Gold Rate – পশ্চিমবঙ্গে আজকে সোনার দাম কত? বিয়ের মরশুমে এত কমে আর পাবেন না।
সোনার দাম (Gold Rate) কেমন আজকে? নিশ্চই জানতে চাইছেন? কারন আর কয়েক দিন পরই মাঘ মাস বিয়ের মাস পরবে তাই অনেকেই আগে থেকেই সোনা কিনে রাখতে চায়। এর জন্যে সোনার দাম কবে কমছে কবে বাড়ছে তা জানতে সবাই চায়। এমনিতেই সোনার দাম প্রতিদিনই পরিবর্তন হচ্ছে। সোনার দাম এমন পরিবর্তনের অনেক কারন আছে।
Gold Rate Today In Kolkata.
ভারতীয় মূল্য, ডলারের মূল্য (USD), বিশ্ববাজারে সোনার চাহিদা, দেশীয় বাজারে সোনার চাহিদা (Gold Rate) এসবের উপরে নির্ভর করে সোনার দাম বারে কমে। আবার দেশের সব রাজ্যের কর আলাদা তার জন্যে দামের পার্থক্য থাকে। চলুন আজ জেনে নিন সোনা রুপোর দাম কেমন থাকবে। আর এই বিয়ের মরশুম আসার আগে সকলের উচিত যে এই গয়না কিনে রাখা।
আজ 13ই জানুয়ারি শনিবার সোনার দাম (Gold Rate) 10 গ্রাম 24 ক্যারেট (24 Carat Gold) পাকা সোনার বাটের দাম 62950 টাকা। 1 গ্রামের দাম 6295 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট খুচরা পাকা সোনার দাম 63000 টাকা। 1 গ্রামের দাম 6300 টাকা। 10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার (22 Carat Hallmark Gold) গহনার দাম 59900 টাকা। 1 গ্রামের দাম 5990 টাকা।
আজ 13ই জানুয়ারি শনিবার রূপার দাম (Silver Price) 1 কেজি রুপোর বাটের দাম 76000 টাকা। 1 কেজি খুচরা রুপোর দাম 71900 টাকা। গতকাল 12ই জানুয়ারি শুক্রবার সোনার দাম (Gold Rate) 10 গ্রাম 24 ক্যারেট পাকা সোনার বাটের দাম 62700 টাকা। 1 গ্রামের দাম 6270 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট খুচরা পাকা সোনার দাম (Gold Rate) 63000 টাকা। 1 গ্রামের দাম 6300 টাকা। 10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার গহনার দাম 59900 টাকা। 1 গ্রামের দাম 5990 টাকা।
লটারিতে টাকা জেতার সঠিক উপায়। কোটিপতি হতে চাইলে একবার দেখুন।
গতকালে রুপোর দাম (Silver Price) 1 কেজি রুপোর বাটের দাম 71800 টাকা। 1 কেজি খুচরা রুপোর দাম 71900 টাকা। গতকাল সোনার দাম (Gold Rate) 150 টাকা কমেছিল আর রুপোর দাম 100 টাকা বেড়েছিল। আজ সোনা ও রুপোর দাম অপরিবর্তিত আছে। আর আপনারা এই সুযোগকে কোনভাবেই হাত ছাড়া করবেন না। আর এই কারণের জন্য আপনারা গয়না তৈরির অর্ডার দেবেন।
Written by Ananya Chakraborty.
এলআইসির দুর্দান্ত 4 টি নতুন প্ল্যান! বিনিয়োগে মাত্রই মিলবে একাধিক সুবিধা।