UIDAI Aadhaar Card – আধার কার্ডের একটি নিয়মে বড় পরিবর্তন। সকলকেই মানতে হবে!!
UIDAI Aadhaar Card এর নিয়মে বড় পরিবর্তন। আধার কার্ড আপডেটকে কাজে লাগিয়ে বহু দুর্নীতি শুরু হয়েছে। তাই এই দুর্নীতি ও অনিয়ম বন্ধ করতে UIDAI তৎপর হয়ে উঠেছে। UIDAI কর্তৃপক্ষ জানিয়েছে জন্ম তারিখের নথি হিসেবে আধার কার্ড ব্যবহার নিষিদ্ধ। 1লা ডিসেম্বর থেকে এই নিয়ম চালু হয়ে গিয়েছে। এখন আর কোন কাজের ক্ষেত্রে যদি বয়সের প্রমান পত্র চাওয়া হয় তাহলে সেখানে আর আধার কার্ড ব্যবহার করা যাবে না। কিন্তু এর ফলে অসুবিধায় পড়েছেন অনেক মানুষ।
UIDAI Aadhaar Card Date Of Birth Rule.
আমরা সবাই জানি আধার কার্ডে ডেথ অফ বার্থ দেওয়া থাকে। আর আধার কার্ড চালু হওয়ার পর কেন্দ্র জানায় এটাই ভারতীয় নাগরিকদের প্রধান পরিচয় পত্র। জন্ম তারিখ, লিঙ্গ, নাম, ঠিকানা, বায়োমেট্রিক ডেটার প্রমান হিসেবে সব জায়গায় UIDAI Aadhaar Card ব্যবহার করা হয়। এর ফলে সব প্রমাণের জন্য আলাদা আলাদা নথি জমা করার ঝামেলা ছিল না একটি নথিতেই সব কাজ হয়ে যাচ্ছিল। এতে অনেক সুবিধা হয়েছিল মানুষদের।
ছেলে মেয়েদের স্কুল কলেজে ভর্তি থেকে শুরু করে পেনশন সব জায়গায় বয়সের প্রমাণের নথি হিসেবে বার্থ সার্টিফিকেট এর জায়গায় UIDAI Aadhaar Card ব্যবহার চালু হয়েছিল। কিন্তু অনেক মানুষ এই বয়সের প্রমান হিসেবে আধার কার্ড নিয়ে দুর্নীতি করতে শুরু করে দিয়েছে। UIDAI Aadhaar Card কে কাজে লাগিয়ে অনেক অনিয়ম ও দুর্নীতি শুরু হয়ে গিয়েছে। আধার কার্ড আপডেট কে কাজে লাগিয়ে অনেকেই জন্ম তারিখ বদলে ফেলছে।
আর এই পরিবর্তিত জন্ম তারিখ সমন্বিত আধার কার্ড ডাউনলোড (UIDAI Aadhaar Card Download) করে বহু ক্ষেত্রে পেনশন কর্তৃপক্ষকে বিভ্রান্ত করার অভিযোগ উঠেছে। এছাড়াও অনেক জায়গায় পড়ুয়াদের জন্ম তারিখ নির্ধারণের ক্ষেত্রেও সমস্যা দেখা দিচ্ছিল। অনেকে স্কুলে ভর্তির ক্ষেত্রে কিম্বা বাচ্চার বয়স হওয়ার আগে রেশন পাওয়ার ক্ষেত্রেও অনেকে জন্ম সাল বাড়িয়ে দিচ্ছে এর ফলে অনেক অসুবিধা হচ্ছে।
এই নিয়ে অনেক বার সতর্কবার্তা জারি করেছে UIDAI কিন্তু তাতে কোনো লাভ হয়নি। এতে একটা বিষয় পরিষ্কার হয়ে যায়, দেশের নাগরিকদের একাংশ আধার কার্ড আপডেটের সুযোগকে কাজে লাগিয়ে জন্ম তারিখ নিয়ে কার্যত জালিয়াতি শুরু করেছেন। তাই এবার এই বড় পদক্ষেপ নিল UIDAI. তারা জানিয়েছে, যে সকল জায়গায় ডেট অফ বার্থ বা জন্ম তারিখের প্রয়োজন হবে সেখানে UIDAI Aadhaar Card সঙ্গে অবশ্যই বার্থ সার্টিফিকেট (Birth Certificate) জমা দিতে হবে।
আর তা না করলে বিষয়টি বৈধ বলে ধরা হবে না। কিন্তু এতে যেমন জালিয়াতি ঠেকানো যাবে আবার আর একদিকে সমস্যার ও সৃষ্টি হয়েছে। বহু বয়স্ক মানুষ আছে যাদের বার্থ সার্টিফিকেট নেই। তাদের কাছে UIDAI Aadhaar Card উল্লেখ করা তারিখ ই একমাত্র জন্ম তারিখের প্রমান। এর নতুন নিয়মের ফলে তারা কিভাবে পেনশন পাবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এখান দেখা যাক এই বিষয় নিয়ে UIDAI কি পদক্ষেপ নেয়।
Written by Ananya Chakraborty.
জনগনের সুবিধার্থে MyScheme Portal চালু করলো সরকার। কোন সরকারী প্রকল্পটি আপনার জন্য এক