পশ্চিমবঙ্গের খবর

Duare Sarkar Camp : দুয়ারে সরকার ক্যাম্প আবার কবে থেকে শুরু হবে? রাজ্য সরকারের তরফে কি আপডেট

পশ্চিমবঙ্গবাসীদের জন্যে সুখবর! যে সব মানুষ অপেক্ষা করছিলেন Duare Sarkar Camp এর জন্য তাদের জন্যে সুখবর। ফের চালু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প। পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal) রাজ্যের সাধারন নাগরিকদের জন্য বিভিন্ন ধরনের জনকল্যাণকারি প্রকল্প চালু করেছে। এই সব জনকল্যাণকারি প্রকল্প (Government Scheme) সাধারন মানুষ যাতে নিজেদের বাড়ির কাছেই পেতে পারেন তার জন্যে দুয়ারে সরকার ক্যাম্প চালু করা হয়েছে।

West Bengal Duare Sarkar Camp May Start in July 2024.

বিভিন্ন এলাকা ভিত্তিতে Duare Sarkar Camp এর মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রকল্পের সুবিধা দেওয়াই দুয়ারে সরকার ক্যাম্প এর উদ্দেশ্য। মুখ্যমন্ত্রী এই দুয়ারে সরকার ক্যাম্পের পরিকল্পনা প্রথম শুরু করেন 2020 সালের 1 লা ডিসেম্বর নাগাদ। এরপর প্রতি বছর দফায় দফায় বিভিন্ন পঞ্চায়েত ও পৌরসভা এলাকাতে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠীত হয়।

পশ্চিমবঙ্গে দুয়ারে সরকার ক্যাম্প ২০২৪

জানা গিয়েছে আবার কিছু দিনের মধ্যে চালু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প। এক পরিসংখ্যান অনুসারে ৫০ লক্ষের বেশি ক্যাম্প করা হয়েছে। আর এই সকল ক্যাম্পে ১০ কোটির বেশি মানুষ নিজেদের সমস্যার সমাধান করেছেন। এছাড়াও এই Duare Sarkar Camp এর মাধ্যমে ৮ কোটি ৮৬ লাখ মানুষদের প্রদান করা হয়েছে। তাহলে এই ক্যাম্প কবে চালু হবে, কি কি নথি লাগবে, এই সব বিষয়ে আলোচনা করবো আজ।

দুয়ারে সরকার ক্যাম্পে কি কি সুবিধা পাওয়া যাবে?

রাজ্য সরকার যে সব প্রকল্প চালু করেছে সেই সব প্রকল্পের সুবিধা পাওয়া যাবে এই ক্যাম্পে। এই Duare Sarkar Camp মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষ কন্যাশ্রী (Kanyashree Prakalpa), রূপশ্রী (Rupashree Prakalpa), স্বাস্থ্য সাথী (Swasthya Sathi Scheme), ঐক্যশ্রী (Aikyashree Scholarship), শিক্ষাশ্রী (Shikshyashree Scholarship), তপশিলি বন্ধু (Tafsili Bandhu), জয় জোহার (Jay Johar), স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card).

মৎস্যজীবী ক্রেডিট কার্ড (Matshyajibi Credit Card), কৃষক বন্ধু (Krishak Bondhu), প্রতিবন্ধী সার্টিফিকেট (Disability Certificate) ইত্যাদির জন্য আবেদন করতে পারেন। এই গুলো ছাড়াও এই প্রকল্পের মাধ্যমে সাধারন মানুষ ব্যাংকিং সহায়তা কেন্দ্র, রেশন কার্ড সংশোধন (Ration Card Correction), কৃষি জমির মিউটেশন (Land Mutation) ইত্যাদি কাজ গুলো করতে পারেন।

Instant Personal Loan (স্টেট ব্যাঙ্ক তাৎক্ষণিক ব্যাক্তিগত ঋণ)

কি কি প্রয়োজনীয় নথি লাগবে আবেদনের জন্য?

Duare Sarkar Camp এ রাজ্যের বিভিন্ন প্রকল্পের জন্যে আবেদন করার জন্যে নির্দিষ্ট প্রকল্পের আবেদন পত্র পূরণ করার পাশাপাশি কিছু দরকারি নথি পত্র সঙ্গে নিয়ে জেতে হবে। সে গুলো হল – আধার কার্ড, ভোটার কার্ড, নির্দিষ্ট কিছু প্রকল্পের জন্যে স্বাস্থ্য সাথী কার্ড, কাস্ট সার্টিফিকেট, মোবাইল নম্বর, ইনকাম সার্টিফিকেট, ব্যাঙ্কের পাস বই, প্রকল্পের জন্য আপনি আবেদন করবেন সেই প্রকল্পের ফর্মের মধ্যে লেখা থাকবে কি কি নথি লাগবে।

বিনা পরিশ্রমে প্রতিমাসে 50 হাজার টাকা পেনশন! কিভাবে পাবেন এখনই জানুন

কবে থেকে শুরু হবে দুয়ারে সরকার ক্যাম্প?

এখন পর্যন্ত রাজ্য সরকার Duare Sarkar Camp কবে থেকে শুরু হবে তার কোনো তারিখ প্রকাশ করেনি। তবে জানা গিয়েছে জুলাই মাসের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহ থেকেই ধাপে ধাপে বিভিন্ন এলাকাতে শুরু হবে দুয়ারে সরকার ক্যাম্প। আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনার নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্প এ গিয়ে যোগযোগ করবেন।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *