চাকরি

Salary Increase – পশ্চিমবঙ্গের বকেয়া DA নিয়ে কর্মীদের পক্ষে বক্তব্য রাজ্যের মন্ত্রীর। এই মুহূর্তের বড় খবর।

মহার্ঘ ভাতা নিয়ে সরকারি কর্মী ও রাজ্যের মধ্যে ঝামেলা লেগেই আছে (Salary Increase). বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা পঞ্চম বেতন কমিশনের (5Th Pay Commission) আওতায় 10 শতাংশ হারে DA পাচ্ছে। কিন্তু তাতে খুশি নন অনেক কর্মচারী। তাদের মতে এই পরিমাণ DA ভিক্ষার দান!! দেশের বেশিরভাগ রাজ্য 46% হারে মহার্ঘ ভাতা দেয়, কিন্তু রাজ্য সরকার তা করছে না।

West Bengal DA Hike Salary Increase News.

এবার এই DA আন্দোলনকারীদের সাথে একমত হলেন রাজ্যের বর্ষীয়ান নেতা এবং মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।তিনি জানিয়েছেন, DA সব সরকারি কর্মীদের আধিকার। তিনি আরো বলেছেন, বর্তমানে জিনিসের দাম বাড়ছে ফলে খরচ বাড়ছে। তাই DA এর দাবীকে তিনি অস্বীকার করেন না এবং এই নিয়ে তার কোনো আপত্তিও নেই (Salary Increase). রবিবার খড়দহের রাজ্য পুর কর্মচারি ফেডারেশন একটি সভায় এসেছিলেন ট্রেড ইউনিয়ন নেতা এবং রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

সেখানে তিনি বলেন DA সরকারি কর্মীদের অধিকার অর্থাৎ তিনি DA আন্দোলনকারীদের দাবীকে সমর্থন করছেন। ওই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মন্ত্রী বলেন, ‘জিনিসের দাম বেড়ে গেছে, ওষুধের দাম বেড়ে গেছে, বেড়ে গিয়েছে ছেলে মেয়েদের পড়াশোনার খরচ। আরো ভালোভাবে বাঁচার জন্যে DA তো বাড়তেই হবে, আমি একজন মন্ত্রী। আমার কিছু বলার ক্ষেত্রে অনেক বাধ্যবাধকতা আছে (Salary Increase).

Dearness Allowance (পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ)

তা সত্ত্বেও আমি বলব আমার এতে আপত্তি নেই। এছাড়া আরো বলেন DA এর দাবীকে আমি অস্বীকার করি না। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় DA দেওয়ার ক্ষেত্রে বলেন তাঁর কাছে একজন সরকারি কর্মচারীর ডিএ বাড়ানোর (Salary Increase) থেকে যে গরিব মানুষটিকে 100 দিনের কাজ করে টাকা পাননি তাঁকে টাকা দেওয়া বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আক্ষেপের সুরে মন্ত্রীকে বলতে শোনা যায়, ‘আমি দীর্ঘকাল ধরে ট্রেড ইউনিয়ন করছি।

3000 টাকা দেবে মোদী সরকার। এই কার্ড বানালেই পাবেন। আবেদন শুরু হয়ে গেল।

আমার রক্তে ট্রেড ইউনিয়ন। আমি কি করে বলব DA আমার অধিকার নয়? নিশ্চিতভাবে এটা অধিকার। মন্ত্রীর এই বক্তব্যের জেরে বিরোধীরা বলেন, ‘মুখ্যমন্ত্রী এতদিন যা বলতে পারেননি তা শোভনদেব চট্টোপাধ্যায় শুধু মুখে বললেনই নয়, স্বীকারও করলেন। কিন্তু এই Salary Increase বা বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধি (DA Hike News) নিয়ে সরকারের তরফে কোন ধরণের সিদ্ধান্ত এখনো পর্যন্ত জানানো হয়নি।
Written by Ananya Chakraborty.

মাত্র 4 বছরে বিনিয়োগ হবে আট গুন। এই স্কীমে টাকা রাখলে ঝড়ের গতিতে টাকা বাড়বে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *