চাকরি

Dearness Allowance : বকেয়া DA মামলার শুনানি না হয়েও জিতল পশ্চিমবঙ্গ সরকার? সরকারি কর্মীরা ভাতা পাবেন না?

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) নিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court of India) শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু ফের একবারের জন্য এই শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। ফের আগামী বছরের ৭ ই জানুয়ারি এই শুনানি হওয়ার তারিখ ধার্য করা হয়েছে (Government of West Bengal) আর এর পরেই অনেকের মনে প্রশ্ন জাগছে যে তাহলে কি রাজ্য শুনানি নয়া হলেও জিতে গেল?

West Bengal Dearness Allowance Case in Supreme Court.

সুপ্রিম কোর্টের নির্দেশে আবার হতাশার সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের (West Bengal Government Employees) মধ্যে। 2016 সাল থেকে এই মামলা চলছে। এই মামলা পঞ্চম বেতন কমিশনের (5th Pay Commission) বকেয়া মহার্ঘ ভাতার মামলা। বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের (6th Pay Commission) আওতায় 14% হারে Dearness Allowance পাচ্ছেন।

পশ্চিমবঙ্গের বকেয়া DA মামলা

এর আগে 2022 সালে নভেম্বর মাসে সরকারি কর্মীদের Dearness Allowance নিয়ে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) যে রায় দিয়েছিল রাজ্য সরকার তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করে। 27 শে নভেম্বর 2022 সালে প্রথম এই মামলা সুপ্রিম কোর্টে ওঠে তার পর থেকে আর কোনো সুরাহা হয়নি। ঝুলেই আছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলা (DA Case Update). আর এবারও সেই ধারাই বজায় থাকল।

সুপ্রিম কোর্টে DA মামলার শুনানি

এবার 15 ই জুলাই শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু এই বছরও পিছিয়ে গেল রাজ্যের সরকারি কর্মীদের Dearness Allowance মামলা। পুজোর আগে সুখবর পাবেন বলে আশায় বুক বেঁধে ছিলেন সরকারি কর্মীরা। দ্রুত মহার্ঘ ভাতা মামলার শুনানির আর্জিও জানানো হয়েছিল আন্দোলনকারীদের (DA Protest) তরফ থেকে। কিন্তু সেই আশা এই বছরে আর পূরণ হবে না।

DA মামলা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ

এই বছর দুর্গা পূজার আগে Dearness Allowance মামলার শুনানি হবে না। শুধু দুর্গা পুজোর আগে শুনানি উঠবে না এমনটা নয় এই বছরই আর শুনানি হবে না এই মামলার। সুপ্রিম কোর্টের তরফ থেকে মঙ্গলবার যে অর্ডার কপি আপলোড করা হয়েছে ততে বলা হয়েছে, 2025 সালে 7 ই জানুয়ারি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের DA মামলার শুনানি হবে।

বকেয়া DA নিয়ে অপেক্ষা আরও বাড়লো

সোমবারের শুনানির জন্য চার মাস ধরে অপেক্ষা করছিলেন সরকারি কর্মীরা। আর এইবার সেই অপেক্ষা বেড়ে 6 মাস হয়ে গেল। আগামী বছর সুপ্রিম কোর্টে আবার উঠবে এই মামলা। এর আগে 12 বার শুননি পিছিয়েছে আদালতে। এবারেও মামলা পিছিয়ে গেল। সোমবার বেলা 3 টায় Dearness Allowance মামলা আদালতে উঠলে রাজ্য সরকারি কর্মীদের আইনজীবি DA মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্যে সওয়াল করেন।

Holiday (ছুটি)

ওই দিকে রাজ্যের সরকারি আইনজীবি আরো কিছুটা সময় চায়। সওয়াল জবাবের শেষে বিচারপতি রায় এবং বিচারপতি ভাট্টির ডিভিশন বেঞ্চ জানায় যে পরে একদিন এই মামলার শুনানি হবে। সর্বোচ্চ আদালতের তরফে জানানো হয়েছে Dearness Allowance মামলাটির বিস্তারে শুনানির প্রয়োজন রয়েছে। এর আগে যতবার শুনানির দিন এসেছে ততো বারই হতাশ হয়ে ফিরেছে রাজ্য সরকারি কর্মীরা।

চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে বড় আপডেট! কবে থেকে টাকা ফেরত পাবেন সকলে?

এবারও তার অন্যথা হয়নি। প্রত্যেক বার কোনো না কোনো কারনে সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছে শুনানি। আর তাই এই বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। তবে দিনের পর দিন এভাবে Dearness Allowance মামলা পিছিয়ে যাওয়ায় আপাতত কিছুটা স্বস্তিতে রাজ্য সরকার। কিন্তু সরকারি কর্মীরা আশাবাদী যে তাদের পক্ষেই এই মামলার রায় ঘোষণা হতে চলেছে।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *