টেলিকম

Reliance JIO – বছরের শুরুতেই Jio ও Airtel এর বড় ঘোষণা। নতুন পুরনো সব গ্রাহকদের জন্য।

ভারতের বৃহত্ত্ব টেলিকম সংস্থা গুলোর মধ্যে সবচেয়ে উপরে আছে রিলায়েন্স জিও (Reliance JIO). তারপরে আসবে এয়ারটেল (Bharti Airtel). তারপরে আসছে VI আর BSNL. তবে শেষের দুটোর মধ্যে VI এর বাজার দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। VI তাদের গ্রাহক সংখ্যা বৃদ্ধিতে পিছিয়ে পড়েছে। গ্রাহক সংখ্যা বৃদ্ধিতে সবথেকে বেশি এগিয়ে আছে Reliance JIO. 2023 সালের অক্টোবরে 31.59 লক্ষ মোবাইল ব্যবহারকারী যুক্ত হয়েছে।

Reliance JIO Airtel New Subscriber Increase.

আর ভারতী এয়ারটেল এর গ্রাহক সংখ্যা বেড়েছে 3.52 লক্ষ। কিন্তু এই দুই সংস্থার পাশে VI তাদের গ্রাহক হারিয়েছে অনেক। টেলিকম সংস্থা গুলো তাদের পুরনো গ্রাহকদের ধরে রাখতে এবং নতুন গ্রাহকদের কাছে টানতে নানা ধরনের পরিকল্পনা নিয়ে থাকে। যেমন ধরুন দারুন দারুন অফার ও আকর্ষণীয় কৌশল অবলম্বন করে থাকে। আর তাদের সারা মাসের অক্লান্ত পরিশ্রমের পর TRAI প্রতিটি টেলিকম সংস্থা গুলোর গ্রাহক হ্রাস বৃদ্ধির সংখ্যা প্রকাশ করে তারা (Reliance JIO).

সম্প্রতি TRAI (Telecom Regulatory Authority Of India) তাদের মাসিক রিপোর্ট শেয়ার করেছে। সেই রিপোর্ট অনুসারে জানা যাচ্ছে ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা Reliance JIO 2023 সালে অক্টোবর মাসে 31.59 লক্ষ গ্রাহক যুক্ত হয়েছে। আর এয়ারটেল এর 3.52 লক্ষ নতুন গ্রাহক যুক্ত হয়েছে। কিন্তু অপর দিকে ভারতের অন্যতম টেলিকম সংস্থা VI ক্ষতির সম্মুখীন হয়েছে। গত অক্টোবরে সংস্থাটি 20.44 লক্ষ গ্রাহক হারিয়েছে।

Airtel Offer (এয়ারটেল অফার)

Reliance JIO ও AIRTEL এর গ্রাহক সংখ্যা

Jio এর সাথে নতুন 31.59 লক্ষ ব্যবহারকারী যুক্ত হয়েছে। সেপ্টেম্বরে ওয়্যারলেস গ্রাহক সংখ্যা 44.92 কোটি থেকে বেড়ে 45.22 কোটি হয়েছে। আর অক্টোবর মাসে সুনীল মিত্তলের (Sunil Mittal) নেতৃত্বাধীন Airtel এর ওয়্যারলেস গ্রাহক সংখ্যা 3.52 লক্ষ থেকে বেড়ে 37.81 কোটিতে পৌঁছেছে। আর এই কারণের জন্য নতুন পুরনো সব গ্রাহকদের এই সম্পর্কে জেনে নিতে হবে।

জিওর সবচেয়ে সস্তার রিচার্জ প্ল্যান, Airtel ও VI ধারে কাছে নেই।

VI এর গ্রাহক সংখ্যা কমেছে

TRAI এর রিপোর্ট অনুসারে ভোডাফোন আইডিয়ার গ্রাহক সংখ্যা অক্টোবর মাসে অনেক কমেছে । তাদের ওয়্যারলেস ব্যবহারকারীর সংখ্যা কমে 22.54 কোটিতে এসে পৌঁছেছে। কিন্তু Reliance JIO এবং এয়ারটেল আগামী দিনে নিজেদের গ্রাহক সংখ্যা আরও বৃদ্ধি করার জন্য অনেক নতুন অফারের (Recharge Offer) ঘোষণা করতে চলেছে বলে মনে করছে অনেকে।
Written by Ananya Chakraborty.

এয়ারটেল গ্রাহকদের মাথায় হাত। সমস্ত রিচার্জ প্ল্যানের দাম বেড়ে গেল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *