ছুটি

Govt Holiday – পশ্চিমবঙ্গে নতুন ছুটি ঘোষণা। নবান্নের বিজ্ঞপ্তি প্রকাশ। কারা কারা এই ছুটি পাবেন?

পশ্চিমবঙ্গের সরকারি ছুটি বা Govt Holiday নিয়ে ফের এক দারুণ সুখবর পাওয়া গেল রাজ্য সরকারের তরফে। বিগত বছরের পুজোর মরশুমে টানা ছুটি ছিল রাজ্যের সকল সরকারি স্কুল এবং অফিস গুলিতে। অনেক অতিরিক্ত ছুটিও দেওয়া হয়েছিল। আর এই বছরের শুরুর পর্বে আবার টানা দুই দিন ছুটি (Govt Holiday). এমনিতেই সাড়া ফেব্রুয়ারি মাস জুড়েই স্কুল কলেজ বন্ধ থাকছে তার মধ্যেও ছুটি থাকছে টানা দুই দিন।

West Bengal Govt Holiday 2024.

কবে কবে ছুটি (Govt Holiday) থাকছে এবং কারা পাবে এই ছুটি চলুন দেখে নিন। এই দিকে আবার নতুন বছর শুরু হতেই ছুটি আছে অনেক। ফেব্রুয়ারি মাস জুড়ে ছুটি থাকছে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলো। টানা দুই দিন ছুটি থাকবে। শুধু ফেব্রুয়ারি মাস নয় মার্চ মাসেও থাকছে ছুটি (Holiday 2024) টানা দুই দিন। মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) ছুটির তালিকা (Holiday List 2024) অনুযায়ী 2024 শিক্ষাবর্ষে মোট 65 দিন ছুটি পাবেন স্কুল শিক্ষক থেকে পড়ুয়ারা।

তবে শুধুমাত্র মধ্যশিক্ষা পর্ষদের আওতাধীন স্কুল গুলিই এই ছুটি পাবে। এই 65 দিন ছুটির মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে সরস্বতী পুজোয় ছুটি (Govt Holiday). সেখানেই দেখা যাচ্ছে টানা দুদিন ছুটি থাকছে সরস্বতী পুজোয় (Saraswati Puja Holiday). পাশাপাশি দোল যাত্রাতেও দুদিন ছুটি থাকছে। এমনিতেই সারা ফেব্রুয়ারি মাস জুড়ে থাকছে দুইটি বোর্ড পরীক্ষা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং এই দুই পরীক্ষার মাঝে পড়েছে সরস্বতী পুজো।

এই দুই বোর্ড পরীক্ষার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল গুলোতে সারা ফেব্রুয়ারি মাস জুড়ে থাকছে ছুটি (Govt Holiday) আর এই ছুটির উপরে থাকছে সরস্বতী পুজোর ছুটি। এই বছর সরস্বতী পুজো পড়েছে 14ই ফেব্রুয়ারি। ঐ দিন এমনিতেই ছুটি থাকছে শিক্ষা প্রতিষ্ঠান গুলো। তবে দেখা যাচ্ছে 14ই ফেব্রুয়ারি এর পাশাপাশি 13ই ফেব্রুয়ারি ও ছুটি থাকছে শিক্ষা প্রতিষ্ঠান গুলো।

সরস্বতী পুজোর মত দোলযাত্রাতেও দুই দিন ছুটি (Govt Holiday) থাকছে। দোলযাত্রা এবার পড়েছে 25শে মার্চ। 25শে মার্চ সোমবার তার আগে রবিবার এমনিতেই ছুটি। এরপর 25 শে মার্চ সোমবার এবং 26শে মার্চ মঙ্গলবার হোলি উপলক্ষে পরপর দুদিন ছুটি থাকবে শিক্ষা প্রতিষ্ঠান। ওদিকে 2024 সালের এই 65 দিনের মধ্যে 25 দিন রয়েছে পুজোর ছুটি। গরমের ছুটি (Summer Vacation 2024) থাকছে 10 দিন।

Free Smartphone (পশ্চিমবঙ্গে বিনামূল্যে স্মার্টফোন)

Durga Puja 2024 Govt Holiday In West Bengal

মহালয়া – 2রা অক্টোবর (বুধবার)।
দুর্গাপুজো সপ্তমী – 10ই অক্টোবর (বৃহস্পতিবার)।
দুর্গাপুজো অষ্টমী – ও নবমী 11ই অক্টোবর (শুক্রবার)।
দুর্গাপুজো দশমী – 12ই অক্টোবর (শনিবার)।
লক্ষ্মীপুজো 16ই – অক্টোবর (বুধবার)।
কালীপুজো 31শে – অক্টোবর (বৃহস্পতিবার)।

এবারের বাজেটে নতুন প্রকল্পের উদ্বোধন, প্রতিমাসে 10 থেকে 15 হাজার টাকা পাবেন? কারা পাবেন? কিভাবে পাবেন?

আর এই সরস্বতী পুজোয় ছুটি শুধুমাত্র রাজ্যের সকল সরকারি স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে থাকতে চলেছে। এছাড়া সকল সরকারি অফিস বা অন্যান্য প্রতিষ্ঠান গুলো প্রতিদিনের মত খোলাই থাকবে। কিন্তু এতদিন খালি পুজোর দিন ছুটি থাকত আর এই বছরে টানা দুই দিনের জন্য পর পর ছুটি (Govt Holiday) দেওয়া হয়েছে। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Ananya Chakraborty.

প্রত্যেক বেকার ছেলে মেয়েদের একাউন্টে 3000 টাকা দিচ্ছে মোদী সরকার। আজই এই কার্ড করে নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *