চাকরি

Govt Employees – সরকারি কর্মীদের ভাতা ফেরত দিতে হবে! সরকারের সিদ্ধান্তে সায় দিল আদালত

সরকারি কর্মচারীদের (Govt Employees) জন্য এক খুবই জরুরি খবর। এবারে কর্মীদের ভাতার টাকা ফেরত দেওয়ার জন্য চিঠি পাঠাল রাজ্য সরকার। সরকারের পক্ষ থেকে কর্মচারীদের বেতন ছাড়াও আরও অনেক ধরণের ভাতা (HRA Allowance) দেওয়া হয়ে থাকে তাদের সুবিধার জন্য। আর এই সকল ভাতার মধ্যে Dearness Allowance ও HRA (House Rent Allowance) অন্যতম।

One Govt Employees of Jammu & Kashmir State Will Pay Back Their HRA Allowance.

রাজ্য ও কেন্দ্র সরকারের সরকারি কর্মীরা (Govt Employees) মহার্ঘ ভাতা থেকে শুরু করে বিভিন্ন ভাতা পেয়ে থাকেন। তবে এই ধরনের ভাতা দেওয়ার পর আবার সেই ভাতা ফেরত দেওয়ার জন্য চিঠি দেওয়া হতে পারে তা অধিকাংশ সরকারি কর্মীদের কাছেই অবিশাস্য। কিন্তু এবার এমই ঘটনা ঘটলো জম্মু ও কাশ্মীর রাজ্যের সরকারি কর্মীর সাথে।

সরকারের তরফ থেকে এক সরকারি কর্মীকে (Govt Employees) তার HRA বা হাউজ রেন্ট অ্যালাওয়েন্স বাবদ টাকা ফেরত দেওয়ার চিঠি পাঠন হয়েছে। স্বভাবতই ওই সরকারি কর্মী বেতন দিতে রাজি হয়নি। তাই আদালতের দ্বারস্থ হয়। কিন্তু আদালত ও সরকারের পক্ষে রায় দিয়েছে এবং ওই সরকারি কর্মীকে ভাতা (HRA Allowance) ফেরত দিতে বলা হয়েছে।

ওই সরকারি কর্মী (Govt Employees) HRA বাবদ যে টাকা পেয়েছিল সেই টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল জম্মু-কাশ্মীর সিভিল সার্ভিসেস বিধি 1992 অনুযায়ী। এক্ষেত্রে ওই কর্মী মোট 3 লক্ষ 96 হাজার 814 টাকা HRA বাবদ দাবি করে সুপ্রিম কোর্টের কাছে দ্বারস্থ হয় । কিন্তু আদালত তা ঠিক নয় বলে জানিয়েছে এবং ওই কর্মীকে (Govt Employees) টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

SSY Scheme (সুকন্যা সমৃদ্ধি যোজনা)

এমনটা কর্মীদের DA এবং বাকি সব ভাতা প্রাপ্য তাহলে কেন করা হল? আসলে ওই সরকারি কর্মচারীর HRA বাবদ যে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, তার বাবাও একজন সরকারি কর্মী ছিলেন। তিনি 2014 সালের 19শে এপ্রিল অবসর গ্রহণ করেন। তিনি পুলিশ এর DSP পদে নিযুক্ত ছিলেন। চাকরি চলাকালীন তিনি HRA পেতেন। আর অবসর গ্রহণের পরও তিনি HRA পান।

স্টেট ব্যাংকে FD করা থাকলে নিশ্চিন্ত! গ্রাহকদের চিন্তার অবসান

এক্ষেত্রে আবার তার সন্তান সরকারি কর্মী হওয়ায় HRA পাচ্ছেন। কিন্তু অবসরপ্রাপ্ত সরকারি কর্মী ও তার ছেলে একই আবাসনে থাকেন। তাই সেই কারনে নিয়ম অনুযায়ী দুই জন HRA পেতে পারেন না। এই জন্যই সরকারের তরফ থেকে ওই কর্মীর কাছ থেকে HRA বাবদ টাকা ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে (Govt Employees). আর এই টাকা ফেরত দেওয়ার খবে শুধুমাত্র জম্মু কাশ্মীর রাজ্যের ১ জন সরকারি কর্মীর। এই রকম আরও কেউ ধরা পড়লে তাদের ক্ষেত্রে এমনটাই হবে বলে মনে করছেন অনেকে।
Written by Ananya Chakraborty.

ভোট মিটলেই নতুন Pay Commission গঠন হবে! সরকারি কর্মীদের জন্য বিরাট ঘোষণা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *