারি শুক্রবারে রেড রোডে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী।

West Bengal Dearness Allowance News.

দুপুরে রেড রোডে আম্বেদকরের মূর্তির সামনে তৃণমূল সুপ্রিমো ধর্নায় বসেন। 48 ঘন্টার জন্য ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী শনিবার এই ধর্না কর্মসূচি শেষ হয়। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধেই এই ধর্না কর্মসূচি ছিল। মুখ্যমন্ত্রী ওইদিনের মঞ্চ থেকে Dearness Allowance নিয়ে বলেন যে, ‘সরকরি কর্মচারিদের (Government Employees) বছরে 4 শতাংশ করে DA দেওয়া হয়। পঞ্চম বেতন কমিশন (5Th Pay Commission) তৈরি করেছি আলাদা করে সেই টাকাও পায়।

বাংলা একমাত্র রাজ্য যেখানে স্বাস্থ্য স্কিমে (Health Scheme) সরকরি কর্মচারীরা ফ্রিতে চিকিৎসা (Free Treatment) পায়। আর বাংলাই একমাত্র রাজ্য যেখানে সরকারি কর্মীদের পেনশন (Pension) দেওয়া হয়, সেই নিয়ে কেউ কিছু বলে না। সরকারি কর্মীদের Dearness Allowance প্রসঙ্গ ছাড়া আজ ধর্না মঞ্চ থেকে একযোগে BJP, Congress ও CPIM কে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি নাম না করে রাহুল গান্ধীকে (Rahul Gandhi) নিশানা করেন।

E Shram Card (ই শ্রম কার্ড)

মুখ্যমন্ত্রীর সেদিনের বক্তব্য নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ বলেন, ‘আমাদের কাছে পরিসংখ্যান রাখা আছে দরকারে ওনার কাছে গিয়ে দিয়ে আসব আমরা। ভারতের অন্তত 15 টা রাজ্যে 46 শতাংশ হারে মহার্ঘ ভাতা দেয়। পশ্চিমবঙ্গই একটি মাত্র রাজ্য যেখানে 10 শতাংশ মহার্ঘ ভাতা (Dearness Allowance) দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মুখ খুললেই মিথ্যাচার করেন। এটাই এখন স্বাভাবিক হয়ে গিয়েছে।

3000 টাকা পাবেন প্রতিমাসে। মোদী সরকারের বড় সিদ্ধান্ত বাজেটের আগেই।

আমরা যে দাবীটা করছি তাতে ওনার যদি আপত্তি থাকে তাহলে আমাদের সামনাসামনি এসে বলুন না যে আমরা সব মিটিয়ে দিয়েছি, অর কিছু বাকি নেই। একজন দ্বায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী যখন মিথ্যাচারের সীমাতে থাকেন তখন তার অবস্থা যেমন হয়, তেমন অবস্থা মুখ্যমন্ত্রীর। আর এই Dearness Allowance নিয়ে এখনো পর্যন্ত রাজ্য সরকার এবং কর্মীদের মধ্যে উত্তাপ চরমে রয়েছে। এবারে দেখার অপেক্ষা যে আগামীদিনে এই নিয়ে কি হতে চলেছে।Written by Ananya Chakraborty.

আধার কার্ড গ্রাহকদের এই কাজটি না করলে, ব্যাংক একাউন্টে সমস্যা হবে। ফেব্রুয়ারির মধ্যে করে নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *