Dearness Allowance – বকেয়া DA নিয়ে বড় ধাক্কা রাজ্যের! এবার আন্দোলনকারীরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল।
Dearness Allowance আন্দোলন আরো তীব্র করছে আন্দলনকরীরা। গত শুক্রবার ছিল কেন্দ্রীয় হারে DA এর দাবিতে মিছিল আর তার পরই শনিবার থেকে আমরণ অনশনে বসেছেন 4 জন আন্দলোনকারী। সামনেই লোকসভা ভোট (Lok Sabha Election 2024) আর তার আগেই ক্রমশ আন্দলনের ঝাঁঝ বাড়িয়ে যাচ্ছে আন্দোলনকরীরা। শনিবার থেকে যে 4 জন আন্দোলনকরীরা অনশনে বসেছেন তাদের মধ্যে একজন অনশনকারী অনিরুদ্দ্ব ভট্টাচার্য বলেন।
West Bengal Dearness Allowance Hike News.
অবসরপ্রাপ্ত কর্মচারীদের মহার্ঘ রিলিফ ছাড়া, আর কোনও তারা বাজার দরে সাথে সংযোগ রেখে সংসার চালানো কষ্টকর হয়ে যাচ্ছে। আমাদের এই রিলিফটা বাড়লে রাজ্যের দৈনন্দিন মজুরিও বৃদ্ধি পায়, রাজ্যবাসীরও উন্নতি হয়।
গত বছর 27শে জানুয়ারি শহিদ মিনারের পাদদেশে শুরু হয় বকেয়া Dearness Allowance এর দাবিতে আন্দোলন। এক বছর পূরণ হতে চলল কিন্তু কোন সুরাহা হয়নি।
তাই শহিদ মিনারের (Shaheed Minar) পাদদেশে এখনো তারা আন্দলোণ চলিয়ে যাচ্ছে। বর্তমানে রাজ্যের মহার্ঘ ভাতার সাথে কেন্দ্রের মহার্ঘ ভাতার পার্থক্য অনেক 36%। কেন্দ্রীয় সরকরি কর্মীরা (Central Government Employees) DA পান 46%. আর রাজ্য সরকরি কর্মীরা Dearness Allowance পান 10% হারে। এই অনশনের পাশপাশি ধর্মঘটের ও ডাক দিয়েছে 29শে জানুয়ারি থেকে। এই সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান যে, “এখন রাজনীতি দেখার সময় নয়, পশ্চিমবঙ্গটা (West Bengal) ভাসতে বসেছে।
এটা শুধুমাত্র Dearness Allowance এর লড়াই নয়। যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারেন যে, তার কর্মচারীরা প্রতিবাদ করলে পরে তাঁদেরকে বরখাস্ত করা হবে, সেই রাজ্যে জরুরি অবস্থার থেকে কম কিছু হচ্ছে না। এই সব DA আন্দোলনকারীদের পাশে দাড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary). তিনি বলেছেন আমি সংগ্রামী যৌথ মঞ্চের অনশনে রাজ্যপালের হস্তক্ষেপ দাবী করছি।
মহিলাদের জন্য সর্বশ্রেষ্ঠ প্রকল্প শুরু। লক্ষ্মীর ভাণ্ডার পেলেও আবেদন করুন।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,”ওদের দাবি যুক্তি সঙ্গত। আমরণ অনশনে যাতে না যায় তার জন্য মুখ্যসচিব বা সরকার অবিলম্বে তাদেরকে ডেকে আলোচনা করে আশ্বাস দিক। কথাবার্তা বলুক। আমি রাজ্যের মুখ্যসচিবকে আবেদন করব। রাজ্যের গভর্নরকে বলব হস্তক্ষেপ করুন। আগামী ফেব্রুয়ারি মাসে Dearness Allowance নিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court Of India) শুনানিতে কি হয় সেই দিকে নজর সকলের।
Written by Ananya Chakraborty.