বকেয়া DA নিয়ে সরকারি কর্মীদের বড় পদক্ষেপ! ব্যাকফুটে পশ্চিমবঙ্গ সরকার
বকেয়া মহার্ঘ ভাতার (Dearness Allowance) দাবিতে রাজ্য তোলপাড়। লোকসভা ভোটের ফলাফল ঘোষনার আগেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee) রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছিলেন। তবে এতেও সন্তুষ্ট নন সরকারি কর্মীদের (Government Employees) অনেকেই। তারা তাদের আন্দোলনের ঝাঁজ আরো বাড়িয়েই চলেছেন। আন্দোলনকারীরা তাদের কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার (DA) দাবিতেই অনড়।
West Bengal Pending Dearness Allowance News.
কিন্তু রাজ্য সরকার সেই দাবি মানতে নারাজ। তাই এবার আন্দোলনকে আরো তীব্র করার লক্ষ্য নিলো সরকারি কর্মীরা। সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের লাগতে চলেছে রাজনৈতিক রং! এর আগে বেশ কয়েকবার রাজনৈতিক নেতাদের দেখা গিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনে। BJP, Congress, CPI (M) এর নেতারা সেখানে গিয়ে সরকারি কর্মীদের DA এর দাবিকে সমর্থন জানিয়ে ছিল।
পশ্চিমবঙ্গে বকেয়া ডিএ মামলায় নয়া মোড়!
আর এবার সংগ্রামী যৌথ মঞ্চ তাদের আন্দোলনের ঝাঁজ আরো বাড়ানোর জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে চিঠি লিখল তারা। আর এই নিয়ে ফের একবারের জন্য রাজ্য রাজনীতি সর গরম হয়ে উঠেছে। এছাড়াও আগামী দিনে সুপ্রিম কোর্টে এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মামলায় কি রায় প্রদান হয় তার আগেই এই নিয়ে ফের উত্তাপ বাড়ল।
চিঠিতে কি কি দাবি করা হয়েছে?
শুভেন্দু অধিকারিকে (Suvendu Adhikary) লেখা চিঠিতে সরকারি কর্মীরা যে সব দাবি জানিয়েছে সে গুলো হল, পশ্চিমবঙ্গ বর্ষাকালীন বিধানসভার অধিবেশনে যেন 40% বকেয়া মহার্ঘ ভাতা (DA Protest) মেটানোর দাবি তোলা হয়। মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে সরকার যে সব পদক্ষেপ গ্রহণ করেছে তা ফেরানোর জন্যে সরকারের উপরে চাপ সৃষ্টি করা হয়।
পশ্চিমবঙ্গে পঞ্চম বেতন কমিশন
পঞ্চম বেতন কমিশনের (5th Pay Commission) বকেয়া DA মামলায় সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছিল তা প্রত্যাহার করার জন্যে চাপ সৃষ্টি করা হোক। আন্দোলনকারীদের পাশে আছে শুভেন্দু আধিকারি। এর আগে তিনি নিজে আন্দোলনকারি কর্মীদের সঙ্গে দেখা করে সব ধরনের সাহায্য করার আশ্বাস দিয়েছিলেন। শুভেন্দু বলেছিলেন অমিত শাহ (Amit Shah) নাকি নিজে থেকে রাজ্যের DA আন্দলনের উপরে নজর রাখছেন।
সংগ্রামী যৌথ মঞ্চ
অপর দিকে বিরোধী দলনেতা হিসেবে তিনি নিজের বাড়তি বেতন 40 হাজার টাকা সংগ্রামী যৌথ মঞ্চের হাতে তুলে দিয়েছেন। প্রসঙ্গে তিনি বলেন, বিরোধী দলনেতা হিসেবে রাজ্য সরকার যে বাড়তি বেতন আমাকে দেয় সেই 40 হাজার টাকা আমি সংগ্রামী যৌথ মঞ্চের হাতে তুলে দিলাম। এর আগে ওদের অনশন মঞ্চে গিয়ে বলেছিলাম আমি ওদের এই আইনি লড়াইয়ের পাশে থাকব।
পশ্চিমবঙ্গে DA মামলার ভবিষ্যৎ কি?
তাই এই অল্প কিছু অর্থ তাদের হাতে তুলে দিচ্ছি। যদিও সমুদ্রে বিন্দুর মত। এই মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। সেখানে মামলা চালাতে গেলে অনেক টাকাই লাগবে। ওরা আমাকে জানিয়েছে আইনজীবির পারিশ্রমিক ও যাতায়াতের খরচায় এই টাকা কাজে লাগাবে। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন বিরোধী দলনেতার এই কাজকে তীব্র নিন্দা জানিয়েছেন।
তিনি বলেছেন, ‘সরকারকে বিব্রত করতে একদল লোক নাটক করছেন। তাঁদের প্রোডিউসার যে তাঁদের টাকা দেবেন, সেটাই তো স্বাভাবিক।’ তবে সংগ্রামী যৌথ মঞ্চের সাথে বিরোধী দলনেতার এমন যোগে অনেকেই সিদুরে মেঘ দেখছে। এর ফলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনেকটাই চাপে পড়বে বলে মনে করছে অনেকেই। এবারে দেখার অপেক্ষা যে আগামীদিনে কি হতে চলেছে।
Written by Ananya Chakraborty.