চাকরি

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি প্রকাশ

রাজ্য বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) নিয়ে আন্দোলন এখন থামেনি। রাজ্য 14% মহার্ঘ ভাতা দিচ্ছে কর্মীদের (West Bengal Government Employees Benefits) কিন্তু তাতেও মন গলেনি তাদের। উল্টে তারা তাদের আন্দোলনের ঝাঁজ আরো বাড়িয়েই যাচ্ছে। ঠিক এর মাঝেই রাজ্য সরকার (Government of West Bengal) সরকারি কর্মীদের জন্যে একটি সুখবর দিল। রাজ্য সরকারি কর্মীদের জন্যে চালু হওয়া স্বাস্থ্য বীমা (WBHS Scheme) নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর (WBFIN). এর জেরে চিন্তা অনেকটাই দূর হবে সরকারি কর্মীদের।

WBHS Scheme for West Bengal Government Employees.

গত বুধবার রাজ্য অর্থ দপ্তরের (West Bengal Finance Department) মেডিক্যাল সেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানান হয়েছে, পশ্চিমবঙ্গ হেলথ স্কীমে (West Bengal Health Scheme) আরো কয়েকটি হাসপাতালকে যুক্ত করা হয়েছে। এর ফলে সরকারি কর্মীরা উপকৃত হবে। স্বাস্থ্য দফতরের (Health & Family Welfare Department) জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ি স্বাস্থ্য স্কীমে যুক্ত হওয়া নতুন হাসপাতাল গুলো হল কলকাতা কিডনি ইন্সটিটিউট (কালিকাপুর)।

রাজ্য সরকারি কর্মীদের স্বাস্থ্য বীমা

তপোবন হাসপাতাল (দুর্গাপুর), টেকনো ইন্ডিয়া ডামা হেলথ কেয়ার সেন্টার (ইএম বাইপাস), আরামবাগ ডায়াগ্নস্টিক (আরামবাগ), SSG হাসপাতাল (বি টি রোড)। এছাড়া এএসজি হাসপাতাল (দেশপ্রাণ শাসমল রোড), হিমালয়ান আই ইনস্টিটিউট (শিলিগুড়ি), জ্যোতির্ময় আরোগ্য ভবন (চণ্ডীতলা, শ্রীরামপুর), মেডিট্রাস্ট ডায়াগ্নস্টিক (কাশিপুর রোড, দমদম) কেও এই স্বাস্থ্য প্রকল্পের (WBHS Scheme) আওতায় আনা হয়েছে।

সরকারি কর্মীদের জন্য অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি প্রকাশ

এই স্বাস্থ্য স্কীমের মাধ্যমে সরকারি কর্মী (Government Employees) ও পেনশনভোগীরা (Pensioneers) 2 লক্ষ টাকা পর্যন্ত তাদের এবং তাদের পরিবার 2 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস পরিষেবা পেতে পারেন। এই প্রকল্পের আওতায় কোনো কর্মীর যদি হাসপাতালের খরচ 2 লক্ষ টাকা পর্যন্ত হয় তাহলে সেই কর্মীদের হাসপাতালের বিল দিতে হয় না। তবে সেই হাসপাতালকে অবশ্যই স্বাস্থ্য প্রকল্পের এমপ্যানেলড হাসপাতাল হতে হবে।

Bhu-Aadhaar (ভূ আধার প্রকল্প শুরু)

পশ্চিমবঙ্গ সরকারের বড় ঘোষণা!

আর যদি কোনো সরকারি কর্মীর হাসপাতালের বিল 2 লক্ষ টাকার বেশি হয় তাহলে সেই বিল সরকারের কাছে জমা করলে রিইম্বার্সমেন্টের (WBHS Scheme Reimburshment) মাধ্যমে সেই টাকা ফেরত দেওয়া হয়। তবে বিগত সময়ে অনেকবার সরকারি কর্মীদের তরফ থেকে অভিযোগ এসেছে যে স্বাস্থ্য বিল পেশের পরেও টাকা পেতে অনেকটা দেরি হয়ে যায়। এই সমস্যারও সমাধান করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।

সবচেয়ে সস্তায় সোনা কোথায় পাবেন? বাজারের থেকে দাম অনেক কম

সূত্র থেকে খবর পাওয়া গিয়েছে এবার স্বাস্থ্য প্রকল্প পরিচালনার রাখা হবে একজন চিকিৎসককে। মেডিক্যাল শেলে এবার থেকে একজন ডাক্তার থাকবে। যার ফলে স্বাস্থ্য প্রকল্পের বিল পেশ এর পরেও টাকা পেতে যে দেরি হচ্ছিল তা এবার লাঘব হবে বলে মনে করা হচ্ছে। এই নিয়ে অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে খুশি হয়েছে সকল রাজ্য সরকারি কর্মীরা।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *