Mamata Banerjee – নতুন বছরে সরকারি কর্মীদের সঙ্গে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী। 4% DA ঘোষণার পরই নতুন সিদ্ধান্ত।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) বছরের শুরুতেই কল্পতরু হয়ে উঠলেন রাজ্যে সরকারি কর্মীদের (WB Government Employees) কাছে। 2024 সাল শুরু হয়ে গেছে আজ 3 তারিখ। সাধারন মানুষ থেকে শুরু করে সরকারি কর্মকর্তা সবাই কাজে লেগে পড়েছেন। নতুন বছর ভুলে গিয়ে নতুন প্রতিশ্রুতি নিয়ে সবাই নিজের নিজের কাজে মনোযোগ দিয়ে শুরু করেছেন।
West Bengal CM Mamata Banerjee News.
নতুন বছর পড়তেই নবান্নে (Nabanna) ও জেলাশাসকদের একটি বৈঠক হয়ে গেল। জানুয়ারির 1 তারিখে বৈঠক হয়েছে নবান্নে। রাজ্যের সব জেলাশাসকের সঙ্গে নতুন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্রসচিব এর। সেদিন উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল। সেদিন এর বৈঠকে রাজ্যের বর্তমান পরিস্থিতি ও আইন শৃঙ্খলা নিয়ে বৈঠকে বসেন স্বরাষ্ট্রসচিব ও মুখ্যসচিব।। এবার দেখে নিন সেদিনের বৈঠকে কি কি নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের (Mamata Banerjee).
একজন পুলিশ সুপারের হতে অনেক দায়িত্ব থাকে। অপরাধ দমন, নিজের জেলার আইন শৃঙ্খলা বজায় রাখা আরও অনেক কাজ। তবে এবার রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব নন্দিনি চক্রবর্তী দায়িত্বভার নিয়ে স্পষ্ট করে জানিয়ে দেয়, এবার থেকে জেলার আইনশৃঙ্খলা এর উপরে জেলাশাসকদের ও নজর থাকবে। বছরের প্রথম দিনই ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এমনটাই জানালেন স্বরাষ্ট্রসচিব (Mamata Banerjee).
ঐদিনের বৈঠকে বিভিন্ন উন্নয়নের কাজ দ্রুত শেষ করার জন্যে DM দের নির্দেশ দেন রাজ্যের নতুন মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা। ঐদিন বৈঠকে জেলাশাসকদের সতর্ক করে স্বরাষ্ট্র সচিব বলেন, আইন শৃঙ্খলা রক্ষার বিষয়টি নিশ্চই পুলিশ সুপাররা (Police Super) দেখবেন। এছাড়াও আপনারাও প্রতিনিয়ত SP দের সঙ্গে সম্বন্বয় রেখে কাজ করবেন। জেলার কোথাও যাতে আইনশৃঙ্খলার অবনতি না ঘটে সেটা আপনাদের ভালো মত নজর রাখতে হবে (Mamata Banerjee).
প্রশাসনে অভিজ্ঞদের অনেকে বলছেন, জেলা শাসকরা আইনশৃঙ্খলা রক্ষা করবে এটা নতুন কিছু নয়। এটা তাদের দায়িত্বের মধ্যেই পরে। কিন্তু বেশ কিছু কাল যাবত দেখা যাচ্ছে এনা দের কিছু অংশ কেবল উন্নয়ন ও প্রসাশনিক দায়িত্ব সামলাচ্ছেন। কিন্তু সার্বিকভাবে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব জেলাশাসকদের এটাই মনে করিয়ে দেন স্বরাষ্ট্রসচিব। তিনি সাবেকি ঘরানায় ফেরাতে চাইছেন এসব। স্বরাষ্ট্রসচিব এর এমন নির্দেশে গুঞ্জন ছড়িয়েছে সারা মহল জুড়ে (Mamata Banerjee).
নবান্নের এক শীর্ষ আমলার বলেন, ‘স্বরাষ্ট্রসচিব যে ভাবে জেলার আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব জেলাশাসকদের উপর দিলেন, তাতে IPS অফিসাররা মনোক্ষুণ্ণ হতে পারেন। অনেকের মনে হতে পারে, এখন থেকে হয়তো DM দের দিয়ে SP দের উপর নজরদারি চালানো হবে। তাতে জেলার DM এবং SP র মধ্যে ঠান্ডা লড়াই বাধতে পারে। ঐ বৈঠকে মুখ্যসচিব গোপালিকা বলেন।
পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বিরাট ঘোষণা। খুশিতে আত্মহারা লাখ লাখ সরকারি কর্মচারী।
জেলা গুলোতে যে সব উন্নয়ন মুলক কাজ চলছে সে গুলো তাড়াতাড়ি শেষ করতে হবে। চাইলে জেলাশাসকরাও নিজেরাই উন্নয়নের পরিকল্পনা করতে পারেন। আর এই সব কিছু যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির (Mamata Banerjee) নির্দেশেই হয়েছে সেই নিয়ে নিশ্চিত সকলে। কিন্তু এখনই সরকারি কর্মীদের বকেয়া DA নিয়ে কোন ধরণের আলোচনা বা সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানতে পাওয়া যাচ্ছে।
Written by Ananya Chakraborty.
নতুন বছরে সুদ বাড়লো। এই 6 টি ব্যাংকে টাকা রাখলে পাবেন 8% পর্যন্ত সর্বোচ্চ সুদ।