WB Finance Department – অর্থদফতরের তরফে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হল, নতুন সুবিধা পাওয়া যাবে।
পশ্চিমবঙ্গের অর্থদফতরের (WB Finance Department) তরফে এক নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে সকলকে। আর এই সিদ্ধান্তের জন্য সকলেই অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন। পশ্চিমবঙ্গ অর্থদফতর পেনশনার ও ফ্যামিলি পেনশনারদের জন্যে নিয়ে এলো সুখবর। এবার থেকে আর ব্যাংক এর লম্বা লাইনে দাঁড়াতে হবে না। বাড়িতে বসেই জমা দিতে পারবেন লাইফ সার্টিফিকেট। রাজ্য অর্থদফতর একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে সমস্ত পেনশনার ও ফ্যামিলি পেনশনারদের জন্যে।
WB Finance Department New Notification.
সেখানে বলা হয়েছে, এখন সমস্ত পেনশনার এবং ফ্যামিলি পেনশনাররা বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে ব্যাংকে লাইফ সার্টিফিকেট (Life Certificate) জমা দিতে পারবে। তাদের আর ব্যাংক বা ট্রেজারির লম্বা লাইনে দাঁড়াতে হবে না। এই ব্যাংক বা ট্রেজারির লম্বা লাইনে দাড়িয়ে থাকা বয়স্কদের পক্ষে বেশি অসুবিধা তাই বেশি করে তাদের জন্যে অর্থদফতর (WB Finance Department) এই সিদ্ধান্ত নিয়েছে। তাদের আর অসুবিধা হবে না।
বর্তমানে লাইফ সার্টিফিকেট জমা করতে গেলে দুটি পদ্ধতিতে নেওয়া হয়। প্রথমত, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক যাচাই করা পেনশনারের স্বাক্ষর সহ লাইফ সার্টিফিকেটের ফিজিক্যাল বা হার্ড কপি ট্রেজারি বা ব্যাংকে জমা দেওয়া। আর দ্বিতীয়ত, বায়োমেট্রিক ডিভাইসের মাধ্যমে জীবনপ্রমান পোর্টালে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়া। এই নথিপত্র দুইভাবে জমা দেওয়া হয় (WB Finance Department).
তবে এখন নতুন জারি হওয়া নিয়মে অনেকটা সুবিধা হয়েছে। নতুন জরি হওয়া নিয়মে WB Finance Department এর তরফে বলা হয়েছে যে, শুধুমাত্র মোবাইল ফোন ব্যবহার করে, তাতে ফেস অথেন্টিকেশনের মাধ্যমে লাইফ সার্টিফিকেট জমা করা যাবে। আর এর সাথে আগের দুইটি নিয়ম ও চালু থাকবে সেই পদ্ধতির মাধ্যমেও জমা করতে পারবেন লাইফ সার্টিফিকেট।
এর সঙ্গে যে সমস্ত পেনশনার বা ফ্যামিলি পেনশনাররা সঠিক সময়তে লাইফ সার্টিফিকেট জমা করতে পারেননি।যার ফলে তাদের পিপিও সাসপেন্ড হয়ে গিয়েছে তারাও এই পদ্ধতির মাধ্যমে লাইফ সার্টিফিকেট জমা করে পুনরায় পেনশন চালু করতে পারবেন। এর জন্য এই নির্দেশ 7ই সেপ্টেম্বর 2023 থেকে কার্যকর হয়েছে এবং চালু থাকা লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন 1 লা নভেম্বর 2023 তারিখ থেকে জানিয়েছে WB Finance Department.
WBCHSE HS Exam – উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জরুরি ঘোষণা। এই নথি ছাড়া পরীক্ষায় বসা যাবে না।
প্রতি বছর নভেম্বর মাসে লাইফ সার্টিফিকেট জমা করতে হয়। পরের বছর থেকে বাড়িতে বসেই জমা করতে পারবেন লাইফ সার্টিফিকেট। মোবাইলে ফেস অথেন্টিকেশনের মাধ্যমে জমা করতে পারবেন এটি। এই নতুন নিয়ম অর্থদফতর (WB Finance Department) জারি করার ফলে বেশি উপকৃত হয়েছেন বয়স্ক মানুষ গুলো। আর এই ঘোষণার ফলে খুশি হয়েছেন সকল পেনশনভোগীরা।
Written by Ananya Chakraborty.
WBBPE TET – প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার উপর স্থগিতাদেশ দিলো আদালত। কারো পৌষ মাস